Study পড়াশুনা:- পরীক্ষার আগের দিনগুলো কেমন পড়াশুনা করা উচিত Tips

 


তুমি সারাটা বছর  পরিকল্পনা করে পড়াশোনা করার পরও পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়?

 তুমি যদি একটি রুটিন তৈরি করে নিয়মিত পড়াশোনা করো তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে।

এই ভিডিও টি মূলোএ যারা পরীক্ষার আগের দিন গুলো পড়াশোনা করো

তোমার জন্য আজ সেই কৌশল ,টিপস, রুটিন নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিও তে ভিডিও একটি লাইক subscribe করো।
তোমরা যারা সারা বছর নিয়মমাফিক পড়াশোনা করেছো তাদের কে বলছি যথেষ্ট পরিমাণে ঘুমাও । টেনশন ফ্রি হয়ে বিষয়গুলোর উপর রিভিশন দাও। আর কিছুই করতে হবে না।

 যারা পরীক্ষার আগের দিনগুলো বা পরীক্ষার আগের রাতের পড়াশোনা করো।

তোমাদের মাথায় রাখতে হবে এক রাত বা রাতারাতি পড়ে কোনো ভাবেই ভালো রেজাল্ট করা যায় না।তোমাদের উচিত সুনির্দিষ্ট কয়েকটি অধ্যায় ভালোভাবে শেষ করা। 
পারলে ক্লাসে টপারদের ,তোমার শিক্ষক-শিক্ষিকা, কোচিং দাদা-দিদিদের থেকে অধ্যায়গুলো ভালো করে বুঝে নেওয়া। তাহলেও ভালো রেজাল্ট করা সম্ভব।তোমরা অনেকেই  পরীক্ষার আগের দিনগুলো বা আগের রাতে পুরো বই পড়ে শেষ করতে যাও ভুল করেও এ কাজ করবে না।এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়।

তোমাদের যা যা  করতে হবে তা হলো 

1📝তোমার কাছে যা আছে সেগুলো ভালো করে পড়াগুলো রিভিশন দেওয়া।
2📝কোন নতুন অধ্যায়ে বা প্রশ্নে হাত দেওয়া যাবেনা ।
3📝নিজের উপর আত্মবিশ্বাস শাখা রাখা । যে তুমিও ভালো রেজাল্ট করবে।
4📝যথেষ্ট পরিমাণে ঘুমাও । টেনশন ফ্রি হয়ে বিষয়গুলোর উপর রিভিশন দাও। লাস্ট যে পয়েন্ট টি বলবো
 5 no জানি মোবাইলে হাত না দিলে খুব কষ্ট হবে তোমারদের ঘুম আসবে না তাই বলছি তোমার  রেজাল্ট ভালো হলে সব ভালো হবে এটা মনে রেখো।চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করো শিক্ষামূলক ভিডিও পাওযার জন্য আর । ভিডিও টি ভালো লাগলে একটা লাইক, অবশ্যই আশা করছি। 

ALL TIPS PM চ্যানেলের পক্ষ থেকে  তোমাদের সকলেকে জানায় শুভ কামনা

#####

alltipspm, ALL TIPS PM, পরীক্ষার দিনগুলো কেমন পড়াশুনা করা উচিত, porikhar somoy kemon porbo, পরীক্ষার টিপস, কম পড়ে ভালো রেজাল্ট করবো কি করে, পরীক্ষার সময় কীভাবে পড়বো, exam tips, কীভাবে মুখস্থ করবো, পড়া মনে রাখার সহজ উপায় কী, how exam Agen study preparation, kom pore kivabe valo lekha jai, motivational video,motivation,powerful motivational video,motivational for study, motivation study exams tips

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url