Notes / Study Material PDF Download ( HS, CU, KU, WBSU, NBU, VU, BU & Other's)

 

  School-College Question-Answer PDF Notes / Study Material Book Download This Website

(New Syllabus)
{CU, KU, WBSU, NBU, VU, BU ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞানের ছাএছাত্রিদের জন্য প্রশ্নোত্তরে এই PDF বইটি প্রকাশিত হলো}আশাকরি আগের মতোই এই পিডিএফ বইটি ছাএছাত্রিদের পরীক্ষায় সাফল্য পেতে সাহায্য করবে। 100% কমন রেকর্ড আছে টিপস, সিলেবাস, সাজেসন নোটস দেওয়া হয়  সম্পূর্ণ ফ্রি এছাড়াও আরো অনেক pdf বই আছে একাদশ, দ্বাদশ, শ্রেণীর শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি।
 লেখক:-✍ PALASH  MONDAL.  

Political science 

Q. 'রাজনীতি হল মতবিরোধ বা দ্বন্দ ও সংঘাত-ধারণাটি ব্যাখ্যা করো।

A.         আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে অনেকে রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বিরোধ ও মতানৈক্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন। মার্ক্স বিরোধ ও সংঘর্ষকে শ্রেণী শাসিত ও শোষিত সমাজের ও তার রাজনীতির মূল বিষয়বস্তু রূপে গণ্য করেছেন। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ যেভাবে বিরোধের ব্যাখ্যা করেছেন তার সাথে মার্ক্সীয় ব্যাখ্যার বহুক্ষেত্রে পার্থক্য দেখা যায়।

🎯 মূল বক্তব্য:-        যেদিন মানুষ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে, সেদিন থেকেই তার জীবনে রাজনীতি শব্দটি অপরিহার্য হয়ে উঠেছে। অনেকে বলেন মতবিরোধ ও সংঘাত নিয়েই রাজনীতি। সমাজ পরিবর্তনশীল সমাজের প্রতিটি স্তরে বিভিন ধর্মের মানুষ বসাবাস করার ফলে তাদের মধ্যে বিরোধ লেগেই থাকে। এরূপ অবস্থায় বিরোধ বা দ্বন্দ্ব দূরীকরণের জন্য আইন প্রণয়ন এবং প্রয়োগের প্রয়োজন হয়ে পড়ে।

অধ্যাপক জে. ডি. বি. মিলার রাজনীতির আলোচনায় বিরোধ ও সংঘাতকে অন্তর্ভুক্ত করেছেন। তার মতে রাজনীতির গভীরে বিরোধ নিহিত। অ্যালান বলের মতে রাজনীতি হল এক ধরনের কার্যকলাপ যা সমাজের সকল স্তরের বিরোধ ও তার মীমাংসার করে। মতবিরোধ থেকেই রাজনীতির উদ্ভব হয়। রাজনীতি মতবিরোধ ও সংঘাত নিয়েই আবর্তিত হয়।

🎯 মূল্যায়ন: উপরিউক্ত আলোচনা থেকে পরিশেষে বলা যায় যে সংঘাতই রাজনৈতিক জীবনের একমাত্র উপাদান নয়। রাজনৈতিক জীবনে সম্মতির উপস্থিতিও লক্ষণীয়। সমাজে বিরোধ ও সংঘর্ষ সর্বত্র আছে ঠিকই, কিন্তু যেখানে বিরোধ ও সংঘর্ষ সেখানেই রাজনীতি এটা সঠিক নয়।
আশা করি, এই ভিডিওটি আপনাদের রাজনৈতিক তত্ব সম্পর্কে একটি ধারণা দিয়েছে। ধন্যবাদ আমাদের📱YouTube Channel:- ALL TIPS PM ভিডিও দেখার জন্য! আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

 👉🟢যেকোন ক্লাস / কলেজ / ইউনিভার্সিটি র নোটস পাওয়া যায় যোগাযোগ করুন ফেসবুক //টেলিগ্রাম // ইনস্টাগ্রাম // ইউটিউব চ্যানেল (অল্প মূল্য Study Material)🐥📚


🔔🐥🟠⚫🟢⚪🔵🔴🐥  

   

 🔔⚫🟠🟢⚪🔵 🔴🔔🐥

UNIVERSITY NOTES [CU]

POLITICAL SCIENCE

Paper:- SEC-A-2 Semester -5

(Understanding The Legal System)

QUESTIONS WITH ANSWERS
Mark's= 1
1. ভারতের সর্বোচ্চ দেওয়ানি আদালতের নাম লেখ।
Ansহাইকোর্ট ।(ভারতের সর্বোচ্চ আদালত হল সুপ্রিম কোর্ট আর রাজ্যের মধ্যে সর্বোচ্চ আদালত হল হাইকোর্ট।)
2. হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন?
Ansরাষ্ট্রপতি। (হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে।)
3. জেলার সর্বোচ্চ ফৌজদারী আদালতের নাম উল্লেখ করো ?
Ansজেলার সর্বোচ্চ আদালত হল জেলা ও দায়রা জজ।
4. সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বৎসর পর্যন্ত সম্পদে বহাল থাকতে পারেন?
Ansবিচারপতিগণ 65 বছর বয়স পর্যন্ত সপদে অধিষ্ঠিত থাকেন।
5. সুপ্রিম কোর্ট যে সব লেখ (writ) জারি করতে পারে তার একটির নাম উল্লেখ করো।
Ans. Writ গুলি হল বন্দি-প্রত্যক্ষীকরণ,পরামর্শদেশপ্রতিশেধঅধিকার পৃচ্ছাউৎপেষণ।

Note's Available Contact Now...YouTube:- ALL TIPS PM 

🐥🔔🔴🟢⚪🔵🟠⚫📚📚⚫🟠🔵⚪🟢🐥
hs political science question paper and answers 2025

🔔🔴🔔⚫🛜🛜🕠📚🟢🔴🔴🔔🐥

PDF -Download Now📚 শিক্ষাবিজ্ঞান (শিক্ষা-মনোবিজ্ঞান) প্রশ্নোত্তর 

🔛🔛🔛🔛🔛🔛                     🔛🔛🔛🔛🔛

HS Education All Topics MSC Question to Answer PDF Book.

All Year Exam 100%Common Download Now

🔛🔛🔛        🔛🔛🔛🔛            🔛🔛🔛🔛

 মনোবিজ্ঞান কি বিজ্ঞান?

Ans:-সাইকোলজি (Psychology) বা মনোবিজ্ঞান কথাটির অর্থ 'আত্মার শাস্ত্র'। মনোবিজ্ঞান মানসিক পক্রিয়াগুলো যেভাবে সংগঠিত হয় কার্য সম্পাদন হয়ে ওঠে সেগুলোকেই বাখ্যা করে থেকে। বিশিষ্ট বিজ্ঞানী ম্যাকডুগাল বলেছেন -মনোবিজ্ঞান হলো মানব জীবনে আচরনীয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। মনোবিজ্ঞান যেহেতু বস্তুনিষ্ঠ বিজ্ঞান, সেহেতু মানুষের কার্যকলাপ যেভাবে ঘটে সেভাবেই বাখ্যা করে কোনো আদর্শে বাখ্যা করে না। 
vidyasagar university semester 3 polititical science

🔛🔛🔛🔛🔛                 🔛🔛🔛🔛🔛🔛🔛

 বৃদ্ধি ও বিকাশের মধ্যে মূল পার্থক্য কি ?

Ans:- বৃদ্ধি ও বিকাশের পার্থক্যের আগে আমাদের জানতে হবে বৃদ্ধি কি ,বিকাশ কি।
মনোবিজ্ঞানের ভাষায় বৃদ্ধি হলো ব্যক্তির আকার বা আয়তনের পরিবর্তন ।
বিজ্ঞানী ক্রো বলেছেন -বিকাশ হলো ব্যক্তির দৈহিক বৃদ্ধিগত সহ তার পরিবেশের ব্যবহার পরিবর্তন ঘটে। ফ্রাঙ্ক ও বৃদ্ধি বলতে বুঝিয়েছেন 'Multiplication of Cells' আবার বিকাশ বলতে বুঝিয়েছেন 'Change in Organism as a Whole' ।
    উপরিউক্ত আলোচিত বিষয়ে স্পট বলা যায় যে বৃদ্ধি ও বিকাশ একএ হয়ে ব্যবহিত হলেও কিন্তু মনোবিজ্ঞানীরা এক মত নয়।বেক্তির জীবনে উন্নতি ঘটনার জন্য যেমন ব্যক্তির দৈহিক চাহিদার সামগ্রীক  পরিবর্তন কে মনোবিজ্ঞানীরা ব্যাপকগুরুত্ব বলে অভিহিত করেন। 
তাই বিভিন্ন বিজ্ঞানী মহলে র পরিপ্রেক্ষিতে বলা যায়  শিশু বা ব্যক্তি তার পরিপূর্ণভাবে বৃদ্ধি হয়, আবার পরিপূর্ণভাবে বৃদ্ধি হলেই যে তার সঠিক বিকাশ হয় তা বিভিন্ন বিজ্ঞানী মহলে সঠিক বলে গ্রহণ করেন না ।

🔛🔛🔛🔛🔛

class 12 semeter 3 political science syllabus 2025

       🔛🔛🔛🔛🔛

Q. গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি লেখো।

Ans. তত্ত্বগতভাবে গণতন্ত্র আদর্শ শাসনব্যবস্থা হিসেবে স্বীকৃত হলেও এর সাফল্যের
জন্য কতকগুলি শর্ত পালন করা আবশ্যক। শর্তগুলি হল,
প্রথমতঃ জনগণের গণতান্ত্রিক শাসনব্যবস্থা গ্রহণের ইচ্ছা, তাদের কর্তব্য পরায়ণতা ইতাদি থাকা উচিত। অর্থাৎ গণতান্ত্রিক চেতনা সম্পন্ন জনগণ থাকা উচিত।
দ্বিতীয়তঃ গণতন্ত্রের সাফল্যের জন্য জনগণের অর্থনৈতিক স্বাধীনতা একান্তভাবে অপরিহার্য। এর জন্য উৎপাদনের উপাদানসমূহের সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। অর্থাৎ অর্থনৈতিক সাম্য গণতন্ত্রের ভিত্তি হওয়া উচিত। তৃতীয়তঃ,গণতন্ত্রে মতামত প্রকাশের স্বাধীনতা থাকার দরুন মতভেদ সৃষ্টি হয়। কিন্তু এর সঙ্গে প্রয়োজন পরমত-সহিষ্ণুতা। 
চতুর্থতঃ ক্ষমতার বিকেন্দ্রীকরণও গণতন্ত্রের অন্যতম শর্ত, কারণ এর মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন ঘটে। 
পঞ্চমতঃ এখানে রাষ্ট্রনেতাদের যুক্তিবাদী ন্যায়-পরায়ণ ও নেতৃত্ব দানের অধিকারী হতে হবে।
ষষ্ঠতঃ জনগণের শিক্ষা সম্পর্কে আগ্রহী হতে হবে, কারণ শিক্ষিত, সচেতন, জনগণই গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অতন্ত্র প্রহরী। সদা সতর্ক, সক্রিয় জনমত সরকারের স্বৈরাচারিতা রোধ করে এবং সরকারকে গণমুখী করে।

🔛🔛🔛


Q.নাগরিক বলতে কী বোঝো নাগরিক বিলুপ্তের কারণগুলি আলোচনা কর। 

‎Ans. নাগরিক বলতে একটি রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে সেই ব্যক্তিকে বোঝায়, যে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সর্বপ্রকার সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য তার সমস্ত শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বুদ্ধি, বিচার-বিচক্ষণ প্রকৃতির প্রয়োগ করে।
‎ল্যাস্কির মতে : ল্যাস্কির মতে, 'জনকল্যাণের নিমিত্তে নিজের জ্ঞান-বুদ্ধিসম্পন্ন অভিমতের প্রয়োগই হল নাগরিকতা।'
কেলসনের মতে : কেলসনের মতে,কোনো রাষ্ট্রযন্ত্রের সদস্য হিসেবে ব্যক্তির সম্মান ও পদমর্যাদাই হলো নাগরিকতা।
নাগরিকত্ব বিলোপ : যে সমস্ত কারণে নাগরিকত্বের বিলুপ্তি ঘটে সেগুলি হল-
‎1st : কোনো ব্যক্তি এক সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিক হলে তাকে একটি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
‎2nd : কোনো মহিলা কোনো বিদেশিকে বিবাহ করলে সে তার স্বামীর নাগরিকত্ব লাভ করবে।
‎3rd : কোনো ব্যক্তি দীর্ঘকাল তার দেশের বাইরে থেকে বিদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করলে সে তার রাষ্ট্রের নাগরিকত্ব হারাবে।
‎4th : কোনো ব্যক্তি গুরুতর অপরাধ করলে বা দেশ দ্রোহিতা মূলক কাজে যুক্ত হলে তার নাগরিকত্ব বিলুপ্ত হবে।

🔛🔛🔛

vidyasagar university 3rd semester political science suggestion 2025

Q. স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার রক্ষাকবচগুলি লেখো।

‎Ans. স্বাধীনতা বা liberty কথাটি লাতিন 'liber' থেকে গৃহীত হয়েছে এবং আক্ষরিকভাবে এর অর্থ হল ‘মুক্ত থাকা’ বা ‘মুক্ত হওয়া'। আক্ষরিক অর্থ হলো নিজের ইচ্ছামত কাজ করবার অবাধ ক্ষমতাকে বোঝায়। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ অনিয়ন্ত্রিত বা অবাধ স্বাধীনতা স্বীকার করেন না। ‎টি এইচ গ্রীন এর মতে: যা উপভোগ করার এবং সম্পূর্ণ করার যোগ্য তা উপভোগ ও সম্পাদন করার ক্ষমতায় হলো স্বাধীনতা। 
‎হবস-লক- মিল এদের মতে: স্বাধীনতা হলো নিয়ন্ত্রণের অভাব কেবলমাত্র নিয়ন্ত্রণের অভাব বললে স্বাধীনতা অর্থ সংকীর্ণ হয়ে পড়ে, স্বাধীনতার ইতিবাচকও বটে। ব্যক্তিত্বের উপযুক্ত বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ গঠনে স্বাধীনতা শর্ত বলে উল্লেখ করেছেন।
‎স্বাধীনতার রক্ষাকবচগুলি হলো:-
‎আইন: আইন স্বাধীনতার শর্ত ও রক্ষক। আইন আছে বলেই স্বাধীনতা ভোগ করা সম্ভব হয়। আইন বিহীন সমাজে স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর।
‎মৌলিক অধিকার: সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ বলে অভিহিত করা হয় ।মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে বলেই অধিকার ক্ষুন্ন হওয়ার ক্ষেত্রে নাগরিক আদালতে যাওয়া যেতে পারে ।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ: ক্ষমতা স্বতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের স্বাধীনতা রক্ষা করা যায়, মন্তেস্কু মেডিসন, ব্ল্যাকস্টোন প্রমুখলেখকগন ক্ষমতা স্বতন্ত্রীকরণকে স্বাধীনতার রক্ষাকবচ বলে বর্ণনা করেছেন। সরকারের কাজ পরিচালনার জন্য তিনটি বিভাগ রয়েছে। ক্ষমতা স্বতন্ত্রনীতির মূল কথা হলো, একই ব্যক্তি বা একি বিভাগের হাতে বিভিন্ন ক্ষমতা ন্যস্ত হলে ব্যক্তি স্বাধীনতার ক্ষুন্ন হয় এবং স্বৈরাচারের সম্ভাবনা দেখা দেয়।
‎সরকার: দায়িত্বশীল সরকার স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। শাসন ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব থাকায় সরকারের দল ক্ষমতা হারাবার ভয়ে কখনোই স্বৈরাচারী হয়ে উঠতে পারে না।
‎গণতন্ত্র: প্রত্যক্ষ গণতন্ত্রের অর্থ হলো শাসন পরিচালন ও আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ। গণভোট, গণউদ্যোগ, পদচ্যুতি প্রভৃতি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলিকে অনেক সময় স্বাধীনতা রক্ষাকবচ বলে মনে করা হয়।
উপসংহার উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে স্পষ্ট যে স্বাধীনতা হলো মানুষের জন্মের অধিকার। স্বাধীনতা ও রক্ষক করা যেমন রাষ্ট্রীয় আইন দ্বারা কর্তব্য তেমনি নাগরিককে সচেতন হতে হবে এবং নাগরিকের কর্তব্যই পালনের ফলে অধিকার ভোগ করা যায় ।
🔛🔛🔛

** রাজনৈতিক তত্ত্বের পতনের বা রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় কারণ লেখো।

Ans. রাষ্ট্রবিজ্ঞানে রাজনৈতিক তত্ত্বের পতন বলতে প্রকৃতিতে ঐতিহ্যবাহী বা আদর্শিক রাজনৈতিক তত্ত্বের পতনকে বোঝায়। ঐতিহ্যবাহী রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক দর্শনের সাথে ওতপ্রোতভাবে জড়িত । প্রাচীন গ্রিসে, প্লেটো এবং অ্যারিস্টটলের মতো দার্শনিকদের আবির্ভাব ঘটে বিপ্লবী সামাজিক পরিবর্তনের সময়কালে। হবস এবং লকের মতো বিখ্যাত ব্রিটিশ দার্শনিকদের লেখা ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে সক্রিয় হয়ে ওঠে, যখন ইংল্যান্ড ধর্মীয় ও রাজনৈতিক দ্বন্দ্বে জর্জরিত ছিল।  

ফ্রান্সে আঠারো শতকের (রুশো) এবং ইংল্যান্ডের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে বেন্থাম, জেএস মিলের অবদানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ঠিক যেমন মার্ক্সের আবির্ভাব ইউরোপীয় শিল্প বিপ্লব এবং শ্রমিকদের শোষণের কারণে হয়েছিল। আর ঠিক এই কারণেই ডেভিড ইস্টন এবং আলফ্রেড কোবান রাজনৈতিক তত্ত্বের পতনের কথা বলেছেন। এমনকি পিটার ল্যাসলেট এবং রবার্ট ডাহলের মতে, রাজনৈতিক তত্ত্ব বিলুপ্ত হয়ে গেছে। রাজনৈতিক তত্ত্বের পতন এবং মৃত্যুর কারণগুলি আরও রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত দিয়েছেন, তারা হলেন ডেভিড ইস্টন , আলফ্রেড কোবান, দান্তে জার্মিনো, ইসাইয়া বার্লিন এবং এসএম লিপসেট।

উপসংহার: রাজনৈতিক তত্ত্বের পতনের উপর উপরোক্ত আলোচনা থেকে এই সিদ্ধান্তে আসা যেতে পারে যে, সাধারণত, রাজনৈতিক তত্ত্বের পতন বলতে মূল্যবোধের উপর ভিত্তি করে আদর্শিক বা দার্শনিক রাজনৈতিক তত্ত্বের পতনকে বোঝায়।
🔛🔛🔛




















Previous Post
No Comment
Add Comment
comment url