MCQ প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান – জাতীয়তা, জাতি ও রাষ্ট্র (তৃতীয় অধ্যায়)
1.জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার–
(A) পরিপন্থী (B) পরিপূরক (C) বিপরীতপন্থী (D) সমপূরক
Ans: (B) পরিপূরকজা
2.তীয়তাবাদ মূলত— একটি---
(A) ধর্মগত (B) বংশগত C) ভাবগত D) জাতিগত Ans: (C) ভাবগত
3. বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার—
(A) শত্রু B) মিত্র C) পরিপূরক D) বিপরীতপন্থী
Ans: (A) শত্রু
4.‘ নেশন ’ শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে সেটি -
(A) National B) Nat C) Native D) Natio
Ans: (D) Natio
5. জাতীয় জনসমাজকে রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ বলেছেন-
(A) জিম্যান B) লেকি C) লেনিন D) জে . এস . মিল
Ans: (D) জে . এস . মিল
6. আন্তর্জাতিক শক্তিকে “ কালপুরুষের স্বপ্ন ” বলেছেন—
(A) মুসোলিনি B) হব্স (C) হিটলার D) স্ট্যালিন
Ans: (A) মুসোলিনি
7. জাতীয়তাবাদকে মানবজীবনের অভিশাপ বলেছেন— (A) রবীন্দ্রনাথ B) ম্যালিনোভস্কি C) স্পেনসার D) টয়েনবি
Ans: (B) ম্যালিনোভস্কি
8. জাতীয়তাবাদের ধারণা পূর্ণতা লাভ করে
(A) ফরাসি বিপ্লবের পর B) ঔপনিবেশিক বিপ্লবের পর C) গৌরবময় বিপ্লবের পর D) রাশিয়ার বিপ্লবের পর
Ans: (A) ফরাসি বিপ্লবের পর
9. জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলে অভিহিত করেছেন–
(A) টয়েনবি B) জিমা C) ম্যালিনোভস্কি (D) এরিক ফ্লোম
Ans: (D) এরিক ফ্লোম
10. রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত , বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত অথবা মুক্তিকামী একটি জনসমাজকে জাতি বলে–
(A) জনসমাজ B) জাতীয় জনগোষ্ঠী C) জাতীয় জনসমাজ D) জাতি
Ans: (D) জাতি
অতিসংক্ষিপ্ত (SAQ) প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান – জাতীয়তা, জাতি ও রাষ্ট্র (তৃতীয় অধ্যায়) | Class 11 Political Science Question and Answer :
Q.জাতীয়তাবাদের মূলমন্ত্র কী
নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও ।
Q.জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয় ?
Ans: জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজ যখন নিজস্ব রাষ্ট্র লাভ করে তখনই তারা জাতির পর্যায়ে উন্নীত হয় ।
Q.জাতীয়তাবাদের দু’জন সমালোচকের নাম লেখো
Ans: রবীন্দ্রনাথ ও টয়েনবি ।
Q.আন্তর্জাতিকতাবাদের দু’জন প্রবক্তার নাম লেখো । Ans: রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যারল্ড ল্যাস্কি ।
Q.জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান কী ?
Ans: জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান হলো ভাবগত উপাদান ।
Q.জাতি বলতে কী বোঝায় ?
Ans: জাতি বলতে বোঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজকে যারা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট ।
Qমার্কসবাদীদের মতে জাতীয়তাবাদ কত রকমের ?
Ans: মার্কসবাদীদের মতে জাতীয়তাবাদ দু’রকমের ।
Q. বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো ?
Ans: যে জাতীয়তাবাদে নিজ জাতির সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব প্রকাশিত হয় , তাকে বিকৃত জাতীয়তাবাদ বলে ।
Q.আন্তর্জাতিকতাবাদ বলতে তুমি কী বোঝো ?
Ans: বৃহত্তর বিশ্বসমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত একটি আদর্শের নাম হলো আন্তর্জাতিকতাবাদ ।
Q.জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করো ।
Ans: জাতীয়তাবাদ দুর্বল জাতির মধ্যে উদ্দীপনা ও প্রেষণা সৃষ্টি করে । আন্তর্জাতিকতার একটি গুরুত্ব লেখো । আন্তর্জাতিকতা উপনিবেশবাদ ও নয়াউপনিবেশবাদ প্রতিরোধে সক্ষম । “
Q.কে বলেছেন “ হয় মানুষ যুদ্ধকে নিশ্চিহ্ন করবে , নতুবা যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করবে । ”
Ans: বার্ট্রান্ড রাসেল বলেছেন ।
Educational Website