একাদশ শ্রেণীর লাস্ট মিনিট সাজেশন 2024 সমস্ত বিষয়ে:নতুন সিলেবাস অনুযায়ী,-
আমাদের YouTube বে টিপস,সিলেবাস,সাজেসন ও নোটস দেওয়া হয়।
প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর।
তাই YouTube Channel: ALLTIPSPM এবং Website: alltipspm.blogspot.com -এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণীর সাজেশন ২০২৪ . (শুধু উচ্চমাধ্যমিক নয়, মাধ্যমিক ও একাদশ শ্রেণী এবং কলেজের ছাত্রছাত্রিরাও) ইতিমধ্যেই রাজ্যের পরীক্ষার্থীরা আমাদের এই শিক্ষামূলক YouTube এবং Website থেকে প্রস্তুতি শুরু করেছে।
প্রতিটি বিষয়ের সাজেশন ডাউনলোড করতে পারবে স্টুডেন্টরা ফ্রিতে। উচ্চমাধ্যমিক (ক্লাস -11)পরীক্ষা শুরু হবে সম্ভবত ফেব্রুয়ারি, 2024 তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে
** ফেব্রুয়ারি মাস নাগাদ। পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে সকাল 12 টা থেকে বিকেল 3:15 টা পর্যন্ত। প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত 15 মিনিট সময় পাবে তোমরা।
Ans: (A) শত্রু 4.‘ নেশন ’ শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে সেটি - (A) National B) Nat C) Native D) Natio Ans: (D) Natio 5. জাতীয় জনসমাজকে রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ বলেছেন- (A) জিম্যান B) লেকি C) লেনিন D) জে . এস . মিল Ans: (D) জে . এস . মিল 6. আন্তর্জাতিক শক্তিকে “ কালপুরুষের স্বপ্ন ” বলেছেন— (A) মুসোলিনি B) হব্স (C) হিটলার D) স্ট্যালিন Ans: (A) মুসোলিনি 7. জাতীয়তাবাদকে মানবজীবনের অভিশাপ বলেছেন— (A) রবীন্দ্রনাথ B) ম্যালিনোভস্কি C) স্পেনসার D) টয়েনবি Ans: (B) ম্যালিনোভস্কি 8. জাতীয়তাবাদের ধারণা পূর্ণতা লাভ করে (A) ফরাসি বিপ্লবের পর B) ঔপনিবেশিক বিপ্লবের পর C) গৌরবময় বিপ্লবের পর D) রাশিয়ার বিপ্লবের পর Ans: (A) ফরাসি বিপ্লবের পর 9. জাতীয়তাবাদকে মানুষের পাগলামি বলে অভিহিত করেছেন– (A) টয়েনবি B) জিমা C) ম্যালিনোভস্কি (D) এরিক ফ্লোম Ans: (D) এরিক ফ্লোম 10. রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত , বহিঃশাসন থেকে সর্বপ্রকারে মুক্ত অথবা মুক্তিকামী একটি জনসমাজকে জাতি বলে– (A) জনসমাজ B) জাতীয় জনগোষ্ঠী C) জাতীয় জনসমাজ D) জাতি Ans: (D) জাতি
অতিসংক্ষিপ্ত (SAQ) প্রশ্নোত্তর | একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান – জাতীয়তা, জাতি ও রাষ্ট্র (তৃতীয় অধ্যায়) | Class 11 Political Science Question and Answer :
Q.জাতীয়তাবাদের মূলমন্ত্র কী নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও । Q.জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয় ?
Ans: জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসমাজ যখন নিজস্ব রাষ্ট্র লাভ করে তখনই তারা জাতির পর্যায়ে উন্নীত হয় ।
Q.জাতীয়তাবাদের দু’জন সমালোচকের নাম লেখো
Ans: রবীন্দ্রনাথ ও টয়েনবি । Q.আন্তর্জাতিকতাবাদের দু’জন প্রবক্তার নাম লেখো । Ans: রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যারল্ড ল্যাস্কি । Q.জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান কী ? Ans: জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান হলো ভাবগত উপাদান ।
Q.জাতি বলতে কী বোঝায় ?
Ans: জাতি বলতে বোঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজকে যারা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট । Qমার্কসবাদীদের মতে জাতীয়তাবাদ কত রকমের ? Ans: মার্কসবাদীদের মতে জাতীয়তাবাদ দু’রকমের । Q. বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো ? Ans: যে জাতীয়তাবাদে নিজ জাতির সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব প্রকাশিত হয় , তাকে বিকৃত জাতীয়তাবাদ বলে ।
Q.আন্তর্জাতিকতাবাদ বলতে তুমি কী বোঝো ? Ans: বৃহত্তর বিশ্বসমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত একটি আদর্শের নাম হলো আন্তর্জাতিকতাবাদ । Q.জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করো ।
Ans: জাতীয়তাবাদ দুর্বল জাতির মধ্যে উদ্দীপনা ও প্রেষণা সৃষ্টি করে ।আন্তর্জাতিকতার একটি গুরুত্ব লেখো ।আন্তর্জাতিকতা উপনিবেশবাদ ও নয়াউপনিবেশবাদ প্রতিরোধে সক্ষম । “ Q.কে বলেছেন “ হয় মানুষ যুদ্ধকে নিশ্চিহ্ন করবে , নতুবা যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করবে । ”
Ans: বার্ট্রান্ড রাসেল বলেছেন ।
🚸🚸🚸
একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান
প্রশ্ন ও উত্তর
বৈদিক ও বৌদ্ধ শিক্ষা (প্রাচীন যুগের শিক্ষা)
(অষ্টম অধ্যায়) Class 11 Education Question and Answer
Educational YouTube channel:
ALL TIPS PM
M C Q:
1.কোন অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সূচনা ঘটত ?
উপসম্পদা /সমাবর্তন / উপনয়ন/ প্রব্রজ্যা ।
2. ভারতে কোন স্থানটি ব্রাহ্মণ্য শিক্ষার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিল ?
তক্ষশীলা / অযোধ্যা /জৌনপুর / নালন্দা ।
3. বৌদ্ধ শিক্ষার প্রধান / মূল লক্ষ্য হলো-
পরিনির্বাণ লাভ / সন্ন্যাসধর্ম পালন / ব্যাবহারিক শিক্ষাদান/ আত্মোপলব্ধি ।
4. ত্রিপিটক তিনটি হলো –
সূত্রপিটক , বিনয়পিটক , শ্রবণপিটক /
সূত্রপিটক , শান্তপিটক , ক্ষমাপিটক /
সূত্রপিটক , বিনয়পিটক , ধর্মপিটক /
সূত্রপিটক , বিনয়পিটক , অভিধর্মপিটক ।
5.মধ্যযুগে হিন্দু শিক্ষালয় হিসেবে স্বীকৃত ছিল না ,সেটি হলো –
পাঠশালা / মক্তব/ টোল / চতুষ্পাঠী ।
6. ন্যায়দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন –
পতঞ্জলি / গৌতম / কপিলমুনি/ কণাদ ।
7.ব্রাক্ষ্মণ্য শিক্ষাব্যবস্থায় ক্ষত্রিয়দের শিক্ষাগ্রহণের সময়কাল ছিলো –
16 বছর / 11 বছর/ 9 বছর/ 13 বছর ।
S A Q:
1.উপনিষদ শব্দের প্রকৃত অর্থ কী?
ব্রহ্মবিদ্যা।
2. শিক্ষাব্যবস্থায় শিক্ষকের দু’টি গুণ লেখো ।
দু’টি গুণ হলো- A প্রাচীন যুগে আচার্যগণ বিদ্যাদানকে জীবনের মহান ব্রত বলে মনে করতেন ।
B বিভিন্ন শাস্ত্র সহ শিক্ষাদান কার্যে যথেষ্ট পারদর্শী হতেন ।
3.চতুরাশ্রম প্রথা কী ?
ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের জীবনের চারটি অধ্যায়। যথা- ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস পালন করতে হতো, এই প্রথাকে চতুরাশ্রম বলা হয়।
4.বৈদিক শিক্ষার যুগ উল্লেখ করো ।
আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ।
5. উপনয়ন কাকে বলে ?
ব্রাহ্মণ্য শিক্ষাব্যবস্থায় শিক্ষার অনুষ্ঠানকে উপনয়ন বলা হয় । উপনয়নের অর্থ হলো শিক্ষার জন্য গুরুর কাছে নিয়ে যাওয়া।
6.প্রব্রজ্যা বলতে কী বোঝো ?
প্রব্রজ্যা হলো বৌদ্ধ শিক্ষাব্যবস্থায় বৌদ্ধসংঘ বা বিহারে প্রবেশের ক্ষেত্রে পালনীয় এক ধর্মীয় অনুষ্ঠান ।
7. আর্য সত্যগুলো কী কী ?
1) মানুষের জীবনে দুঃখ রয়েছে
(2) মানুষের জীবনে দুঃখের কারণ রয়েছে
(3) মানুষের দুঃখ নিবারণের উপায় রয়েছে
4) দুঃখ নিবারণের জন্য সঠিক পথের প্রয়োজন।
8.বৌদ্ধ শিক্ষাব্যবস্থাকে সর্বজনীন শিক্ষা বলে কেন ?
বৌদ্ধ শিক্ষাব্যবস্থায় ধর্ম – বর্ণ – জাতি নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে পঠনপাঠনের সুযোগ দেওয়াকে সর্বজনীন শিক্ষা বলা হয়.
Educational Website