বিভিন্ন পরীক্ষার খবরাখবর📢 class 11 and HS new 2025/ মাধ্যমিক routine (Madhyamik admit card 2025 বোর্ড থেকে ফেব্রুয়ারি প্রদান করা হবে শুধুমাত্র স্কুলের প্রধান শিক্ষকদের জন্য। ও উচ্চমাধ্যমিকের (HS Exam)Online class: আজ থেকে শুরু দশম ও দ্বাদশের অনলাইন ক্লাস
MADHYAMIK & HS বিভিন্ন পরীক্ষার খবরাখবর📢
মাধ্যমিক (Madhyamik admit card 2022 বোর্ড থেকে 23 ফেব্রুয়ারি প্রদান করা হবে শুধুমাত্র স্কুলের প্রধান শিক্ষকদের জন্যOnline class: আজ থেকে শুরু দশম ও দ্বাদশের অনলাইন  ক্লাস, TV ষষ্ঠ থেকে দশমের 
5th Semester exams Routine 2024-25 Download Now
স্টুডেন্টদের নতুন ব্রিজ কোর্স বই পড়তে হবে
New Bridge course 2022 for class 11 &12.
এই কোর্স অনুসারে ক্লাস 9 ও 11 র বিভিন্ন বিষয়ে পড়াতে হবে ছাএছাত্রিদের । স্কুল শিক্ষা দপ্তরের খবর।
*LAST UPDATED:-November 11,2021
Youtube:- ALL TIPS PM.
#কলকাতা-
পিছিয়ে পরা ক্লাসের পড়া আগে । পরে নিজের ক্লাসের পড়া ।শিক্ষা দপ্তর সূএ থেকে জানা যাচ্ছে। তোমরা যারা এ বছরে 2022 ফাইনাল পরীক্ষা দেবে তাদের এই নতুন ব্রিজ কোর্স বই পড়ানো হবে। 16 নভেম্বর থেকে স্কুল চালু। আগের ক্লাসের বিষয়ে অবগত করার জন্য ই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে বোর্ড ঘোষণা করেছে মার্চে মাধ্যমিক, আর এপ্রিলে উচ্চমাধ্যমিক পরীক্ষা 2022। এই নতুন ব্রিজ কোর্স পড়াতে অসুবিধা হবে না বলে বোর্ড জানিয়েছে। খুব তাড়াতাড়ি যাতে স্কুলের কাছে ব্রিজের বই গুলো দেওয়া প্রক্রিয়া চলছে। 
শেয়ার করুন।
আমাদের সঙ্গে যোগাযোগ করুন
শিক্ষামূলক youtube, Website, Facebook, Instagram, চ্যানেল
- #ALL TIPS PM.
 - #alltipspm.blogspot.com
 - #শিক্ষামূলক প্রতিষ্ঠান
 - #@alltipspm (educational youtube)
 
*****
Madhyamik Routine 2022
****
মাধ্যমিক রেজাল্ট 20 জুলাই2021 মঙ্গলবার সকাল ৯টাই প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল
২০ জুলাই সকাল ১০টা থেকে  নিচের ওয়েবসাইটগুলিতে রেজিস্ট্রেশন নম্বর এবং (জন্ম তারিখ) দিয়ে দেখা যাবে রেজাল্ট।
 ওয়েবসাইটগুলি হল: 
📲www.wbbse.wb.gov.in
📲http://wbresults.nic.in
📲www.exametc.com
📲www.results.shiksha
📲www.indiaresult.com
স্বাভাবিকভাবেই মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ নির্ধারিত হওয়ায় উদ্বেগ কেটেছে পড়ুয়াদের। জানা গিয়েছে এদিনেই সমস্ত বিষয়ের প্রাপ্ত নম্বরও জানতে পারবেন পরীক্ষার্থীরা।
Class 11 final examination new routine 2022
#*যেকোনো ভালো জিনিস কেনাকাটা করতে টার্চ করুন ➡ 👉Amazon.in প্রবেশ করুন।
২২ জুলাই ঘোষিত হবে চলতি বছরের উচ্চমাধ্যামিক পরীক্ষার রেজাল্ট।  বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের পর চলতি মাসের ২২ জুলাই বৃহস্পতিবার দুপুর তিনটেই 
Higher Secondary Result ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি।
Higher Secondary Result ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি।
ওইদিন বিকেল ৪টে থেকে ওয়েবসাইট, এসএমএস অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। বিকেল চারটের পর পড়ুয়ারা পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট 
- 📲 wbresults.nic.in
 - 📲 www.exametc.com,
 - 📲 www.results.siksha,
 - 📲 www.westbengal.shiksha
 
 ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে 
- WB <রোল নম্বর> , পাঠিয়ে দিতে হবে
 - 📲 54242
 - 📲 56263
 - 📲58888 নম্বরে।
 
পরেরদিন ২৩ জুলাই সকাল ১১টার পর থেকে পাওয়া যাবে মার্কশিট।
➡➡➡➡➡➡➡➡➡➡➡➡
আগামী বছর 2022 সিলেবাস ও বোর্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা CBSE বোর্ডের।
২০২১-২২ শিক্ষাবর্ষে দুটি টার্মে হবে বোর্ডের পরীক্ষা। নভেম্বর-ডিসেম্বর মাসে হবে প্রথম টার্ম এবং আগামী বছর মার্চ-এপ্রিল মাসে হবে দ্বিতীয় টাম পরীক্ষা হবে 90 মিনিটের। প্রশ্নের প্যাটার্নেও আনা হয়েছে পরিবর্তন। প্রশ্ন হবে MCQ নির্ভর। গুরুত্ব বাড়বে ইউনিট টেস্টের। এছাড়া প্র্যাক্টিক্যাল, অ্যাক্টিভিটি ও প্রজেক্ট ওয়ার্কের উপরে জোর দেওয়া হবে। এছাড়াও জানা যাবে, পরীক্ষা সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে সরাসরি বোর্ডের কাছে প্রশ্ন করা যাবে। এই জন্য বেশ কিছু ফোন নম্বরও চালু করা হয়েছে বোর্ডের তরফে। নম্বরগুলি হল:-
২০২১-২২ শিক্ষাবর্ষে দুটি টার্মে হবে বোর্ডের পরীক্ষা। নভেম্বর-ডিসেম্বর মাসে হবে প্রথম টার্ম এবং আগামী বছর মার্চ-এপ্রিল মাসে হবে দ্বিতীয় টাম পরীক্ষা হবে 90 মিনিটের। প্রশ্নের প্যাটার্নেও আনা হয়েছে পরিবর্তন। প্রশ্ন হবে MCQ নির্ভর। গুরুত্ব বাড়বে ইউনিট টেস্টের। এছাড়া প্র্যাক্টিক্যাল, অ্যাক্টিভিটি ও প্রজেক্ট ওয়ার্কের উপরে জোর দেওয়া হবে। এছাড়াও জানা যাবে, পরীক্ষা সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে সরাসরি বোর্ডের কাছে প্রশ্ন করা যাবে। এই জন্য বেশ কিছু ফোন নম্বরও চালু করা হয়েছে বোর্ডের তরফে। নম্বরগুলি হল:-
- 9311226587, 
 
- 9311226588, 
 
- 9311226589, 
 
- 8311226590। 
 
****
D:-18/6/2021, T: 5PM
 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কিভাবে এখনই জানিয়ে দিলো ,ফল পছন্দ না হলে পরীক্ষার সুযোগ থাকছে কী ভাবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে শুক্রবার তা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
নবম এবং দশম শ্রেণির ফলের ভিত্তিতে মাধ্যমিকের মূল্যায়ন করা হবে। জানানো হয়েছে, কেউ যদি এই মূল্যায়নে অসন্তুষ্ট হন, তা হলে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। তবে  পরিস্থিতি স্বাভাভিক হলে। নবম শ্রেণির পরীক্ষার ফল থেকে ৫০ এবং দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বর নিয়ে মূল্যায়ন করা হবে।
২০১৯-এর মাধ্যমিকে যে চার বিষয়ে সবচেয়ে বেশি নম্বর তাতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের উপর ৪০ শতাংশ এবং ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় (থিওরি) প্রাপ্ত নম্বরের উপর ৬০ শতাংশ। উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। 
D: 17/6/2021, T: 5PM
মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিকের (HS ) ফল ঘোষণা করা হবে জুলাইয়ের মধ্যে নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কীভাবে পরীক্ষার মূল্যায়ণ করা হবে, তা আগামীকাল ঘোষণা করা হবে বলে জানালেন মমতা
D:-8/6/2021 , T:- 7PM
একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ১৫ জুলাইয়ের মধ্যে শেষ।কোনও পরীক্ষা ছাড়াই ক্লাস 11 থেকে ক্লাস 12 শ্রেণিতে উঠে যাবে। দ্বাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় প্রক্রিয়া ১৫ জুলাই,২০২১- গত বছর মার্চ মাস থেকে বন্ধ স্কুল। মাঝে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে ক্লাস শুরু কিন্তু ক্লাস 11 শ্রেণির সবাইকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল সংসদ।
D:-7/6/2021, T:-4 pm
এবছর বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, 2021 ঘোষণা মুখ্যমন্ত্রীর কিভাবে মূল্যায়ন হবে তা শিক্ষা দপ্তর 7 দিনের মধ্যে জানিয়ে দেবে
D:-6/6/2021, T:-4 PM
করোনার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না সেই বিষয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের কাছে মতামত চেয়েছে রাজ্য সরকার। এই তিনটি ইমেল এর মাধ্যমে ।মতামত জানানোর জন্য যে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে সেগুলি হল- ১) pbssm.spo@gmail.com, ২) commissionerschooleducation@gmail.com, ৩) wbssed@gmail.com
D:-5/6/2021,T:-10:30Am
রাজ্যে এ বছর স্কুলে বসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত হচ্ছে না।
  মাধ্যমিক (Madhyamik)ও উচ্চমাধ্যমিক(HS) পরীক্ষার্থীদের নাম্বার কিভাবে দেওয়া হবে ? সূত্রের খবর, ছ'সদস্যের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে,
 উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের
হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা হতে পারে। অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্নপত্র স্কুলের মাধ্যমে পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে, তার ভিত্তিতে লেখা উত্তর আবার স্কুলেই জমা করা যেতে পারে। এর ফলে খুব তারাতারি ফলপ্রকাশ সম্ভব। কারণ, স্কুলের  শিক্ষক-শিক্ষিকারাই খাতার মূল্যায়ন করবেন। 
    প্রজেক্টে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর স্কুলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা পড়েছে, প্রয়োজনে রেজাল্ট তৈরির ক্ষেত্রে সেগুলোও বিবেচনা করা যেতে পারে। বিস্তারিত দেখুন📲 
 মাধ্যমিক পরীক্ষার্থীদের 
     ২০১৯ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট বিবেচনা করে। অথবা ক্লাস 9 এর সমস্ত পরীক্ষার নাম্বার গড় করে ৫০ শতাংশ ওয়েটেজ আর এ বছর মাধ্যমিকের প্রজেক্টে বরাদ্দ ১০ নম্বর ভিত্তি উপরে ৫০ শতাংশ ওয়েটেজ দিয়ে একযোগে রেজাল্ট তৈরি করা যেতে পারে। তবে সবই চূড়ান্ত  রিপোর্টে পেশ করা কেবলমাএ সুপারিশ।সবটাই অবশ্য নির্ভর করছে, রাজ্য সরকারের (মুখ্যমন্ত্রীর)ওপর।সরকার কি সিদ্বান্ত নেয় সেদিকেই আমাদের নজর আছে।
****
****
D:-2/6/2021, T:-4:15pm
#মাধ্যমিক #উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে/পরীক্ষার সময়সূচি এখনও ঠিক হয়নি আরও তিন দিনপর সিন্ধান্ত পুরোভিডিও টি দেখার অনুরোধ রইলো
****
আগামীকাল ঘোষিত হতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার 2021 ফাইনাল রুটিন
আমাদের সঙ্গে সর্বদা যুক্ত থাকুন
D:-28-5-2021, T:-1PM
জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে।’
বিস্তারিত জানতে 👇ভিডিও টি দেখুন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক 2021 পরীক্ষায় বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে। নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ৩ ঘণ্টা নয় বরং এবার দেড় ঘণ্টার পরীক্ষা... 
****    *    ******       *****
D:- 23-5-2021, T:- 5PM
আজই পরীক্ষা 2021 নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কি বৈঠক হলো দেখুন👇
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা 2021 বৈঠক (ভিডিও)
আজ 15 মে শনিবার এই মাএ সরকারিভাবে ঘোষণা করা হলো। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক 
জুন মাসে কোনো পরীক্ষা হচ্ছে না জানিয়ে দিলো সরকার। কবে হবে তা সরকার থেকে পরে ঘোষণা করা হবে।
বিস্তারিত দেখুন👇
উচ্চমাধ্যমিকও পিছোবে। বুধবার জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারা আরও জানিয়েছে যে পরীক্ষা নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো।বিস্তারিত জানতে ভিডিও দেখুন👇

