স্কলারশিপ 2025-2026 সম্পূর্ণ তথ্য, Youtube:-ALL TIPS PM, Scholarship Application,. আবেদন পদ্ধতি // নবান্ন স্কলারশিপ// ঐক্যশ্রী স্কলারশিপ

 নবান্ন স্কলারশিপ 2025-26 সম্পূর্ণ আবেদন পদ্ধতি Nabanna Scholarship 2022-23 Form PDF // ঐক্যশ্রী স্কলারশিপ Aikyashree  Scholarship 2025–2026 A to Z বিস্তারিত বাংলা গাইড //এই স্কলারশিপ কারা পাবে?//💰 কত টাকা পর্যন্ত পাওয়া যায়?//📋 প্রয়োজনীয় যোগ্যতা//কি কি ডকুমেন্টস লাগবে//Step-by-Step আবেদন পদ্ধতি


scholarship

🎓 ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree  Scholarship) 2025–2026 A to Z বিস্তারিত বাংলা গাইড //এই স্কলারশিপ কারা পাবে?//💰 কত টাকা পর্যন্ত পাওয়া যায়?//📋 প্রয়োজনীয় যোগ্যতা//কি কি ডকুমেন্টস লাগবে//Step-by-Step আবেদন পদ্ধতি

✅ কী এই ঐক্যশ্রী স্কলারশিপ?
ঐক্যশ্রী স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর (WBMDFC) কর্তৃক পরিচালিত একটি বিশেষ স্কলারশিপ প্রকল্প। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া এবং আর্থিকভাবে সাহায্য প্রদান।
🎯 এই স্কলারশিপ কারা পাবে?                                 
ঐক্যশ্রী স্কলারশিপ শুধুমাত্র পশ্চিমবঙ্গের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য। যেমন:
  • ‎মুসলিম (Muslim)
  • ‎খ্রিস্টান (Christian)
  • ‎শিখ (Sikh)
  • ‎বৌদ্ধ (Buddhist)
  • ‎পার্সি (Parsi)‎
যদি আপনি হিন্দু হন, তবে আপনি এই স্কলারশিপের জন্য যোগ্য নন। তবে হিন্দুদের জন্য রয়েছে SVMCM, SC/ST Scholarship ইত্যাদি।
📚 কোন শ্রেণির ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পেতে পারে?
  1. ‎ক্লাস 1 থেকে শুরু করে
  2. ‎মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
  3. ‎স্নাতক (UG) ও স্নাতকোত্তর (PG) পর্যায় পর্যন্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।
💰 কত টাকা পর্যন্ত পাওয়া যায়?
‎এই স্কলারশিপে বিভিন্ন শ্রেণির উপর ভিত্তি করে নিম্নলিখিত পরিমাণ অর্থ দেওয়া হয়:
🔢 শ্রেণি💸 বাৎসরিক স্কলারশিপ টাকা
                             

শ্রেণি

বাৎসরিক টাকা

১ – ৫

,১০০

৬ – ১০

,৫০০

১১ – ১২

,৩০০

কলেজ (UG)

১১,০০০

পিজি (PG)

৩০,০০০

📋 প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility Criteria)
  • ‎🧕 আপনি অবশ্যই সংখ্যালঘু ধর্মের হতে হবে (Muslim/Christian/Sikh/Buddhist/Parsi)
  • ‎🎓 আপনি যে শ্রেণিতে পড়ছেন তা সরকার অনুমোদিত ইনস্টিটিউটে হতে হবে
  • ‎💵 পরিবারের বাৎসরিক আয় শহরে হলে ২.৫ লক্ষ টাকার কম, গ্রামে হলে ২ লক্ষ টাকার কম হতে হবে
  • ‎📊 সর্বশেষ পরীক্ষায় ৫০% নম্বর বা তার বেশি পেতে হবে
‎🗂 আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগবে:
‎1. আধার কার্ড
‎2. সম্প্রদায় শংসাপত্র (Minority Certificate)
‎3. ইনকাম সার্টিফিকেট
‎4. ব্যাংক পাসবুকের ফটোকপি
‎5. সর্বশেষ পরীক্ষার মার্কশিট
‎6. ইনস্টিটিউট ভেরিফিকেশন ফর্ম
‎7. পাসপোর্ট সাইজ ছবি
‎🖥 কীভাবে আবেদন করবেন? (Step-by-Step আবেদন পদ্ধতি)
  • ‎১. অফিসিয়াল ওয়েবসাইটে যান
  • ‎www.wbmdfcscholarship.gov.in
  • ‎২. ‘Student Registration’ অপশন সিলেক্ট করুন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন‎
  • ‎৩. আপনার বিস্তারিত তথ্য দিন নাম, জন্ম তারিখ, ধর্ম, ইনস্টিটিউট, ব্যাঙ্ক একাউন্ট, মোবাইল নম্বর ইত্যাদি
  • ‎৪. প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন  স্ক্যান করে JPG বা PDF আকারে
  • ‎৫. ফর্ম সাবমিট করুন এবং প্রিন্ট নিন প্রিন্ট কপি ইনস্টিটিউটে জমা দিন ভেরিফিকেশনের জন্য
‎📅 আবেদন শুরু ও শেষ হওয়ার তারিখ
  1. ‎আবেদন শুরু: জুলাই 
  2. ‎আবেদন শেষ: আগস্ট ২০২৫
‎⚠ সাধারণ ভুল যেগুলো করলে আবেদন বাতিল হয়
  • ‎❌ ভুল ইনকাম সার্টিফিকেট
  • ‎❌ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুল
  • ‎❌ ইনস্টিটিউট ভেরিফিকেশন ফর্ম না দেওয়া
  • ‎❌ টাইমের মধ্যে আবেদন না করা
⭐🏃📢🧿 বিশেষ ঘোষণা
‎আপনার ঐক্যশ্রী আবেদন (AY- 2024-25) আপনার প্রতিষ্ঠানের কাছে যাচাইয়ের জন্য পড়ে রয়েছে। অনুগ্রহ করে আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন এবং 30.06.25, রাত 11.59 এর মধ্যে এটি যাচাই করুন, অন্যথায় আপনার আবেদন বাতিল করা হবে। এই তারিখের পরে কোনও আবেদন গ্রহণ করা হবে না।
ঐক্যশ্রী সংক্রান্ত কিছু জিজ্ঞাসা থাকলে সরাসরি অফিসিয়াল কথা বলুন 
PHONE (TOLL FREE) : 1800-120-2130
‎🎉 উপসংহার
‎এই স্কলারশিপ প্রকল্পটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এক অসাধারণ সুযোগ। যেসব পরিবার আর্থিকভাবে পিছিয়ে পড়েছে, তাদের জন্য এই সাহায্য পড়াশোনার পথ অনেক সহজ করে তোলে। তাই সময়মতো আবেদন করুন, এবং সুযোগ হাতছাড়া করবেন না।
‎🖊 লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
📌 এইরকম দরকারি স্কলারশিপ ও সরকারি প্রকল্পের আপডেট এবং সিলেবাস সাজেশন ও নোটস পেতে আমাদের ওয়েবসাইট /Facebook/ Youtube প্রতিদিন ভিজিট করুন।

‎🔗 কিছু দরকারি লিংক:

  1. ‎👉 অফিসিয়াল ওয়েবসাইট:  https://wbmdfcscholarship.in
  2. ‎👉ওয়েবসাইট: alltipspm.blogspot.com
  3. ‎👉 YouTube Channel – ALL TIPS PM
  4. ‎👉Fresh Registration 2025-2026: https://wbmdfcscholarship.in/server/choose_server?dect_re=/students/student_registration2
  5. ‎👉Registered Student's Login : https://wbmdfcscholarship.in/home/student_login 
  6. ‎👉Defect Renew Application 2024-2025: https://wbmdfcscholarship.in/home/student_renew_login_24
  7. ‎👉Defect Fresh Application 2024-2025 : https://wbmdfcscholarship.in/students/student_registration_defect_24
  8. ‎👉Track Application: https://wbmdfcscholarship.in/main/track_appli1 

‎ধন্যবাদ 


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশীপ দেওয়া হয়। এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা কলেজের পরীক্ষায় পাস করেছে, তারা  নবান্ন স্কলারশিপের জন্য আবেদন যোগ্য। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

নবান্ন স্কলারশিপ 2022-23 Nabanna Scholarship

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল
টাকার পরিমান ১০,০০০/- থেকে ২০,০০০/-
হেল্পলাইন নম্বর (০৩৩)২২১৪ ১৯০২ বা (০৩৩)২২৫৩ ৫২৭৮
আবেদন পদ্ধতি:-অফলাইন

অফিশিয়াল ওয়েবসাইট
আমাদের ওয়েবসাইট

#ALLTIPSPM

নবান্ন স্কলারশিপ আবেদনের যোগ্যতা

১) যেসব ছাত্র-ছাত্রী মাধ্যমিকে 65 শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে,
২) উচ্চ মাধ্যমিকে 60% নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে,
৩) কলেজে 55% নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন।
৪) আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় 60 হাজার টাকার কম হতে হবে।
৫)  অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে।
৬) যেসব ছাত্র ছাত্রীরা বিকাশ ভবন স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship) -এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য যেকোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন তারা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ -এ আবেদন করতে পারবেন না।

প্রয়োজনীয় ডকুমেন্টস (Nabanna Scholarship Documents)

সেগুলি নিম্ন দেওয়া হলো--

১) নবান্ন স্কলারশিপ আবেদনপত্র,
২) আবেদনপত্রটির সাথে তোমাদের এলাকার MLA-এর সুপারিশ পত্র (MLA Recommendation Form),
৩)  তোমার নিজের ও স্ব-ঘোষনা পত্র (Self-Declaration Form),
৪) শেষ পরীক্ষার মার্কশীট।
৫) বর্তমান কোর্সে ভর্তির রশিদ।
৬) সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৭) এন্ট্রান্স পরীক্ষার র‍্যাঙ্ক কার্ড (প্রযোজ্য হলে)

আবেদন পদ্ধতি

আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনে।

১) স্কলারশিপের আবেদনপত্রটি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে।
২) আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
৩) আবেদনপত্রের পাশাপাশি সেল্ফ ডিক্লারেশন ফর্ম বা স্ব- ঘোষণাপত্র (জেরক্র্ নিজের নাম লিখে) সমস্ত কাগজ একাত করে জমা করতে হবে।
৪)সমস্ত নথিপত্র গুলি গ্রুপ- এ গ্যাজেটেড অফিসার দ্বারা Attested করতে হবে। আবেদনপত্রের সাথে Attested করা নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।

 নবান্ন স্কলারশিপ from download

Nabanna Scholarship Application from: Download Now

নবান্ন স্কলারশিপ 2022 Last date

ছাত্র-ছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় নবান্ন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারে।

 প্রার্থী বাছাই পদ্ধতি

ছাত্র-ছাত্রী আবেদনপত্র সরকার আবেদনপত্র ভালো করে খুঁটিয়ে দেখে নির্বাচিত করে।

নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা

দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য Nabanna,14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102

উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা

উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015

শিক্ষামূলক Youtube:- ALL TIPS PM

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর 

(033)2214 1902 অথবা (033) 2253 5278

আবেদনপত্র জমা দেওয়ার পর একটি Received Copy অবশ্যই নিয়ে আসবেই।

💐💐💐💐💐ধন্যবাদ💐💐💐💐💐









Next Post Previous Post
No Comment
Add Comment
comment url