Class-9 Madel Activity Task ,All Subject Question-Answers/মডেল এক্টিভিটি টাস্ক-র উত্তর ক্লাস 9, সমস্ত বিষয়ে। youtube ALL TIPS PM
CLASS-9, Model Activity Task-February 2022 ,2021, All Subject Question-Answer/ মডেল এক্টিভিটি টাস্ক-ফেব্রুয়ারি 2022 নবম শ্রেণীর সমস্ত বিষয়ে উত্তর। youtube দেখুন ALL TIPS PM
এখানে স্কুলের এক্টিভিটি টাস্ক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হয় সমস্ত ক্লাস 1 থেকে 12 পর্জন্ত সমস্ত বিষয়ে
ভিডিও গুলো দেখতে ইউটিউব গিয়ে ALL TIPS PM লেখো সমস্ত ক্লাস এক্টিভিটি র উত্তর আছে দেখে নাও
এছাড়াও স্কুল কলেজ সমস্ত বিষয়ে টিপস,সিলেবাস,সাজেশান উত্তর দেওয়া হয় ।
ভিডিও গুলো দেখতে ইউটিউব গিয়ে ALL TIPS PM লেখো সমস্ত ক্লাস এক্টিভিটি র উত্তর আছে দেখে নাও
এছাড়াও স্কুল কলেজ সমস্ত বিষয়ে টিপস,সিলেবাস,সাজেশান উত্তর দেওয়া হয় ।
Instragram দেখতে টার্চ করুন👉
অফিসিয়াল ফেসবুক পেজ দেখতে টার্চ করুন👉
#*যেকোনো ভালো জিনিস কেনাকাটা করতে টার্চ করুন ➡ 👉Amazon.in প্রবেশ করুন।
#ক্লাস 6 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে👉আমাকে টার্চ করুন
#ক্লাস 9 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে👉আমাকে টার্চ করুন
#ক্লাস 8 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে 👉আমাকে টার্চ করুন
#ক্লাস 7 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে👉আমাকে টার্চ করুন
#ক্লাস 5 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে👉আমাকে টার্চ করুন
#ক্লাস1-4 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে👉আমাকে টার্চ করুন
#ক্লাস 6 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে👉আমাকে টার্চ করুন
#ক্লাস 9 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে👉আমাকে টার্চ করুন
#ক্লাস 8 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে 👉আমাকে টার্চ করুন
#ক্লাস 7 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে👉আমাকে টার্চ করুন
#ক্লাস 5 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে👉আমাকে টার্চ করুন
#ক্লাস1-4 সমস্ত বিষয়ে উত্তর পেতে এখানে👉আমাকে টার্চ করুন
**
মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণি বাংলা: 2021
1Q: নব নব সৃষ্টি প্রবন্ধে লেখক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন?
Ans: কোনাে ভাষার সমৃদ্ধি নির্ভর করে উক্ত ভাষার উৎকর্ষতার ওপরে। যে-ভাষার শব্দভাণ্ডার যত সমৃদ্ধ সেই ভাষা ততই আত্মনির্ভরশীল। নতুন ভাবনা -চিন্তা, অনুভূতির জন্য নতুন শব্দেরজন্য প্রয়ােজন হলে সংস্কৃত নিজের ভাণ্ডারের কোনাে অন্য ভাষার ওপর নির্ভরশীল হয় করতে হয় না। সংস্কৃত বিদেশি শব্দ গ্রহণ করলেও তা অতি নগণ্য। এই কারণেই সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলা যায়।
লেখকের মতে, বাংলা ভাষা নিজের শব্দভাণ্ডারে অনুসন্ধান না করে,পাঠান-মােগল যুগে আইন-আদালত, নতুনরূপে আমরা প্রচুর আরবি, ফারসি শব্দ গ্রহণ করেছি। পরবর্তীকালে ইংরেজি থেকে, অন্য ভাষা থেকে শব্দ ধার করেছি। এই কারণেই বক্তা এমন মন্তব্যটি করেছেন।
লেখকের মতে, বাংলা ভাষা নিজের শব্দভাণ্ডারে অনুসন্ধান না করে,পাঠান-মােগল যুগে আইন-আদালত, নতুনরূপে আমরা প্রচুর আরবি, ফারসি শব্দ গ্রহণ করেছি। পরবর্তীকালে ইংরেজি থেকে, অন্য ভাষা থেকে শব্দ ধার করেছি। এই কারণেই বক্তা এমন মন্তব্যটি করেছেন।
2Q: এরই মাঝে বাংলার প্রাণ।- বাংলার প্রাণস্পন্দন কবি কীভাবে উপলব্ধি করেছেন?
Ans: কবি জীবনানন্দ দাশ আকাশে সাতটি তারা’ কবিতায়উল্লেখ করেছেন—বাংলারঅপরূপ সৌন্দর্য এবং বিচিত্র সৌরভের মধ্যেই রয়েছে প্রাণের স্পর্শ। তাই তিনি বলেন অস্তগামী সূর্যের রক্ত আলােয় ,বাংলার নীল স্নিগ্ধ সুগন্ধে,কলমির ঘ্রাণ, হাঁসের পালক, পুকুরের জল, বালকের পায়ে-দলা মুথা ঘাসে,পাকা বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতায় আমি উপলদ্ধি করি।এই কারণেই কবি প্রশ্নের এইরকম উক্তি।
3Q: “চিঠি’ রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশভাবনার পরিচয় দাও।
Ans: স্বামী বিবেকানন্দ আলমোড়া থেকে মিস নোবেল কে উদ্দেশ্য করে 1897 খ্রিস্টাব্দের 29 জুলাই একটি পত্রখানিতে উল্লেখ করেন যে ভারতবাসী তথা সামাজিক রাজনৈতিক পরিবেশ ,ভারতের যেসকল ইউরোপিয়ান সেবার এসেছেন তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা প্রকাশ করেছেন ।
স্বামীজীর মতে মিস নোবেল একজন প্রকৃত সিংহী তাই ভারতের কাজে তার ব্যাপক ভূমিকা রয়েছেন। স্বামীজী মিস নোবেলকে অনুরোধ করেন যে কারও পক্ষ না থেকে নিজেস্ব বিচার-বিবেচনা দিয়ে নিরেপেক্ষ ভাবে কাজ করার।
স্বামীজিআরো বলেন, এদেশের কাজের ক্ষেত্রে মিস নোবল নানাবিধ সমস্যার সামনে পড়বেন সাবধানে থাকবার পরামর্শ দেন। পরাধীন ভারতের অশিক্ষিত অধ শিক্ষিত নয় নারীরা সংস্কারের বশে তাকে সহজভাবে হয়তাে নেবে না, আবার ভারতীয়দের জন্য কাজ করায় এদেশের ইউরােপিয়ানরা তার কাজকে খামখেয়ালিপনা বলে মনে করবে। স্বামীজি সর্বতােভাবেই তার পাশে আছেন বলে তাকে জানান।
স্বামীজি উক্ত চিঠিতে সেভিয়ার দম্পতির ভূয়সী প্রশংসা করে বলেন—তাদের সহকর্মী রুপে পেলে মিস নোবল ও সেভিয়ারদের কাজের সুবিধাই হবে। মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে শরৎকালে যদি মিস নােবল ভারতে আসেন তবে তার পথের একঘেয়েমি দূর হবে বলে স্বামীজি চিঠিতে উল্লেখ করেন।
স্বামীজীর মতে মিস নোবেল একজন প্রকৃত সিংহী তাই ভারতের কাজে তার ব্যাপক ভূমিকা রয়েছেন। স্বামীজী মিস নোবেলকে অনুরোধ করেন যে কারও পক্ষ না থেকে নিজেস্ব বিচার-বিবেচনা দিয়ে নিরেপেক্ষ ভাবে কাজ করার।
স্বামীজিআরো বলেন, এদেশের কাজের ক্ষেত্রে মিস নোবল নানাবিধ সমস্যার সামনে পড়বেন সাবধানে থাকবার পরামর্শ দেন। পরাধীন ভারতের অশিক্ষিত অধ শিক্ষিত নয় নারীরা সংস্কারের বশে তাকে সহজভাবে হয়তাে নেবে না, আবার ভারতীয়দের জন্য কাজ করায় এদেশের ইউরােপিয়ানরা তার কাজকে খামখেয়ালিপনা বলে মনে করবে। স্বামীজি সর্বতােভাবেই তার পাশে আছেন বলে তাকে জানান।
স্বামীজি উক্ত চিঠিতে সেভিয়ার দম্পতির ভূয়সী প্রশংসা করে বলেন—তাদের সহকর্মী রুপে পেলে মিস নোবল ও সেভিয়ারদের কাজের সুবিধাই হবে। মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে শরৎকালে যদি মিস নােবল ভারতে আসেন তবে তার পথের একঘেয়েমি দূর হবে বলে স্বামীজি চিঠিতে উল্লেখ করেন।
4Q: যা গিয়ে ওই উঠানে তাের দাঁড়া- কবি কাদের, কেন এই পরামর্শ দিয়েছেন? কবিতার নামকরণের সঙ্গে উদ্ধৃতিটি কীভাবে সম্পর্কযুক্ত ?
Ans: আলোচ্য কবিতায় আজন্ম পরিচিত জন্মভূমির জল-হাওয়ার স্নিগ্ধতা থেকে নির্বাসিত মানুষের হৃদয়ের ব্যাকুলতা গভীরভাবে প্রকাশিত হয়েছে।
পল্লী প্রকৃতির একান্ত আপনজন্মভূমির সম্পদ হল লাউমাচা, কুন্দফুল, ঘাসের গন্ধ। তার শিশুকাল কেটেছে এই প্রকৃতির তাৎপর্য রূপ-রস-গন্ধে, সে কখনােই ভুলে যেতে পারে তাদের। আপন স্বার্থর জন্যই জন্মভূমি ছেড়ে সে চলে যায় অনেক দূরে। জন্মভূমির স্পর্শ চিরকাল উজ্জ্বলভাবে জাগ্রত থাকে তার মনের অন্তরে। তাই আপন খেয়ালেই সে ফিরে আসার স্বপ্ন দেখে।
পল্লী প্রকৃতির একান্ত আপনজন্মভূমির সম্পদ হল লাউমাচা, কুন্দফুল, ঘাসের গন্ধ। তার শিশুকাল কেটেছে এই প্রকৃতির তাৎপর্য রূপ-রস-গন্ধে, সে কখনােই ভুলে যেতে পারে তাদের। আপন স্বার্থর জন্যই জন্মভূমি ছেড়ে সে চলে যায় অনেক দূরে। জন্মভূমির স্পর্শ চিরকাল উজ্জ্বলভাবে জাগ্রত থাকে তার মনের অন্তরে। তাই আপন খেয়ালেই সে ফিরে আসার স্বপ্ন দেখে।
5Q: অগত্যা রাধারাণী কাদিতে কাদিতে ফিরল। রাধারাণীর কান্নার কারণ কী ?
Ans : রাধারাণীর মা ঘােরতর পীড়িত, তার পরিবারের দুঃখের ছায়া ঘরে আহারের কোনাে সংস্থান নেই। এমন অবস্থায় দারিদ্র্যর হাত থেকে একটু সুখের আশায় রাধারাণী বনফুলের মালা গেঁথে রথের মেলায় যায়, যদি মালা বিক্রির অর্থে মায়ের পথ্যের ব্যবস্থা করা যায় এই ভেবে। কিন্তু রথের টান অর্ধেক হতে-না-হতেই প্রবল বৃষ্টি নামে। ফলে মেলা শুরুআগেই ভেঙে যায়। এই কারণে রাধারাণীর কোনাে মালা বিক্রি হল না। মায়ের পথ্যের ব্যবস্থা কীভাবে হবে, তা ভেবে না-পেয়ে ব্যাকুল হৃদয়ে কাদতে কাদতে বাড়ি ফিরছিল রাধারাণী।
★★ ★★ ★★ ★★ ★★ ★★
মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণি ইতিহাস 2021:
1.
1.
ক) ইয়ং ইতালি দলের লক্ষ্য কী ছিল ?
Ans: এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন জোসেফ ম্যাৎসিনি।দলের লক্ষ্য ছিল-18বয়েসে যুবকদের নিয়ে এমন একদল যারা দেশের পাশে সর্বদা সর্বস্ব নিজেকে প্রস্তুত রাখে। এ ছাড়াও শিক্ষা, প্রচার, আত্মত্যাগ ও চরিত্র গঠনের মাধ্যমে ইটালিতে জাতীয়তাবাদের উসমেষ ঘটবে।
খ) জোলভারেইন কি ?
Ans: জার্মানি রাশিয়ার নেতৃত্বে যে আন্তঃরাষ্ট্রীয় শুল্ক সংস্থা ১৮১৯ খ্রি:গঠিত হয়,সেটিই হলো জোলভেরাইন। জার্মানির অর্থনীতিবিদ ম্যাজেন এর প্রধানরূপকার ছিলেন।
গ) রিসর্জিমেন্টো বলতে কী বােঝাে ?
Ans : কার্বোনারি সমিতির হাত ধরে ইতালিতে এক জাতীয়তাবাদী আন্দোলনের জন্ম হয়, তাকে বলা হয় রিসর্জিমেন্টো বা নবজাগরণ। এর ফলে ইটালিরা তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করে।
আমাদের শিক্ষামূলক চ্যানেল💻👇
Youtube:- https://www.youtube.com/channel/UCGqxTGUtrIUn31TOsS9deaA
Website:- ALL TIPS PM https://alltipspm.blogspot.com
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/Alltipspm/
InstagramProfile:- https://instagram.com/alltipspm?utm_medium=copy_link
খ) জোলভারেইন কি ?
Ans: জার্মানি রাশিয়ার নেতৃত্বে যে আন্তঃরাষ্ট্রীয় শুল্ক সংস্থা ১৮১৯ খ্রি:গঠিত হয়,সেটিই হলো জোলভেরাইন। জার্মানির অর্থনীতিবিদ ম্যাজেন এর প্রধানরূপকার ছিলেন।
গ) রিসর্জিমেন্টো বলতে কী বােঝাে ?
Ans : কার্বোনারি সমিতির হাত ধরে ইতালিতে এক জাতীয়তাবাদী আন্দোলনের জন্ম হয়, তাকে বলা হয় রিসর্জিমেন্টো বা নবজাগরণ। এর ফলে ইটালিরা তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করে।
আমাদের শিক্ষামূলক চ্যানেল💻👇
Youtube:- https://www.youtube.com/channel/UCGqxTGUtrIUn31TOsS9deaA Website:- ALL TIPS PM https://alltipspm.blogspot.com
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/Alltipspm/
InstagramProfile:- https://instagram.com/alltipspm?utm_medium=copy_link
ঘ) ঘেটো কি ?
Ans: ইউরোপের ইহুদিদের নিরাপত্তার জন্য শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় এক সঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলিকেই বলা হত ঘেটো। বলাবাহুল্য যে 'ঘেটো' শব্দ টি উদ্ভব হয় ইটালির ভেনিস শহরকে কেন্দ্র করে।
ঙ) ফ্যাক্টরি প্রথা কি ?
Ans : যখন শিল্পের উন্নয়ন হয়নি তখন শ্রমিকরা নিজেস্ব ঘরে বসে ছােটোখাট যন্ত্রপাতি দিয়ে পণ্য উৎপাদন করত। এটিই ছিলো কুটির শিল্প নামে পরিচিত। কিন্ যখন শিল্প বিপ্লব শুরুহয় তখন কলকারখানায় কম সময়ে একসাথে প্রচুর পণ্য-দ্রব্য উৎপাদন হয় এই ব্যবস্থায় হলো ফ্যাক্টরি প্রথা।
২) ক’ স্তম্ভের সাথে খ’ স্তম্ভ মেলাও।
ক – স্তম্ভ খ – স্তম্ভ
i) মেটারনিক ব্যবস্থা↔d) ইউরোপের পুরাতন তন্ত্র পুনঃপ্রতিষ্ঠা
ii) বিসমার্ক↔c) রক্ত ও লৌহ নীতি
iii) জার দ্বিতীয় আলেকজান্ডার↔a) ভূমিদাসদের মুক্তি দান
iv) মার্কস ও এঙ্গেলস↔e) কমিউনিস্ট ম্যানিফেস্টো
v) প্রুডো↔b) নৈরাজ্যবাদী
3.
ক) বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্পবিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করাে।
Ans : ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল শিল্প প্রযুক্তির বিপ্লব এবং তার সার্থক ব্যবহার ।
দ্রুতগতিতে লােহা গলাবার জন্য এক বিশেষ ধরনের চুল্লি ব্লাস্ট ফার্নেস আবিষ্কৃত হয় এবং এর ফলে 1770 সালের মধ্যে ইংল্যান্ডের লৌহ যুগের সূচনা হয়।
1733--1785 খ্রি:মধ্যে ইংল্যান্ডে বিভিন্ন আবিষ্কারের ফলে সুতে কাটা এবং কাপড় বােনার ক্ষেত্রে বিশাল পরিবর্তন আসে।
বৃহৎ শিল্প স্থাপনের জন্য কয়লার উৎপাদ বৃদ্ধির জন্য খনির মধ্যে বাষ্প চালিত যন্ত্রপাতি ব্যবহার হয়।
এভাবে দেখা যায় যে, শিল্প উৎপাদন বৃদ্ধি ও পণ্যের গুণগত মান উন্নয়নে শিল্প প্রযুক্তির বিশেষ ভূমিকা।
খ) ঔপনিবেশিক শক্তিগুলি কেন চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল ?
Ans : শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইউরোপীয় দেশ গুলির মধ্যে চীন ও আফ্রিকা কার দখলে এই নিয়ে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। 1870 এর আগে আফ্রিকায় সকল স্থানে বসবাস করলেও তখন কোনো প্রতিযোগিতা ছিলো না ।কিন্তু শিল্প বিপ্লবের ফলেই প্রতিযোগিতা শুরু হয়। বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড আফ্রিকা সম্পর্কেজানার জন্য তিনি আন্তর্জাতিক আফ্রিকা সভা আহ্বান করেন।বলাবাহুল্য যে তার কারণেই তিনি ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যে যুদ্ধ শুরু হয়, কারণ তিনি কঙ্গো অববাহিকা উপনিবেশ স্হাপন করেছিলেন।
Ans: ইউরোপের ইহুদিদের নিরাপত্তার জন্য শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় এক সঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলিকেই বলা হত ঘেটো। বলাবাহুল্য যে 'ঘেটো' শব্দ টি উদ্ভব হয় ইটালির ভেনিস শহরকে কেন্দ্র করে।
ঙ) ফ্যাক্টরি প্রথা কি ?
Ans : যখন শিল্পের উন্নয়ন হয়নি তখন শ্রমিকরা নিজেস্ব ঘরে বসে ছােটোখাট যন্ত্রপাতি দিয়ে পণ্য উৎপাদন করত। এটিই ছিলো কুটির শিল্প নামে পরিচিত। কিন্ যখন শিল্প বিপ্লব শুরুহয় তখন কলকারখানায় কম সময়ে একসাথে প্রচুর পণ্য-দ্রব্য উৎপাদন হয় এই ব্যবস্থায় হলো ফ্যাক্টরি প্রথা।
২) ক’ স্তম্ভের সাথে খ’ স্তম্ভ মেলাও।
ক – স্তম্ভ খ – স্তম্ভ
i) মেটারনিক ব্যবস্থা↔d) ইউরোপের পুরাতন তন্ত্র পুনঃপ্রতিষ্ঠা
ii) বিসমার্ক↔c) রক্ত ও লৌহ নীতি
iii) জার দ্বিতীয় আলেকজান্ডার↔a) ভূমিদাসদের মুক্তি দান
iv) মার্কস ও এঙ্গেলস↔e) কমিউনিস্ট ম্যানিফেস্টো
v) প্রুডো↔b) নৈরাজ্যবাদী
3.
ক) বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্পবিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করাে।
Ans : ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল শিল্প প্রযুক্তির বিপ্লব এবং তার সার্থক ব্যবহার ।
দ্রুতগতিতে লােহা গলাবার জন্য এক বিশেষ ধরনের চুল্লি ব্লাস্ট ফার্নেস আবিষ্কৃত হয় এবং এর ফলে 1770 সালের মধ্যে ইংল্যান্ডের লৌহ যুগের সূচনা হয়।
1733--1785 খ্রি:মধ্যে ইংল্যান্ডে বিভিন্ন আবিষ্কারের ফলে সুতে কাটা এবং কাপড় বােনার ক্ষেত্রে বিশাল পরিবর্তন আসে।
বৃহৎ শিল্প স্থাপনের জন্য কয়লার উৎপাদ বৃদ্ধির জন্য খনির মধ্যে বাষ্প চালিত যন্ত্রপাতি ব্যবহার হয়।
এভাবে দেখা যায় যে, শিল্প উৎপাদন বৃদ্ধি ও পণ্যের গুণগত মান উন্নয়নে শিল্প প্রযুক্তির বিশেষ ভূমিকা।
খ) ঔপনিবেশিক শক্তিগুলি কেন চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল ?
Ans : শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইউরোপীয় দেশ গুলির মধ্যে চীন ও আফ্রিকা কার দখলে এই নিয়ে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। 1870 এর আগে আফ্রিকায় সকল স্থানে বসবাস করলেও তখন কোনো প্রতিযোগিতা ছিলো না ।কিন্তু শিল্প বিপ্লবের ফলেই প্রতিযোগিতা শুরু হয়। বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড আফ্রিকা সম্পর্কেজানার জন্য তিনি আন্তর্জাতিক আফ্রিকা সভা আহ্বান করেন।বলাবাহুল্য যে তার কারণেই তিনি ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যে যুদ্ধ শুরু হয়, কারণ তিনি কঙ্গো অববাহিকা উপনিবেশ স্হাপন করেছিলেন।
★★ ★★ ★★ ★★ ★★ ★★

