CLASS 12 (XII) উচ্চমাধ্যমিক [HS] All Subjects Suggestion and Notes, Mock Test, Routine 2025-2026/#উচ্চমাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2025 সমস্ত বিষয়ে:নতুন সিলেবাস অনুযায়ী

উচ্চমাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2024 সমস্ত বিষয়ে:নতুন সিলেবাস অনুযায়ী, Mock Test -
- আমাদের YouTube বে টিপস,সিলেবাস,সাজেসন ও নোটস দেওয়া হয়। প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর।
- তাই YouTube Channel: ALL TIPS PM এবং Website: alltipspm.blogspot.com -এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে উচ্চমাধ্যমিক সাজেশন ২০২৪ . (শুধু উচ্চমাধ্যমিক নয়, মাধ্যমিক ও একাদশ শ্রেণী এবং কলেজের ছাত্রছাত্রিরাও) ইতিমধ্যেই রাজ্যের পরীক্ষার্থীরা আমাদের এই শিক্ষামূলক YouTube এবং Website থেকে প্রস্তুতি শুরু করেছে।
- উচ্চমাধ্যমিক মক টেস্ট পর্ব 1 এমসিকিউ MCQ প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী এমসিকিউ মক টেস্ট 2025 All Subjects Mock Test Set এই মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য।
- তোমরা প্রত্যেকে এই মক টেস্টে অংশগ্রহণ করো।এর ফলে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্ট খুব ভালো হবে। এই মক টেস্টটের প্রশ্নগুলো আমাদের সেন্টার থেকে অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকার দ্বারা প্রস্তুত করা হয়েছে।
- সাজেশন, নোটস রয়েছে ইউটিউব চ্যানেল ALL TIPS PM
- এছাড়াও আমাদের ওয়েবসাইট alltipspm.blogspot.com / Telegram /Instragram /WhatsApp ফলো করতে পারো। তোমার পছন্দ হলে তুমি শেয়ার করো বন্ধুদের মধ্যে আর আমাদের সঙ্গে থাকো।
Mock Test -1
CLASS 12 {HS}
|
BENGALI
|
MCQ
|
MOCK TEST
|
|
CLASS 12 {HS}
|
ENGLISH
|
MCQ
|
MOCK TEST
|
CLICK HERE
|
CLASS 12 {HS}
|
POLITICAL SCIENCE
|
MCQ
|
MOCK TEST
|
|
CLASS 12 {HS}
|
EDUCATION
|
MCQ
|
MOCK TEST
|
CLICK HERE
|
CLASS 12 {HS}
|
GEOGRAPHY
|
MCQ
|
MOCK TEST
|
CLICK HERE
|
CLASS 12 {HS}
|
PHILOSOPHY
|
MCQ
|
MOCK TEST
|
CLICK HERE
|
CLASS 12 {HS}
|
HISTORY
|
MCQ
|
MOCK TEST
|
CLICK HERE
|
CLASS 12 {HS}
|
SANSKRIT
|
MCQ
|
MOCK TEST
|
CLICK HERE
|
Political Science Mock test Videos YouTube Click here
🟢🟢🟢🟢🔴🔴🔴🟢🟢🟢🔴🔴🔴🔴🟢🟢🟢🟢🔴🔴🔴🟢🟢🟢

প্রতিটি বিষয়ের সাজেশন ডাউনলোড করতে পারবে স্টুডেন্টরা ফ্রিতে।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলী-2025
* পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হয়।
** বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হয়।
*** প্রশ্নের নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দিতে হবে।
1.জাতীয় জাতীয় স্বার্থের ধারণা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি এ ভাবেও আসতে পারে জাতীয় স্বার্থের প্রকৃতি ও জাতীয় স্বার্থ রক্ষার উপায় গুলি ব্যাখ্যা কর। একই উত্তর হবে।
অথবা :বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা কর।
2.উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্য বা উপাদানগুলি আলোচনা করো।অথবা :মার্কসবাদের মূল সূত্র গুলি আলোচনা করো। এই প্রশ্নটি এ ভাবেও আসতে পারে
মার্কসের দ্বন্দ্ব মূলক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো।একই উত্তর হবে।
3. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা : এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
4. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। অথবা : কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
5. ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা : অর্থবিল কাকে বলে? অর্থবিল লোকসভায় কিভাবে পাস হয় তা ব্যাখ্যা করো।
6. ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা : ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
1. ভারতে লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা :ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টীকা লেখা।
2. ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। অথবা :বিধানসভার স্পিকারের ভূমিকা লেখ।
3. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা :জাতীয় শক্তি কাকে বলে ? জাতীয় শক্তির প্রধান উপাদান গুলি আলোচনা করো।
😍✍🏻😍✍🏻😍✍🏻✅📝✍🏻📝✅😍
Youtube Channel:-ALL TIPS PM
C. নিন্মলিখিত বিষয়ভিত্তিক /বর্ণনামূলক প্রশ্নাবলির মধ্যে যে কোনো 3টি উত্তর দাও। 8×3=24
1. এককক্ষ বিশিষ্ট
আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
OR. দ্বীকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
2. উদারনীতিবাদ কাকে
বলে? উদারনীতিবাদের
প্রধান বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।
OR. মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো।
3. বিশয়ন কাকে বলে? বিশ্বায়নের
প্রকৃতি আলোচনা করো।
OR. জাতীয় স্বার্থের প্রকৃতি ও জাতীয় স্বার্থ রক্ষার উপায় গুলি ব্যাখ্যা করো (জাতীয় স্বাথের ধারণা)।
=****=
Website:- 📲 ALLTIPSPM.BLOGSPOT.COM
উচ্চমাধ্যমিক পরীক্ষা 2025
CLASS-12 1st EXAM 2024
POLITICAL SCIENCE
Facebook: Study Point ⚫ YouTube:- ALL TIPS PM
Question Booklet No: 709 Total Marks : 60
পরিমিত এবং যথাযথ
উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং
অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
====================================================
A. বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) যেকোনো 16 টি উত্তর দাও। 1×16
1.বিশ্বায়ন ধারণার প্রথম প্রবর্তক হলেন-( হলস্টি / রোল্যান্ড রবাটশন / হবস / অ্যারিস্টোটল )
2.আন্তর্জাতিক
সম্পর্কের নয়া বাস্তববাদের প্রবক্তা হলেন-( ইস্টন /
মরগেনথাউ / ফেন্স ওয়ালজ )
3.ঠন্ডা লড়াইকে কে
যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন-( বানেট / চার্চিল / ফ্রিডম্যান / হার্টম্যান )
4.সি.আই.এ (CIA) কোন দেশের
গোয়েন্দা বিভাগ-( ভারত / মার্কিন
যুক্তরাষ্ট্র / রাশিয়া / চীন )
5.মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা মেয়েটো গঠিত হয়-( 1952 / 1956 / 1955 / 1962 )
7.সল্ট ওয়ান
চুক্তি স্বাক্ষরিত হয়-( 1990 / 1970 / 1972 / 1971 )
8.ভারতে 1991 খ্রিস্টাব্দে
কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে-( নেহেরু / ইন্দিরা গান্ধী /
নরসীমহা রাও / কেউ নন )।
9."The Making of Foreign Policy"-গ্রন্থটির লেখক
হলেন-( রবীন্দ্রনাথ ঠাকুর / মরগেনথাউ /
জোসেফ ফ্যাঙ্কেল / গ্রিন )
10. জাতীয় স্বার্থ
হলো বিদেশ নীতির মূল ধারণা কথাটি বলেছেন-( গ্রীন / নেহেরু / জোসেফ ফ্যাঙ্কেল /
অ্যারিস্টোটল )
11. লিনচপিন এর অর্থ
হলো-( মিত্র / শত্রু / অপরিহার্য অঙ্গ / কোনোটিই নয় )
12. শান্তির জন্য
ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়-( 1950 / 1947 / 1952 / 1962 )
13. UNO এর মহাসচিবের
কার্যকাল -( 6 / 9 /
12 / 5
) বছর।
14. নয়া
উদারনীতিবাদের প্রবক্তা -( লক / মিল / রুশো / রবট লজিক )
15. নয় বিচারের
দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার উক্তি করেন-( লক / লর্ড ব্রাইস / মার্কস / হেগেল )
16.বিশ্বের
প্রাচীনতম আইনসভা রয়েছে-( চীনে / ইংল্যান্ডে / ভারতে / আমেরিকায় )
17. আন্তর্জাতিক
আদালতের বিচারপতিদের কার্যকাল-( 5 / 7 / 9 / 3 ) বছর।
B. নিম্নলিখিত
প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত (SAQ) যেকোনো 20 টি উত্তর
দাও। 1×20
2. বিচার বিভাগীয়
অতি সক্রিয়তা বলতে কী বোঝো ?
3. বিচার বিভাগের
দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।
Or. আইন বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।
4. রাষ্ট্র কৃত্যক
কাদের বলা হয় ?
Or. The Spirit Of Laws কার লেখা ?
|
6. রাজনৈতিক প্রশাসক
বলতে কী বোঝো?
OR. বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা
হিসেবে কাজ করে?
7. মস্কো ঘোষণা বলতে
কী বোঝো ? OR. তেহরান ঘোষণা
বলতে কী বোঝো?
8. সাধারণ সভা
কিভাবে গঠিত হয় ?
Or শান্তির জন্য
ঐক্য প্রস্তাবের অর্থ কি?
9. FAO / IMF /
UNICEF -পুরো নাম লেখো।
10. নিরাপত্তা পরিষদের
কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে ?
OR. নিরাপত্তা
পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো।
11. আটল্যান্টিক সনদ
কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
12.সম্মিলিত
জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে কী বোঝো ?
13. ইউ.এন.ও -(UNO) এর অর্থনৈতিক ও
সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো।
OR. ইউ.এন.ও-(UNO) এর মহাসচিবের
দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।
14. 123 চুক্তি কি ?
15. "সার্ক একটি
দরিদ্র মানুষের আসর নয়"-কার উক্তি ?
OR. পররাষ্ট্রনীতি বা বিদেশনীতি কাকে বলে ?
16. WTO/ GATT/ SAPTA -পুরো নাম লেখো।
17. সার্কের একটি
সীমাবদ্ধতা উল্লেখ করো।।
18. সিয়োটা কি ?
OR. কোমেকন কি ?
19. কমিনফম গঠনের
উদ্দেশ্য কি ?
20. পেরেস্ত্রইকা
বলতে কি বোঝো ?
OR. গ্লাসনস্ত বলতে
কি বোঝো ?
21. বহুমেরুতা বলতে কী বোঝো ?
22. দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের
মধ্যে প্রধান পার্থক্য লেখো।
23. U2 ঘটনা কি ? OR. Big Five কি ?
24. ভারতের
পররাষ্ট্রনীতির মূল বক্তব্য উল্লেখ করো।
25. বাফার স্টেট বলতে
কি বোঝ ?
|
HS HISTORY HIST-23/XII/2036(05)-NS
লগ্নি
পুঁজি কি ?
***
3. বড় প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি পেতে চাও আমাদের অবশ্যই কমেন্ট করো ।আমরা একটি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, ক্লাস নিয়েছি, ইউটিউব চ্যানেলে আছে ।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক গুলো দিয়ে দিয়েছি অর্থাৎ সেখানে PDF গুলো দিয়েছি। তবে PDF গুলো পাসওয়ার্ড আছে ।
ভিডিওগুলো না দেখলে পাসওয়ার্ড খুলতে পারবে না। তাই ভিডিওতে পাসওয়ার্ড বলা হয়েছে। তোমরা একটু প্লে লিস্ট দেখে নাও।
কলেজের সমস্ত বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন এবং নোটস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি:- ALL TIPS PM
ধন্যবাদ
ঘূর্নবাতের
বৈশিষ্ট্য গুলি হল :-
ইন্টারট্রপিকাল
কনভারজেন্স জোন ( ITCZ ) কী?
|
v কেন্দ্রমুখী |
v কেন্দ্রবিমুখ |
সংজ্ঞা |
উচু স্থান থেকে
মধ্যভাগের কেন্দ্রীয় নিম্নমুখি বরাবর ছোট নদী প্রবাহিত হলে তাকে কেন্দমুখি নদী
নকশা বলে। |
কোনো গম্বুজ বা
উচ্চ্ভূমির চারপাশের ঢাল বেয়ে ছোট ছোট নদী প্রবাহিত হয়ে যে নদী নকশা গড়ে ওঠে
তাকে কেন্দ্র বিমুখ নদী নকশা বলে। |
উৎস |
এক্ষেত্রে
নদীগুলির উৎস বৃত্তাকারে বিভিন্ন স্থানে গড়ে ওঠে। |
এক্ষেত্রে নদীর
উৎস নির্দিষ্ট স্থান বিন্দুতে গড়ে ওঠে। |
প্রবাহ |
নদী গুলি বাইরের
চারপাশ থেকে কেন্দ্রের দিকে যায়। |
নদীগুলি
কেন্দ্র থেকে বাইরের চারপাশে যায়। |
মোহনা |
কোনো হ্রদ, জলাভূমি, সিনহোল হলো নদীর মোহনা। |
এক্ষেত্রে নদীর
মোহনা কোনো উপনদী বা প্রধান নদী। |
ভুগঠন |
শিলার বেসিন
গঠন বা অধভঙ্গকে নির্দেশ করে |
এক্ষেত্রে
শিলার গম্বুজ গঠন বা উর্ধোভঙ্গকে নির্দেশ করে। |
উদাহরন |
আগ্নেয়গিরির
জ্বালামুখ, প্লায়া হ্রদকে কেন্দ্র করে ওঠে। |
বেথলিথ, অবশিষ্ট শঙ্কু আকৃতির
পাহাড় অঞ্চলে দেখা যায়। |
|
Website : alltipspm.blogspot.com
|
YouTube : ALL TIPS PM |
জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝো?
জলবায়ু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ।
মহাদেশীয় সরণ : পৃথিবীর
স্থলভাগ যখন একটু একটু করে সরে যেতে শুরু করল তখনই ধীরে ধীরে সৃষ্টি হলো মহাদেশের। মাটির এই সরে যাওয়ার ফলে পৃথিবীর স্থলভাগের
জলাশয়গুলির অবস্থানের পরিবর্তন হয়েছে।এই পরিবর্তনগুলি জলবায়ুর উপর প্রভাব ফেলে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে 16 ফেব্রুয়ারি, 2024 তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে। 29/02/2024 পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে দুপুর 12 টা থেকে বিকেল 3:15 টা পর্যন্ত।
প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত 15 মিনিট সময় পাবে তোমরা।
YouTube: ALLTIPSPM
উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 9:45am ★Download
![]() |
HS Exam New Routine 2025 |
...
তারিখ বার বিষয়
★★ , ★★ ★★
★★ , ★★ ★★
★★ , ★★ ★★
★★ , ★★ ★★
★★ ★★ ★★
★★ ★★ ★★
★★ , ★★ ★★
★★ ★★ ★★
■●◆★■◆●●◆■★●◆■★★■◆●★★■●◆
★★উচ্চমাধ্যমিক সাজেশন 2024 pdf⬇️⬇️
YouTube: ALL TIPS PM
ইংরেজি সাজেশন 2024 Click Here
ইতিহাস সাজেশন 2024 Click Here
ভূগোল সাজেশন 2024 Click Here
রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 Click Here
দর্শন সাজেশন 2024 Click Here
শিক্ষাবিজ্ঞান সাজেশন 2024 Click Here
সংকৃত সাজেশন 2024 Click Here
পরিবেশ সাজেশন 2024 Click Here
■■ সাজেশন 2024 Click Here
■■ সাজেশন 2024 Click Here
■■ সাজেশন 2024 Click Here
*◆■★★◆■★■◆●◆■■★★★◆◆●*
HS HISTORY 2023
HIST-23/XII/2036(05)-NS
Questions Paper With Answers
(সংক্ষিপ্ত উত্তর
ভিত্তিক প্রশ্নাবলী)
2. নিম্নলিখিত
প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ( বিকল্প
প্রশ্নগুলি লক্ষণীয় ) 1×16 =16
(i) কোন
দেশ ' মশলা দ্বীপপুঞ্জ' নামে
বিখ্যাত ছিলো?
উঃ ইন্দোনেশিয়া।
(ii) নতুন
বিশ্ব বলতে কী বোঝায়?
উঃ
সপ্তদশ-অষ্টাদশ শতক নাগাদ স্পেন,পর্তুগাল, বিটেন এর মতো সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি আমেরিকা
মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশ টি হল নতুন বিশ্ব নামে পরিচিত।
'কৃষ্ণাঙ্গরা
শ্বেতাঙ্গ মানুষের বোঝা'-এই ধারণাটি কে প্রচার করেন?
উঃ ইংরেজ কবি
রডুইয়াড কিপলিং।
(iii) কোন
মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?
উঃ ম্যাথিউ পেরি।
অথবা
লগ্নি
পুঁজি কি ?
উঃ অর্থকে ব্যাপক পরিমাণে বাড়ানোর জন্য বাণিজ্যতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করাকে লগ্নী পুঁজি বলে।
(iv) দস্তক কী ?
(V) চীনে
মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন ?
উঃ জন হে ।
(মার্কিন পররাষ্ট্র সচিব 1899)।
অথবা
কাওটাও
প্রথা কি ?
(Vi) নব্যবঙ্গ
নামে কারা পরিচিত?
উঃ ডিরোজিও
শিষ্যরা।
(Vii) দিকু
কাদের বলা হত ?
অথবা
কে
দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত?
উঃ বীরশালীঙ্গম
পান্তুলু।
(Viii) জাপান
কবে চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিল?
উঃ 1915 সালে 18 ই জানুয়ারী।
(ix) মাহাদ
মার্চ কী?
অথবা
মিরাট ষড়যন্ত্র
মামলায় কারা অভিযুক্ত ছিলেন?
উঃ মিরাট
ষড়যন্ত্র মামলায় মুজাফফর আহমেদ, পি.সি. জোশি সহ আরো 33 জন শ্রমিক নেতা।
(X) টিসকো
কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1907 সালে।
(Xi) সি.আর.ফর্মুলা
কি?
উঃ মুসলিম
লিঙ্গের পৃথক পাকিস্তানের দাবির জন্য রাজাগোপালোচারী চক্রবর্তী যে প্রস্তাব 1944 সালে দিয়েছেন।
(Xii) কে
ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন?
উঃ হো-চি-মিন।
অথবা
তানাকা
মেমোরিয়াল কি ?
(Xiii) বালিন
অবরোধ কি?
উঃ 1948 সালে 24 শে জুন, সোভিয়েত ইউনিয়ন
কিছু উদ্দেশ্য পূরণের লক্ষ্যে পশ্চিমে রাষ্ট্র জোটের পূর্ব বা পশ্চিম বালিনে
প্রবেশের সড়ক পথ অবরোধ করে। এটিই হল বালিন অবরোধ।
(Xiv) বুলগানিন
কে ছিলেন?
উঃ সোভিয়েত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।
(Xv) ' ইন্ডিয়ান
ইনস্টিটিউট অফ টেকনোলজি ' কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ পশ্চিমবঙ্গের
খড়্গপুরে।
(Xvi) আলজেরিয়া
কত সালে স্বাধীনতা লাভ করে?
উঃ 1963 সালে।
***
( বিষয়ভিত্তিক /
বর্ণনামূলক প্রশ্নাবলী)
3. বড় প্রশ্নগুলোর
উত্তর তোমরা যদি পেতে চাও আমাদের অবশ্যই কমেন্ট করো ।আমরা একটি একটি প্রশ্ন নিয়ে
আলোচনা করেছি, ক্লাস নিয়েছি, ইউটিউব চ্যানেলে
আছে ।
আমাদের টেলিগ্রাম
চ্যানেলে লিংক গুলো দিয়ে দিয়েছি অর্থাৎ সেখানে PDF গুলো দিয়েছি।
তবে PDF গুলো পাসওয়ার্ড
আছে ।
ভিডিওগুলো না দেখলে পাসওয়ার্ড খুলতে পারবে না। তাই ভিডিওতে পাসওয়ার্ড বলা হয়েছে। তোমরা একটু প্লে লিস্ট দেখে নাও।
কলেজের সমস্ত
বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন এবং নোটস
পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি:- ALL TIPS PM
এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা টি 🔔 অল সিলেক্ট করে রাখুন।
ধন্যবাদ
**
উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেলেন মুর্শিদাবাদের কান্দির রুমানা সুলতানা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯। তিনি কান্দির মণীন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
২০১৯ সালে মাধ্যমিকে পঞ্চম স্থান দখল করেছিলেন। তিনি বিজ্ঞান বিভাগের ছাত্রী। বাড়ি কান্দি থানার অন্তর্গত শিবরামবাটি এলাকায়। বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠে প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিনও শিক্ষিকা।
আজ বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয় বিকেল তিনটের সময়।
এ বছর পাশ করেছেন ৯৭.৬৯ শতাংশ পড়ুাযা। মেধাতালিকা ঘোষণা করা হয়নি। এক থেকে দশের মধ্যে রয়েছেন ৮৬ জন।
৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯ হাজারের বেশি পড়ুয়া। তবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক জনই। ছবি দেখুন
একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ১৫ জুলাইয়ের মধ্যে শেষ।
- কোনও পরীক্ষা ছাড়াই ক্লাস 11 থেকে ক্লাস 12 শ্রেণিতে উঠে যাবে।
- দ্বাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় প্রক্রিয়া ১৫ জুলাই,২০২১-
- গত বছর মার্চ মাস থেকে বন্ধ স্কুল। মাঝে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে ক্লাস শুরু কিন্তু ক্লাস 11 শ্রেণির সবাইকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল সংসদ।
D:-5/6/2021,T:-10:30Am
রাজ্যে এ বছর স্কুলে বসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত হচ্ছে না।
মাধ্যমিক (Madhyamik)ও উচ্চমাধ্যমিক(HS) পরীক্ষার্থীদের নাম্বার কিভাবে দেওয়া হবে ?
সূত্রের খবর, ছ'সদস্যের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে,
উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের
হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা হতে পারে। অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্নপত্র স্কুলের মাধ্যমে পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে, তার ভিত্তিতে লেখা উত্তর আবার স্কুলেই জমা করা যেতে পারে। এর ফলে খুব তারাতারি ফলপ্রকাশ সম্ভব। কারণ, স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই খাতার মূল্যায়ন করবেন।
প্রজেক্টে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর স্কুলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা পড়েছে, প্রয়োজনে রেজাল্ট তৈরির ক্ষেত্রে সেগুলোও বিবেচনা করা যেতে পারে।
বিস্তারিত দেখুন📲
মাধ্যমিক পরীক্ষার্থীদের
২০১৯ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট বিবেচনা করে। অথবা ক্লাস 9 এর সমস্ত পরীক্ষার নাম্বার গড় করে ৫০ শতাংশ ওয়েটেজ আর
এ বছর মাধ্যমিকের প্রজেক্টে বরাদ্দ ১০ নম্বর ভিত্তি উপরে ৫০ শতাংশ ওয়েটেজ দিয়ে একযোগে রেজাল্ট তৈরি করা যেতে পারে। তবে সবই চূড়ান্ত রিপোর্টে পেশ করা কেবলমাএ সুপারিশ।
সবটাই অবশ্য নির্ভর করছে, রাজ্য সরকারের (মুখ্যমন্ত্রীর)ওপর।
সরকার কি সিদ্বান্ত নেয় সেদিকেই আমাদের নজর আছে।
****