CLASS 12 (XII) উচ্চমাধ্যমিক[HS] All Subjects Suggestion and Notes, Routine 2025-2026/#উচ্চমাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2025 সমস্ত বিষয়ে:নতুন সিলেবাস অনুযায়ী,



 প্রবেশ করুন।

******

#*যেকোনো ভালো জিনিস কেনাকাটা করতে টার্চ করুন ➡ 👉Amazon.in প্রবেশ করুন। 

উচ্চমাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2024 সমস্ত বিষয়ে:নতুন সিলেবাস অনুযায়ী,-

আমাদের YouTube বে টিপস,সিলেবাস,সাজেসন ও নোটস দেওয়া হয়।

 প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর।

 তাই YouTube Channel: ALL TIPS PM এবং Website: alltipspm.blogspot.com -এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে উচ্চমাধ্যমিক সাজেশন ২০২৪ . (শুধু উচ্চমাধ্যমিক নয়, মাধ্যমিক ও একাদশ শ্রেণী এবং কলেজের ছাত্রছাত্রিরাও) ইতিমধ্যেই রাজ্যের পরীক্ষার্থীরা আমাদের এই শিক্ষামূলক YouTube এবং Website থেকে প্রস্তুতি শুরু করেছে।

Class 11 new syllabus 2025



 প্রতিটি বিষয়ের সাজেশন ডাউনলোড করতে পারবে স্টুডেন্টরা ফ্রিতে। 


উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে 16 ফেব্রুয়ারি, 2024 তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে 29/02/2024 পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে দুপুর 12 টা  থেকে বিকেল 3:15 টা পর্যন্ত। 

প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত 15 মিনিট সময় পাবে তোমরা।

     YouTube: ALLTIPSPM

উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 9:45am ★Download

Hs exam new routine 2024
HS Exam New Routine 2024


...

তারিখ                   বার           বিষয়

★★ ,                   ★★          ★★

★★ ,                  ★★           ★★

★★ ,                  ★★          ★★

★★ ,                  ★★         ★★

★★                    ★★          ★★

★★                    ★★         ★★

★★ ,                  ★★          ★★

★★                   ★★           ★★


■●◆★■◆●●◆■★●◆■★★■◆●★★■●◆

★★উচ্চমাধ্যমিক সাজেশন 2024 pdf⬇️⬇️

YouTube:  ALL TIPS PM

 বাংলা সাজেশন 2024  Click Here

 ইংরেজি সাজেশন 2024 Click Here

 ইতিহাস সাজেশন 2024 Click Here

 ভূগোল সাজেশন 2024 Click Here

 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 Click Here  

দর্শন সাজেশন 2024 Click Here

 শিক্ষাবিজ্ঞান সাজেশন 2024 Click Here

সংকৃত সাজেশন 2024  Click Here

পরিবেশ সাজেশন 2024  Click Here

■■ সাজেশন 2024  Click Here

■■ সাজেশন 2024  Click Here

■■ সাজেশন 2024  Click Here

*◆■★★◆■★■◆●◆■■★★★◆◆●*


**
আমরা প্রত্যেক class 1 থেকে 12 ,
 অধ্যায় থেকে  খুবই গুরুত্বপূর্ণ MCQ/SAQ/DA  উত্তর নিয়ে আগে:-ইইউটিউব চ্যানেল :- ALL TIPS PM
 আপলোড করেছি।

Dt:20/3/2023
Important Questions of Political science class 12 in SAQ 2023 and Final examination Suggestion Mark's 80
Hs political science suggestion youtube;:- ALL TIPS PM


Question memo no:- 0202XII/23Sugg 
(Page 1 and 2. Answers Youtube Name:- ALL TIPS PM //( @ALLTIPSPM) )
Political science suggestion youtube:- ALL TIPS PM



*******

D:30/1/2022
Class 12 HS ALL Subjects Suggestion 
দেখতে Youtube:- ALL TIPS PM দেখুন।
💐💐💐💐💐💐
Class 12 /HS Wbshse Final Exam Routine 2023



যে বইগুলো পড়বে Class 11& & 12 Test Book List Download Now

💐💐💐💐💐💐
 রাষ্ট্রবিজ্ঞান
(Political Science)
CLass 12
Question Answers
Memo No:-1st-Topic/PLS/HS-12/07/2022-05/00/22PM
লেখক✍️ Palash Mondal

দ্বাদশ শ্রেণীর  রাষ্ট্রবিজ্ঞান (MCQ/SAQ/DTQ) Question Memo No অনুসারে প্রশ্নোত্তর  টেক্সট আকারে দেওয়া হলো।

 A গ্রুপ
রাজনৈতিক শক্তি গ্রন্থের রচয়িতা হলেন হ্যান্ডস মর্গেন্থাও ,হ্যান্স মর্গেন্থাও র লেখা.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্ব রাজনীতিতে দেশটির শক্তির আবির্ভাব ঘটেছিল দুটি, চারটি কোনোটিই নয়, ।
প্রথম আন্তর্জাতিক সম্পর্কের উল্লেখ পাওয়া যায় অ্যারিস্টোটল, ম্যাকিয়াভেলির, মর্গেন্থাও।
 বিশ্ব বাণিজ্য সংস্থার ইংলিশ হল পুরো নাম ওয়ান্টেড অল ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ট্রেড
আন্তর্জাতিক রাজনীতি কথাটি প্রথম ব্যবহার করেন অ্যারিস্টোটল ,মর্গেন্থাও ,হবস।
প্রথম বিশ্বযুদ্ধের  সময়কাল 1914 -19,থেকে হাজার 929 হাজার 900 29 হাজার 929 থেকে 34 হাজার 939 থেকে 44 .

Gorup-B
যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও .

পঞ্চশীল এর যেকোনো একটি নীতি হলো শান্তি পূর্ন সহাবস্থানঠান্ডা লড়াই র সময় বিশ্ব রাজনীতির দ্বিমেরুকরণ ঘটেছিল।
WB পুরো নাম হলো world Bank.
ররোল্যান্ড রবার্টসন বিশ্ববয়ন ধারণার প্রথম প্রবর্তক ছিলেন। WTO পুরো হলো world Trade Organization.
 বিশ্বায়ন কথার অর্থ হলো মুক্ত অর্থনীতি
জাতীয় স্বার্থ বলতে প্লেটো বুঝিয়েছেন যে নগর রাষ্ট্রের স্বাথের সহায়ক হলো জাতীয় স্বার্থ।
মর্গেন্থাও র লেখা Politice among Nations থেকে জানতে পারি যে জাতীয় শক্তি হলো অপরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাপুঁজিবাদী রাষ্ট্র গুলির জোট এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গুলির জোট দুটি মহাশক্তির মধ্যে Cold wor হয়েছিল ।

Group-C
যে কোন একটি প্রশ্নের উত্তর দাও।

  Q1. ক্ষমতা কাকে বলে? ইহার মূল উপাদান গুলি আলোচনা করো। 
অথবা 
ক্ষমতা বলতে কী বোঝায় ইহার অর্থাৎ ক্ষমতার মূল উপাদান গুলি লিখতে হবে।

Q2. জাতীয় স্বার্থের ধারণা ব্যাখ্যা করো ।

Q3. আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির মূল পার্থক্য দেখাও ।


 


💐💐💐💐💐💐

MADHYAMIK & HS 2022
স্টুডেন্টদের নতুন ব্রিজ কোর্স বই পড়তে হবে
New Bridge course 2022 for class 11 &12.

এই কোর্স অনুসারে ক্লাস 9 ও 11 র বিভিন্ন বিষয়ে পড়াতে হবে ছাএছাত্রিদের । স্কুল শিক্ষা দপ্তরের খবর।
#alltipspm.blogspot.com

*LAST UPDATED:-November 11,2021
Youtube:- ALL TIPS PM.
#কলকাতা- পিছিয়ে পরা ক্লাসের পড়া আগে । পরে নিজের ক্লাসের পড়া ।শিক্ষা দপ্তর সূএ থেকে জানা যাচ্ছে। তোমরা যারা এ বছরে 2022 ফাইনাল পরীক্ষা দেবে তাদের এই নতুন ব্রিজ কোর্স বই পড়ানো হবে। 16 নভেম্বর থেকে স্কুল চালু। আগের ক্লাসের বিষয়ে অবগত করার জন্য ই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে বোর্ড ঘোষণা করেছে মার্চে মাধ্যমিক, আর এপ্রিলে উচ্চমাধ্যমিক পরীক্ষা 2022। এই নতুন ব্রিজ কোর্স পড়াতে অসুবিধা হবে না বলে বোর্ড জানিয়েছে। খুব তাড়াতাড়ি যাতে স্কুলের কাছে ব্রিজের বই গুলো দেওয়া প্রক্রিয়া চলছে। 
শেয়ার করুন।
আমাদের সঙ্গে যোগাযোগ করুন
শিক্ষামূলক youtube, Website, Facebook, Instagram, চ্যানেল

#ALL TIPS PM.
alltipspm.blogspot.com
#শিক্ষামূলক প্রতিষ্ঠান
alltipspm (Educational Youtube)

****



D:-22/7/2021, T:-4:30pm

উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেলেন মুর্শিদাবাদের কান্দির রুমানা সুলতানা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯। তিনি কান্দির মণীন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

২০১৯ সালে মাধ্যমিকে পঞ্চম স্থান দখল করেছিলেন। তিনি বিজ্ঞান বিভাগের ছাত্রী। বাড়ি কান্দি থানার অন্তর্গত শিবরামবাটি এলাকায়। বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠে প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিনও শিক্ষিকা। 

আজ বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয় বিকেল তিনটের সময়।

এ বছর পাশ করেছেন ৯৭.৬৯ শতাংশ পড়ুাযা। মেধাতালিকা ঘোষণা করা হয়নি। এক থেকে দশের মধ্যে রয়েছেন ৮৬ জন। 

৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯ হাজারের বেশি পড়ুয়া। তবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক জনই। ছবি দেখুন 


সেই এক জনই রুমানা। তিনি ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছেন।


****

D:-8/6/2021 , T:- 7PM

একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ১৫ জুলাইয়ের মধ্যে শেষ।

  • কোনও পরীক্ষা ছাড়াই ক্লাস 11 থেকে ক্লাস 12 শ্রেণিতে উঠে যাবে।
  • দ্বাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় প্রক্রিয়া ১৫ জুলাই,২০২১-
  • গত বছর মার্চ মাস থেকে বন্ধ স্কুল। মাঝে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে ক্লাস শুরু কিন্তু ক্লাস 11 শ্রেণির সবাইকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল সংসদ।
*****

D:-7/6/2021, T:-4 pm
এবছর বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, 2021 ঘোষণা মুখ্যমন্ত্রীর
কিভাবে মূল্যায়ন হবে তা শিক্ষা দপ্তর 7 দিনের মধ্যে জানিয়ে দেবে
*****

D:-6/6/2021, T:-4 PM
করোনার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না সেই বিষয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের কাছে মতামত চেয়েছে রাজ্য সরকার। এই তিনটি ইমেল এর মাধ্যমে ।মতামত জানানোর জন্য যে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে সেগুলি হল- ১) pbssm.spo@gmail.com, ২) commissionerschooleducation@gmail.com, ৩) wbssed@gmail.com
ভিডিও দেখুন

****

D:-5/6/2021,T:-10:30Am

রাজ্যে এ বছর স্কুলে বসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত হচ্ছে না।

  মাধ্যমিক (Madhyamik)ও উচ্চমাধ্যমিক(HS) পরীক্ষার্থীদের নাম্বার কিভাবে দেওয়া হবে ?

   সূত্রের খবর, ছ'সদস্যের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে,

 উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের

 হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা হতে পারে। অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্নপত্র স্কুলের মাধ্যমে পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে, তার ভিত্তিতে লেখা উত্তর আবার স্কুলেই জমা করা যেতে পারে। এর ফলে খুব তারাতারি ফলপ্রকাশ সম্ভব। কারণ, স্কুলের  শিক্ষক-শিক্ষিকারাই খাতার মূল্যায়ন করবেন। 

    প্রজেক্টে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর স্কুলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা পড়েছে, প্রয়োজনে রেজাল্ট তৈরির ক্ষেত্রে সেগুলোও বিবেচনা করা যেতে পারে।

বিস্তারিত দেখুন📲 

 মাধ্যমিক পরীক্ষার্থীদের 

     ২০১৯ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট বিবেচনা করে। অথবা ক্লাস 9 এর সমস্ত পরীক্ষার নাম্বার গড় করে ৫০ শতাংশ ওয়েটেজ আর 

এ বছর মাধ্যমিকের প্রজেক্টে বরাদ্দ ১০ নম্বর ভিত্তি উপরে ৫০ শতাংশ ওয়েটেজ দিয়ে একযোগে রেজাল্ট তৈরি করা যেতে পারে। তবে সবই চূড়ান্ত  রিপোর্টে পেশ করা কেবলমাএ সুপারিশ।

সবটাই অবশ্য নির্ভর করছে, রাজ্য সরকারের (মুখ্যমন্ত্রীর)ওপর।

সরকার কি সিদ্বান্ত নেয় সেদিকেই আমাদের নজর আছে।

                             ****


D:-2/6/2021, T:- 4:16PM

#মাধ্যমিক #উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে/পরীক্ষার সময়সূচি এখনও ঠিক হয়নি আরও তিন দিনপর সিন্ধান্ত পুরোভিডিও টি দেখার অনুরোধ রইলো

 *****
আগামীকাল ঘোষিত হতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার 2021 ফাইনাল রুটিন
আমাদের সঙ্গে সর্বদা যুক্ত থাকুন
****

জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে।’
বিস্তারিত জানতে 👇ভিডিও টি দেখুন।


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক 2021 পরীক্ষায় বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে। নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ৩ ঘণ্টা নয় বরং এবার দেড় ঘণ্টার পরীক্ষা... 

*****         ****

🔛🔛🔛🔛🔛🔛
Class 12 Political Science Suggestion And Notes 100% PDF Book
Download now
👇
Coming




মক টেস্ট পরীক্ষা
পিডিএফ
👇
🔄









🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛

CBCS এবং ICSE বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক 2021 পরীক্ষা বাতিল করলো ।

এবার অন্য বোর্ড কি করে তার দিকেই নজর রেখেছি
যখনই বোর্ডে র পক্ষথেকে কিছুই জানিয়ে দেবে 
তখই আমার Youtube এবং এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

Comments

Popular posts from this blog

RESULTS 2025-2026, West Bengal Examination Results-2025-2026/ RECENT #RESULTS -YouTube- ALL TIPS PM, #ALLTIPSPM

College B.A. সমস্ত কলেজ র টিপস সিলেবাস সাজেসন 2025-2026এবং নোটস 99.8 % কমন দেওয়া হয় এই ওয়েবসাইট এবং আমার youtube চ্যানেল দেখতে থাকুন

YOUTUBE

SYLLABUS 2025-2026 School-College :alltipspm.blogspot.com, Under Graduate CBCS BA/Bsc/B.Com ,Honours/General/Major Subject, Class 11 &12 Syllabus Download Now, Youtube:-ALL TIPS PM,

CLASS 11 (XI) Books,Tips, Syllabus, Suggestion ,Notes ,Exam Routine 2025, একাদশ শ্রেণীর লাস্ট মিনিট সাজেশন 2025 সমস্ত বিষয়ে:নতুন সিলেবাস অনুযায়ী,- YouTube Name: ALL TIPS PM

Previou Years Question Paper And Answers 📚School//College, Previous Years Question Paper / Class 10(MP), 11 , 12 (HS), B.A. MA সমস্ত বিষয়ে বিগত বছরের প্রশ্নপএ দেখে নিন এবং সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করুন এই প্রশ্নের উত্তর নিয়ে আমাদের youtube -ALL TIPS PM চ্যানেলে ভিডিও রয়েছে।

ALL TIPS PM (Home)