CLASS 12 (XII) উচ্চমাধ্যমিক [HS] All Subjects Suggestion and Notes, Mock Test, Routine 2025-2026/#উচ্চমাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2025 সমস্ত বিষয়ে:নতুন সিলেবাস অনুযায়ী



******
#*যেকোনো ভালো জিনিস কেনাকাটা করতে টার্চ করুন ➡ 👉Amazon.in প্রবেশ করুন। 

উচ্চমাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2024 সমস্ত বিষয়ে:নতুন সিলেবাস অনুযায়ী, Mock Test -

  • আমাদের YouTube বে টিপস,সিলেবাস,সাজেসন ও নোটস দেওয়া হয়। প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর।
  •  তাই YouTube Channel: ALL TIPS PM এবং Website: alltipspm.blogspot.com -এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে উচ্চমাধ্যমিক সাজেশন ২০২৪ . (শুধু উচ্চমাধ্যমিক নয়, মাধ্যমিক ও একাদশ শ্রেণী এবং কলেজের ছাত্রছাত্রিরাও) ইতিমধ্যেই রাজ্যের পরীক্ষার্থীরা আমাদের এই শিক্ষামূলক YouTube এবং Website থেকে প্রস্তুতি শুরু করেছে।
  • ‎ উচ্চমাধ্যমিক মক টেস্ট পর্ব 1  এমসিকিউ MCQ প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী  এমসিকিউ মক টেস্ট 2025 All Subjects Mock Test Set  এই মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 
  • ‎তোমরা প্রত্যেকে এই মক টেস্টে অংশগ্রহণ করো।এর ফলে তোমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং রেজাল্ট খুব ভালো হবে। এই মক টেস্টটের প্রশ্নগুলো আমাদের সেন্টার থেকে অভিজ্ঞ শিক্ষক- শিক্ষিকার দ্বারা প্রস্তুত করা হয়েছে।
  • ‎ সাজেশন, নোটস রয়েছে ইউটিউব চ্যানেল ALL TIPS PM 
  • ‎এছাড়াও আমাদের ওয়েবসাইট alltipspm.blogspot.com / Telegram /Instragram /WhatsApp ফলো করতে পারো।  তোমার পছন্দ হলে তুমি শেয়ার করো বন্ধুদের মধ্যে  আর আমাদের সঙ্গে থাকো।

Mock Test -1

CLASS 12 {HS}
BENGALI
MCQ
MOCK TEST
CLASS 12 {HS}
ENGLISH
MCQ
MOCK TEST
CLICK HERE
CLASS 12 {HS}
POLITICAL SCIENCE
MCQ
MOCK TEST
CLASS 12 {HS}
EDUCATION
MCQ
MOCK TEST
CLICK HERE
CLASS 12 {HS}
GEOGRAPHY
MCQ
MOCK TEST
CLICK HERE
CLASS 12 {HS}
PHILOSOPHY
MCQ
MOCK TEST
CLICK HERE
CLASS 12 {HS}
HISTORY
MCQ
MOCK TEST
CLICK HERE
CLASS 12 {HS}
SANSKRIT
MCQ
MOCK TEST
CLICK HERE

Political Science Mock test Videos YouTube Click here 

🟢🟢🟢🟢🔴🔴🔴🟢🟢🟢🔴🔴🔴🔴🟢🟢🟢🟢🔴🔴🔴🟢🟢🟢

Class 11 new syllabus 2025
🎯🎯🎯🎯🎯🎯🎯

 প্রতিটি বিষয়ের সাজেশন ডাউনলোড করতে পারবে স্টুডেন্টরা ফ্রিতে।  

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্নাবলী-2025

‎ রাষ্ট্রবিজ্ঞান  // দ্বাদশ শ্রেণী
পরীক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা:-
‎* পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হয়।
‎** বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হয়।
‎*** প্রশ্নের নির্দেশ অনুসারে প্রশ্নের উত্তর দিতে হবে।
‎POLITICAL SCIENCE (HS)
‎MCQ + SAQ মক টেস্ট দেওয়া যাবে 
‎1. Website: alltipspm.blogspot.com
‎2. YouTube Channel- ALL TIPS PM 
‎3. Facebook:- Study Point 
‎[Subjective / Descriptive Type Questions]

‎1.জাতীয় জাতীয় স্বার্থের ধারণা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি এ ভাবেও আসতে পারে জাতীয় স্বার্থের প্রকৃতি ও জাতীয় স্বার্থ রক্ষার উপায় গুলি ব্যাখ্যা কর। একই উত্তর হবে। 
অথবা :‎বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা কর।

‎2.উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্য বা উপাদানগুলি আলোচনা করো।অথবা :মার্কসবাদের মূল সূত্র গুলি আলোচনা করো। এই প্রশ্নটি এ ভাবেও আসতে পারে
‎মার্কসের দ্বন্দ্ব মূলক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো।একই উত্তর হবে। 

‎3. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা : এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 

‎4. ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। অথবা : কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী  আলোচনা করো।

‎5. ভারতীয় পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো।  অথবা : ‎অর্থবিল কাকে বলে? অর্থবিল লোকসভায় কিভাবে পাস হয় তা ব্যাখ্যা করো।

‎6. ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা : ভারতীয় বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

‎অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী :-

1. ভারতে লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা :‎ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টীকা লেখা।

‎2. ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। 
অথবা :‎বিধানসভার স্পিকারের ভূমিকা লেখ।

‎3. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 
অথবা :‎জাতীয় শক্তি কাকে বলে ? জাতীয় শক্তির প্রধান উপাদান গুলি আলোচনা করো।
HS POLITICAL SCIENCE LAST MUNITE SUGGESTION 2025 PDF DOWNLOAD NOW 

‎😍✍🏻😍✍🏻😍✍🏻✅📝✍🏻📝✅😍

 আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ওপর মকটেস্ট  [Uchcho Madhyamik(HS) Political Science Mock Test] প্রস্তুত করা হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই
বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তারা খুবই উপকৃত হবে। স্কুল কলেজের যে কোন বিষয় টিপস সিলেবাস সাজেশন নোটস আছে .
Youtube Channel:-ALL TIPS PM

C. নিন্মলিখিত বিষয়ভিত্তিক /বর্ণনামূলক প্রশ্নাবলির মধ্যে যে কোনো 3টি উত্তর দাও                                                             8×3=24

1. এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

OR. দ্বীকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

2. উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো।

OR. মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো।

3. বিশয়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো।

OR. জাতীয় স্বার্থের প্রকৃতি ও জাতীয় স্বার্থ রক্ষার উপায় গুলি ব্যাখ্যা করো (জাতীয় স্বাথের ধারণা)।

=****=

Website:- 📲  ALLTIPSPM.BLOGSPOT.COM

উচ্চমাধ্যমিক পরীক্ষা 2025

CLASS-12   1st  EXAM 2024

POLITICAL SCIENCE

                                      Facebook: Study Point   YouTube:- ALL TIPS PM                                     

Question Booklet No: 709           Total Marks : 60

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেয়া হবে। বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।

====================================================

A. বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলীর (MCQ) যেকোনো 16 টি উত্তর দাও                                                                                                       1×16                                                      

1.বিশ্বায়ন ধারণার প্রথম প্রবর্তক হলেন-( হলস্টি / রোল্যান্ড রবাটশন / হবস /  অ্যারিস্টোটল )

2.আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদের প্রবক্তা হলেন-( ইস্টন /  মরগেনথাউ / ফেন্স ওয়ালজ )

3.ঠন্ডা লড়াইকে কে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন-( বানেট / চার্চিল / ফ্রিডম্যান / হার্টম্যান )

4.সি.আই.এ (CIA) কোন দেশের গোয়েন্দা বিভাগ-( ভারত / মার্কিন যুক্তরাষ্ট্র / রাশিয়া / চীন )

5.মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা মেয়েটো গঠিত হয়-( 1952 / 1956 / 1955 / 1962 )

6.ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন-( বানাড বারুচ / ট্রুম্যান / চার্চিল / অ্যারিস্টোটল )

7.সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়-( 1990 / 1970 / 1972 / 1971 )

8.ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে-( নেহেরু / ইন্দিরা গান্ধী / নরসীমহা রাও / কেউ নন )।

9."The Making of Foreign Policy"-গ্রন্থটির লেখক হলেন-( রবীন্দ্রনাথ ঠাকুর / মরগেনথাউ /  জোসেফ ফ্যাঙ্কেল / গ্রিন )

10. জাতীয় স্বার্থ হলো বিদেশ নীতির মূল ধারণা কথাটি বলেছেন-( গ্রীন / নেহেরু / জোসেফ ফ্যাঙ্কেল /  অ্যারিস্টোটল )

11. লিনচপিন এর অর্থ হলো-( মিত্র / শত্রু / অপরিহার্য অঙ্গ / কোনোটিই নয় )

12. শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়-( 1950 / 1947 / 1952 / 1962 )

13. UNO এর মহাসচিবের কার্যকাল -( 6  / 9  / 12  / 5   ) বছর।

14. নয়া উদারনীতিবাদের প্রবক্তা -( লক / মিল / রুশো / রবট লজিক )

15. নয় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার উক্তি করেন-( লক / লর্ড ব্রাইস / মার্কস / হেগেল )

16.বিশ্বের প্রাচীনতম আইনসভা রয়েছে-( চীনে / ইংল্যান্ডে / ভারতে / আমেরিকায় )

17. আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল-( 5  / 7 / 9 / 3 ) বছর।

                                                                                                                                                                     B. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত (SAQ) যেকোনো 20 টি উত্তর দাও 1×20                                                                                              

1. যৌথ শাসনব্যবস্থা কাকে বলে ?

2. বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কী বোঝো ?

3. বিচার বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।

Or. আইন বিভাগের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।

4. রাষ্ট্র কৃত্যক কাদের বলা হয় ?

Or. The Spirit Of Laws কার লেখা ?


5.  দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে দুটি যুক্তি দাও।

6. রাজনৈতিক প্রশাসক বলতে কী বোঝো?

OR. বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে?

7. মস্কো ঘোষণা বলতে কী বোঝো ? OR. তেহরান ঘোষণা বলতে কী বোঝো?

8. সাধারণ সভা কিভাবে গঠিত হয় ? Or শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কি?

9. FAO / IMF / UNICEF -পুরো নাম লেখো।

10. নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে ?

OR.  নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো।

11. আটল্যান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?

12.সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে কী বোঝো ?

13. ইউ.এন.ও -(UNO) এর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো।

OR.  ইউ.এন.ও-(UNO) এর মহাসচিবের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।

14. 123 চুক্তি কি ?

15. "সার্ক একটি দরিদ্র মানুষের আসর নয়"-কার উক্তি ?

OR. পররাষ্ট্রনীতি বা বিদেশনীতি কাকে বলে ?

16. WTO/ GATT/ SAPTA -পুরো নাম লেখো।

17. সার্কের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।।

18. সিয়োটা কি ?     OR. কোমেকন কি ?

19. কমিনফম গঠনের উদ্দেশ্য কি ?

20. পেরেস্ত্রইকা বলতে কি বোঝো ?

OR. গ্লাসনস্ত বলতে কি বোঝো ?

21.  বহুমেরুতা বলতে কী বোঝো ?

22.  দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য লেখো

23. U2 ঘটনা কি ?    OR.  Big Five কি ?

24. ভারতের পররাষ্ট্রনীতির মূল বক্তব্য উল্লেখ করো।

25. বাফার স্টেট বলতে কি বোঝ ?


26. G-20 বলতে কি বোঝ ?  OR. G-77 বলতে কি বোঝ ?  
=========================================================================

                       HS HISTORY                            HIST-23/XII/2036(05)-NS

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )               1×16 =16

(i) কোন দেশ ' মশলা দ্বীপপুঞ্জ' নামে বিখ্যাত ছিলো?
উঃ ইন্দোনেশিয়া।
(ii) নতুন বিশ্ব বলতে কী বোঝায়?
উঃ সপ্তদশ-অষ্টাদশ শতক নাগাদ স্পেন,পর্তুগাল, বিটেন এর মতো সদ্য স্বাধীনতা  প্রাপ্ত দেশগুলি আমেরিকা মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশ টি হল নতুন বিশ্ব নামে পরিচিত।
অথবা
'কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা'-এই ধারণাটি কে প্রচার করেন?
উঃ ইংরেজ কবি রডুইয়াড কিপলিং।
(iii) কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?
উঃ ম্যাথিউ পেরি।
অথবা

লগ্নি পুঁজি কি ?

উঃ অর্থকে ব্যাপক পরিমাণে বাড়ানোর জন্য বাণিজ্যতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করাকে লগ্নী পুঁজি বলে।
(iv) দস্তক কী ?
উঃ মোগল সম্রাট ফারুকশিয়ার 1717 সালে ভারতে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন ।এর ফলে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু বিনিয়োগের সুযোগ পায়। এটি হলো দস্তক।
(V) চীনে মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন ?
উঃ জন হে । (মার্কিন পররাষ্ট্র সচিব 1899)
অথবা
কাওটাও প্রথা কি ?
উঃ কোন বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীনে এলে চীনের সম্রাটের প্রতি ভূমি পর্যন্ত অর্থাৎ শুয়ে পড়ে স্রষ্টাঙ্গ নত হতে হত ।এটিই হলো কাওটাও প্রথা।
(Vi) নব্যবঙ্গ নামে কারা পরিচিত?
উঃ ডিরোজিও শিষ্যরা।
(Vii) দিকু কাদের বলা হত ?
উঃ ছোটনাগপুর এর সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে বহিরাগত জমিদার মহাজন ও ব্যবসায়ীদের দিকু বলে।
অথবা
কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত?
উঃ বীরশালীঙ্গম পান্তুলু।
(Viii) জাপান কবে চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিল?
উঃ 1915 সালে 18 ই জানুয়ারী।
(ix) মাহাদ মার্চ কী?
উঃ সাধারণ মানুষের জলাশয় থেকে অস্পৃশ্যরা যাতে জল পায় তার জন্যে দলিত নেতা ডক্টর ভীমরাও আম্বেদকর এর নেতৃত্বে 1927 সালে 20 মার্চ মুম্বাইয়ের কোলারা জেলার চৌদার জলাশয় কে কেন্দ্র করে যে মিছিল হয়েছিল, এটি মাহাদ মার্চ নামে খ্যাত।
অথবা
 মিরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন?
উঃ মিরাট ষড়যন্ত্র মামলায় মুজাফফর আহমেদ, পি.সি. জোশি সহ আরো 33 জন শ্রমিক নেতা।
(X) টিসকো কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1907 সালে।
(Xi) সি.আর.ফর্মুলা কি?
উঃ মুসলিম লিঙ্গের পৃথক পাকিস্তানের দাবির জন্য রাজাগোপালোচারী চক্রবর্তী যে প্রস্তাব 1944 সালে দিয়েছেন।
(Xii) কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন?
উঃ হো-চি-মিন।
অথবা
তানাকা মেমোরিয়াল কি ?
উঃ জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা সম্রাট হিরো তিরোর কাছে যে প্রতিবেদন প্রদান করে। সেখানে বলা হয়েছিল যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের অবশ্যই যুদ্ধ ঘোষণা করা উচিত।
(Xiii) বালিন অবরোধ কি?
উঃ 1948 সালে 24 শে জুন, সোভিয়েত ইউনিয়ন কিছু উদ্দেশ্য পূরণের লক্ষ্যে পশ্চিমে রাষ্ট্র জোটের পূর্ব বা পশ্চিম বালিনে প্রবেশের সড়ক পথ অবরোধ করে। এটিই হল বালিন অবরোধ।
(Xiv) বুলগানিন কে ছিলেন?
উঃ সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।
(Xv) ' ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ' কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ পশ্চিমবঙ্গের খড়্গপুরে।
(Xvi) আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
উঃ 1963 সালে।

***

( বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)
3.         বড় প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি পেতে চাও আমাদের অবশ্যই কমেন্ট করো ।আমরা একটি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, ক্লাস নিয়েছি, ইউটিউব চ্যানেলে আছে ।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক গুলো দিয়ে দিয়েছি অর্থাৎ সেখানে PDF গুলো দিয়েছি। তবে PDF গুলো পাসওয়ার্ড আছে ।
ভিডিওগুলো না দেখলে পাসওয়ার্ড খুলতে পারবে না। তাই ভিডিওতে পাসওয়ার্ড বলা হয়েছে। তোমরা একটু প্লে লিস্ট দেখে নাও।
 
কলেজের সমস্ত বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন এবং নোটস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি:- ALL TIPS PM
এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা টি 🔔 অল সিলেক্ট করে রাখুন।

ধন্যবাদ

                                             
        ঘূর্নবাত কাকে বলে ও বৈশিষ্ট্য ঘূর্নবাত বা সাইক্লোন শব্দটি এসেছে গ্রীক শব্দ ' Kukloma' থেকে যার অর্থ "সাপের কুন্ডলী"।
নিম্ন বায়ুমণ্ডলীয় একটি আকস্মিক ঘটনা হচ্ছে ঘূর্নবাত। ঘূর্নবাত এমন এক প্রাকৃতিক বিপর্যয় যা পৃথিবীর জীব জগত ও বিপুল সম্পদের ধ্বংস করতে সক্ষম। কোনো স্বল্প পরিসর স্থান কোনো কারণে হঠাৎ উষ্ণ হলে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। বায়ুচাপের সমতা রক্ষা করার জন্য পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু প্রবল বেগে নিম্নচাপ কেন্দ্রের দিকে ধাবিত হয় এবং কালক্রমে উর্দ্ধগামী হয়। এই বায়ু কে ঘূর্নবাত বলে।

ঘূর্নবাতের বৈশিষ্ট্য গুলি হল :-

1) কেন্দ্রে নিম্নচাপের উপস্থিতি – ঘূর্নবাতের সমগ্র এলাকার বায়ুর চাপ খুবই কম থাকে। বিশেষ করে ঘূর্নবাতের কেন্দ্রে চাপ সর্বনিম্ন হয়।
2) বায়ু প্রবাহের গতি – ঘূর্নবাতে বায়ু প্রবাহের গতি ঘন্টায় 20 কিমির কম হয় না এবং এই গতিবেগ ঘন্টায় 400 কিমি পর্যন্ত হতে পারে।
3) বায়ু প্রবাহের দিক – বায়ু নিম্নচাপ কক্ষের চারদিকে প্রবাহিত হয়। এটি উত্তর গোলার্ধে বামদিকে ও দক্ষিন গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়।
4) চাপের পার্থক্য – ঘূর্নবাতের বহিঃসীমানা ও কেন্দ্রের মধ্যে তাপের পার্থক্য যেমন তীব্র তেমনি চাপের পার্থক্যও প্রবল।

ইন্টারট্রপিকাল কনভারজেন্স জোন ( ITCZ ) কী?

নিরক্ষরেখার কাছে পৃথিবীর নিম্ন বায়ুমণ্ডলকে ঘিরে থাকা বাণিজ্য বায়ু এবং ক্রমবর্ধমান বায়ুর একত্রিত বেল্টক্রমবর্ধমান বায়ু উচ্চ মেঘলা, ঘন ঘন বজ্রপাত,এবং ভারী বৃষ্টিপাত তৈরি করে;অস্থিরতা,শান্ত ভূপৃষ্ঠের বায়ুর মহাসাগরীয় অঞ্চলগুলিও জোনের মধ্যে ঘটে । আইটিসিজেড ঋতু অনুসারে সূর্যের সাথে উত্তর এবং দক্ষিণে স্থানান্তরিত হয়ভারত মহাসাগরের উপরে , এটি বিশেষ করে 40°–45° অক্ষাংশের বড় মৌসুমী পরিবর্তনের মধ্য দিয়ে যায়। ITCZ পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে বাতাসের মিশ্রণকে ধীর করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে।  

          

 

v কেন্দ্রমুখী

v কেন্দ্রবিমুখ

 

 

 

সংজ্ঞা

উচু স্থান থেকে মধ্যভাগের কেন্দ্রীয় নিম্নমুখি বরাবর ছোট নদী প্রবাহিত হলে তাকে কেন্দমুখি নদী নকশা বলে।

কোনো গম্বুজ বা উচ্চ্ভূমির চারপাশের ঢাল বেয়ে ছোট ছোট নদী প্রবাহিত হয়ে যে নদী নকশা গড়ে ওঠে তাকে কেন্দ্র বিমুখ নদী নকশা বলে।

 

উৎস

এক্ষেত্রে নদীগুলির উৎস বৃত্তাকারে বিভিন্ন স্থানে গড়ে ওঠে। 

এক্ষেত্রে নদীর উৎস নির্দিষ্ট স্থান বিন্দুতে গড়ে ওঠে।

 

প্রবাহ

নদী গুলি বাইরের চারপাশ থেকে কেন্দ্রের দিকে যায়।

নদীগুলি কেন্দ্র থেকে বাইরের চারপাশে যায়।

 

মোহনা

কোনো হ্রদ, জলাভূমি, সিনহোল হলো নদীর মোহনা।

এক্ষেত্রে নদীর মোহনা কোনো উপনদী বা প্রধান নদী।

 

ভুগঠন

শিলার বেসিন গঠন বা অধভঙ্গকে নির্দেশ করে

এক্ষেত্রে শিলার গম্বুজ গঠন বা উর্ধোভঙ্গকে নির্দেশ করে।

 

উদাহরন

আগ্নেয়গিরির জ্বালামুখ, প্লায়া হ্রদকে কেন্দ্র করে ওঠে।

বেথলিথ, অবশিষ্ট শঙ্কু আকৃতির পাহাড় অঞ্চলে দেখা যায়।

 

Website : alltipspm.blogspot.com 

YouTube : ALL TIPS PM

 

জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝো? 

কোন জায়গার গড় জলবায়ুর দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ পরিবর্তন যার ব্যাপ্তি কয়েক যুগ থেকে কয়েক লক্ষ বছর পর্যন্ত হতে পারে তাকে জলবায়ু পরিবর্তন (Climate Change) বলে
 তাপমাত্রা এবং আবহাওয়ার ধরণে দীর্ঘমেয়াদী পরিবর্তন বোঝায়। সূর্যের ক্রিয়াকলাপের পরিবর্তন বা বড় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে এই ধরনের পরিবর্তন প্রাকৃতিক হতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো ।

 জলবায়ু পরিবর্তনের নানা কারণ রয়েছে।এর মধ্যে প্রধান হলো মহাদেশীয় সরণ, আগ্নেয় গিরির উদ্‌গীরণ, সমুদ্রের স্রোতপ্রবাহ এবং পৃথিবীর হেলে থাকা

 মহাদেশীয় সরণ : পৃথিবীর স্থলভাগ যখন একটু একটু করে সরে যেতে শুরু করল তখনই ধীরে ধীরে সৃষ্টি হলো মহাদেশেরমাটির এই সরে যাওয়ার ফলে পৃথিবীর স্থলভাগের জলাশয়গুলির অবস্থানের পরিবর্তন হয়েছে।এই পরিবর্তনগুলি জলবায়ুর উপর প্রভাব ফেলে

 আগ্নেয়গিরি : আগ্নেয়গিরির উদ্‌গীরণের ফলে প্রচুর পরিমাণে সালফার ডাই–অক্সাইড গ্যাস, জলীয় বাষ্প, ধুলো, ছাই নির্গত হয়।ফলে দীর্ঘদিন ধরে প্রকৃতির উপর বিরূপ প্রভাব ফেলে এবং জলবায়ুর পরিবর্তন ঘটায় ।
 পৃথিবীর হেলে থাকা : পৃথিবী তার কক্ষপথের উল্লম্ব তলের সঙ্গে 231,2 ° কোণে হেলে রয়েছেপৃথিবীর হেলে থাকার পরিবর্তন হলে তা জলবায়ুর উপর প্রভাব ফেলে ।

 সমুদ্রের স্রোতপ্রবাহ : জলবায়ুর উপর সমুদ্রের একটি বড়ো ভূমিকা রয়েছে । সমুদ্র পৃথিবীর 71 শতাংশ জুড়ে রয়েছে । সমুদ্র বায়ুমণ্ডলের চেয়ে দ্বিগুণ সূর্যের বিকিরণ শোষণ করে ।
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে 16 ফেব্রুয়ারি, 2024 তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে 29/02/2024 পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে দুপুর 12 টা  থেকে বিকেল 3:15 টা পর্যন্ত। 
প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত 15 মিনিট সময় পাবে তোমরা।

     YouTube: ALLTIPSPM

উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 9:45am ★Download

Hs exam new routine 2024
HS Exam New Routine 2025


...

তারিখ                   বার           বিষয়

★★ ,                   ★★          ★★

★★ ,                  ★★           ★★

★★ ,                  ★★          ★★

★★ ,                  ★★         ★★

★★                    ★★          ★★

★★                    ★★         ★★

★★ ,                  ★★          ★★

★★                   ★★           ★★


■●◆★■◆●●◆■★●◆■★★■◆●★★■●◆

★★উচ্চমাধ্যমিক সাজেশন 2024 pdf⬇️⬇️

YouTube:  ALL TIPS PM

 বাংলা সাজেশন 2024  Click Here
 ইংরেজি সাজেশন 2024 Click Here
 ইতিহাস সাজেশন 2024 Click Here
 ভূগোল সাজেশন 2024 Click Here
 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2024 Click Here  
দর্শন সাজেশন 2024 Click Here
 শিক্ষাবিজ্ঞান সাজেশন 2024 Click Here
সংকৃত সাজেশন 2024  Click Here
পরিবেশ সাজেশন 2024  Click Here
■■ সাজেশন 2024  Click Here
■■ সাজেশন 2024  Click Here
■■ সাজেশন 2024  Click Here

*◆■★★◆■★■◆●◆■■★★★◆◆●*

                  HS HISTORY 2023                       

 HIST-23/XII/2036(05)-NS

Questions Paper With Answers 

(সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী)

 

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় )                           1×16 =16

(i) কোন দেশ ' মশলা দ্বীপপুঞ্জ' নামে বিখ্যাত ছিলো?

উঃ ইন্দোনেশিয়া।

(ii) নতুন বিশ্ব বলতে কী বোঝায়?

উঃ সপ্তদশ-অষ্টাদশ শতক নাগাদ স্পেন,পর্তুগাল, বিটেন এর মতো সদ্য স্বাধীনতা  প্রাপ্ত দেশগুলি আমেরিকা মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশ টি হল নতুন বিশ্ব নামে পরিচিত।

অথবা

'কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা'-এই ধারণাটি কে প্রচার করেন?

উঃ ইংরেজ কবি রডুইয়াড কিপলিং।

(iii) কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?

উঃ ম্যাথিউ পেরি।

অথবা

লগ্নি পুঁজি কি ?

উঃ অর্থকে ব্যাপক পরিমাণে বাড়ানোর জন্য বাণিজ্যতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করাকে লগ্নী পুঁজি বলে।

(iv) দস্তক কী ?

উঃ মোগল সম্রাট ফারুকশিয়ার 1717 সালে ভারতে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন ।এর ফলে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু বিনিয়োগের সুযোগ পায়। এটি হলো দস্তক।

(V) চীনে মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন ?

উঃ জন হে । (মার্কিন পররাষ্ট্র সচিব 1899)

অথবা

কাওটাও প্রথা কি ?

উঃ কোন বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীনে এলে চীনের সম্রাটের প্রতি ভূমি পর্যন্ত অর্থাৎ শুয়ে পড়ে স্রষ্টাঙ্গ নত হতে হত ।এটিই হলো কাওটাও প্রথা।

(Vi) নব্যবঙ্গ নামে কারা পরিচিত?

উঃ ডিরোজিও শিষ্যরা।

(Vii) দিকু কাদের বলা হত ?

উঃ ছোটনাগপুর এর সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে বহিরাগত জমিদার মহাজন ও ব্যবসায়ীদের দিকু বলে।

অথবা

কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত?

উঃ বীরশালীঙ্গম পান্তুলু।

(Viii) জাপান কবে চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিল?

উঃ 1915 সালে 18 ই জানুয়ারী।

(ix) মাহাদ মার্চ কী?

উঃ সাধারণ মানুষের জলাশয় থেকে অস্পৃশ্যরা যাতে জল পায় তার জন্যে দলিত নেতা ডক্টর ভীমরাও আম্বেদকর এর নেতৃত্বে 1927 সালে 20 মার্চ মুম্বাইয়ের কোলারা জেলার চৌদার জলাশয় কে কেন্দ্র করে যে মিছিল হয়েছিল, এটি মাহাদ মার্চ নামে খ্যাত।

অথবা

 মিরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন?

উঃ মিরাট ষড়যন্ত্র মামলায় মুজাফফর আহমেদ, পি.সি. জোশি সহ আরো 33 জন শ্রমিক নেতা।

(X) টিসকো কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ 1907 সালে।

(Xi) সি.আর.ফর্মুলা কি?

উঃ মুসলিম লিঙ্গের পৃথক পাকিস্তানের দাবির জন্য রাজাগোপালোচারী চক্রবর্তী যে প্রস্তাব 1944 সালে দিয়েছেন।

(Xii) কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন?

উঃ হো-চি-মিন।

অথবা

তানাকা মেমোরিয়াল কি ?

উঃ জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা সম্রাট হিরো তিরোর কাছে যে প্রতিবেদন প্রদান করে। সেখানে বলা হয়েছিল যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের অবশ্যই যুদ্ধ ঘোষণা করা উচিত।

(Xiii) বালিন অবরোধ কি?

উঃ 1948 সালে 24 শে জুন, সোভিয়েত ইউনিয়ন কিছু উদ্দেশ্য পূরণের লক্ষ্যে পশ্চিমে রাষ্ট্র জোটের পূর্ব বা পশ্চিম বালিনে প্রবেশের সড়ক পথ অবরোধ করে। এটিই হল বালিন অবরোধ।

(Xiv) বুলগানিন কে ছিলেন?

উঃ সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।

(Xv) ' ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ' কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?

উঃ পশ্চিমবঙ্গের খড়্গপুরে।

(Xvi) আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?

উঃ 1963 সালে।

*** 

( বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)

3.      বড় প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি পেতে চাও আমাদের অবশ্যই কমেন্ট করো ।আমরা একটি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, ক্লাস নিয়েছি, ইউটিউব চ্যানেলে আছে ।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক গুলো দিয়ে দিয়েছি অর্থাৎ সেখানে PDF গুলো দিয়েছি। তবে PDF গুলো পাসওয়ার্ড আছে ।

ভিডিওগুলো না দেখলে পাসওয়ার্ড খুলতে পারবে না। তাই ভিডিওতে পাসওয়ার্ড বলা হয়েছে। তোমরা একটু প্লে লিস্ট দেখে নাও

কলেজের সমস্ত বিষয়ের টিপস, সিলেবাস, সাজেশন এবং নোটস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি:- ALL TIPS PM

এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা টি 🔔 অল সিলেক্ট করে রাখুন।

ধন্যবাদ

 **

আমরা প্রত্যেক class 1 থেকে 12 ,
 অধ্যায় থেকে  খুবই গুরুত্বপূর্ণ MCQ/SAQ/DA  উত্তর নিয়ে আগে:-ইইউটিউব চ্যানেল :- ALL TIPS PM
 আপলোড করেছি।

Dt:20/3/2023
Important Questions of Political science class 12 in SAQ 2023 and Final examination Suggestion Mark's 80
Hs political science suggestion youtube;:- ALL TIPS PM


Question memo no:- 0202XII/23Sugg 
(Page 1 and 2. Answers Youtube Name:- ALL TIPS PM //( @ALLTIPSPM) )
Political science suggestion youtube:- ALL TIPS PM



*******

D:30/1/2022
Class 12 HS ALL Subjects Suggestion 
দেখতে Youtube:- ALL TIPS PM দেখুন।
💐💐💐💐💐💐
Class 12 /HS Wbshse Final Exam Routine 2023



যে বইগুলো পড়বে Class 11& & 12 Test Book List Download Now

💐💐💐💐💐💐
 রাষ্ট্রবিজ্ঞান
(Political Science)
CLass 12
Question Answers
Memo No:-1st-Topic/PLS/HS-12/07/2022-05/00/22PM
লেখক✍️ Palash Mondal

দ্বাদশ শ্রেণীর  রাষ্ট্রবিজ্ঞান (MCQ/SAQ/DTQ) Question Memo No অনুসারে প্রশ্নোত্তর  টেক্সট আকারে দেওয়া হলো।

 A গ্রুপ
রাজনৈতিক শক্তি গ্রন্থের রচয়িতা হলেন হ্যান্ডস মর্গেন্থাও ,হ্যান্স মর্গেন্থাও র লেখা.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্ব রাজনীতিতে দেশটির শক্তির আবির্ভাব ঘটেছিল দুটি, চারটি কোনোটিই নয়, ।
প্রথম আন্তর্জাতিক সম্পর্কের উল্লেখ পাওয়া যায় অ্যারিস্টোটল, ম্যাকিয়াভেলির, মর্গেন্থাও।
 বিশ্ব বাণিজ্য সংস্থার ইংলিশ হল পুরো নাম ওয়ান্টেড অল ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ট্রেড
আন্তর্জাতিক রাজনীতি কথাটি প্রথম ব্যবহার করেন অ্যারিস্টোটল ,মর্গেন্থাও ,হবস।
প্রথম বিশ্বযুদ্ধের  সময়কাল 1914 -19,থেকে হাজার 929 হাজার 900 29 হাজার 929 থেকে 34 হাজার 939 থেকে 44 .

Gorup-B
যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও .

পঞ্চশীল এর যেকোনো একটি নীতি হলো শান্তি পূর্ন সহাবস্থানঠান্ডা লড়াই র সময় বিশ্ব রাজনীতির দ্বিমেরুকরণ ঘটেছিল।
WB পুরো নাম হলো world Bank.
ররোল্যান্ড রবার্টসন বিশ্ববয়ন ধারণার প্রথম প্রবর্তক ছিলেন। WTO পুরো হলো world Trade Organization.
 বিশ্বায়ন কথার অর্থ হলো মুক্ত অর্থনীতি
জাতীয় স্বার্থ বলতে প্লেটো বুঝিয়েছেন যে নগর রাষ্ট্রের স্বাথের সহায়ক হলো জাতীয় স্বার্থ।
মর্গেন্থাও র লেখা Politice among Nations থেকে জানতে পারি যে জাতীয় শক্তি হলো অপরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাপুঁজিবাদী রাষ্ট্র গুলির জোট এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গুলির জোট দুটি মহাশক্তির মধ্যে Cold wor হয়েছিল ।

Group-C
যে কোন একটি প্রশ্নের উত্তর দাও।

  Q1. ক্ষমতা কাকে বলে? ইহার মূল উপাদান গুলি আলোচনা করো। 
অথবা 
ক্ষমতা বলতে কী বোঝায় ইহার অর্থাৎ ক্ষমতার মূল উপাদান গুলি লিখতে হবে।

Q2. জাতীয় স্বার্থের ধারণা ব্যাখ্যা করো ।

Q3. আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির মূল পার্থক্য দেখাও ।


 


💐💐💐💐💐💐

MADHYAMIK & HS 2022
স্টুডেন্টদের নতুন ব্রিজ কোর্স বই পড়তে হবে
New Bridge course 2022 for class 11 &12.

এই কোর্স অনুসারে ক্লাস 9 ও 11 র বিভিন্ন বিষয়ে পড়াতে হবে ছাএছাত্রিদের । স্কুল শিক্ষা দপ্তরের খবর।
#alltipspm.blogspot.com

*LAST UPDATED:-November 11,2021
Youtube:- ALL TIPS PM.
#কলকাতা- পিছিয়ে পরা ক্লাসের পড়া আগে । পরে নিজের ক্লাসের পড়া ।শিক্ষা দপ্তর সূএ থেকে জানা যাচ্ছে। তোমরা যারা এ বছরে 2022 ফাইনাল পরীক্ষা দেবে তাদের এই নতুন ব্রিজ কোর্স বই পড়ানো হবে। 16 নভেম্বর থেকে স্কুল চালু। আগের ক্লাসের বিষয়ে অবগত করার জন্য ই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে বোর্ড ঘোষণা করেছে মার্চে মাধ্যমিক, আর এপ্রিলে উচ্চমাধ্যমিক পরীক্ষা 2022। এই নতুন ব্রিজ কোর্স পড়াতে অসুবিধা হবে না বলে বোর্ড জানিয়েছে। খুব তাড়াতাড়ি যাতে স্কুলের কাছে ব্রিজের বই গুলো দেওয়া প্রক্রিয়া চলছে। 
শেয়ার করুন।
আমাদের সঙ্গে যোগাযোগ করুন
শিক্ষামূলক youtube, Website, Facebook, Instagram, চ্যানেল

#ALL TIPS PM.
alltipspm.blogspot.com
#শিক্ষামূলক প্রতিষ্ঠান
alltipspm (Educational Youtube)

****



D:-22/7/2021, T:-4:30pm

উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেলেন মুর্শিদাবাদের কান্দির রুমানা সুলতানা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯। তিনি কান্দির মণীন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

২০১৯ সালে মাধ্যমিকে পঞ্চম স্থান দখল করেছিলেন। তিনি বিজ্ঞান বিভাগের ছাত্রী। বাড়ি কান্দি থানার অন্তর্গত শিবরামবাটি এলাকায়। বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠে প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিনও শিক্ষিকা। 

আজ বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয় বিকেল তিনটের সময়।

এ বছর পাশ করেছেন ৯৭.৬৯ শতাংশ পড়ুাযা। মেধাতালিকা ঘোষণা করা হয়নি। এক থেকে দশের মধ্যে রয়েছেন ৮৬ জন। 

৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯ হাজারের বেশি পড়ুয়া। তবে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক জনই। ছবি দেখুন 


সেই এক জনই রুমানা। তিনি ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছেন।


****

D:-8/6/2021 , T:- 7PM

একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ১৫ জুলাইয়ের মধ্যে শেষ।

  • কোনও পরীক্ষা ছাড়াই ক্লাস 11 থেকে ক্লাস 12 শ্রেণিতে উঠে যাবে।
  • দ্বাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় প্রক্রিয়া ১৫ জুলাই,২০২১-
  • গত বছর মার্চ মাস থেকে বন্ধ স্কুল। মাঝে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে ক্লাস শুরু কিন্তু ক্লাস 11 শ্রেণির সবাইকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল সংসদ।
*****

D:-7/6/2021, T:-4 pm
এবছর বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, 2021 ঘোষণা মুখ্যমন্ত্রীর
কিভাবে মূল্যায়ন হবে তা শিক্ষা দপ্তর 7 দিনের মধ্যে জানিয়ে দেবে
*****

D:-6/6/2021, T:-4 PM
করোনার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না সেই বিষয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের কাছে মতামত চেয়েছে রাজ্য সরকার। এই তিনটি ইমেল এর মাধ্যমে ।মতামত জানানোর জন্য যে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে সেগুলি হল- ১) pbssm.spo@gmail.com, ২) commissionerschooleducation@gmail.com, ৩) wbssed@gmail.com
ভিডিও দেখুন

****

D:-5/6/2021,T:-10:30Am

রাজ্যে এ বছর স্কুলে বসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত হচ্ছে না।

  মাধ্যমিক (Madhyamik)ও উচ্চমাধ্যমিক(HS) পরীক্ষার্থীদের নাম্বার কিভাবে দেওয়া হবে ?

   সূত্রের খবর, ছ'সদস্যের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে,

 উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের

 হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা হতে পারে। অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্নপত্র স্কুলের মাধ্যমে পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে, তার ভিত্তিতে লেখা উত্তর আবার স্কুলেই জমা করা যেতে পারে। এর ফলে খুব তারাতারি ফলপ্রকাশ সম্ভব। কারণ, স্কুলের  শিক্ষক-শিক্ষিকারাই খাতার মূল্যায়ন করবেন। 

    প্রজেক্টে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর স্কুলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা পড়েছে, প্রয়োজনে রেজাল্ট তৈরির ক্ষেত্রে সেগুলোও বিবেচনা করা যেতে পারে।

বিস্তারিত দেখুন📲 

 মাধ্যমিক পরীক্ষার্থীদের 

     ২০১৯ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট বিবেচনা করে। অথবা ক্লাস 9 এর সমস্ত পরীক্ষার নাম্বার গড় করে ৫০ শতাংশ ওয়েটেজ আর 

এ বছর মাধ্যমিকের প্রজেক্টে বরাদ্দ ১০ নম্বর ভিত্তি উপরে ৫০ শতাংশ ওয়েটেজ দিয়ে একযোগে রেজাল্ট তৈরি করা যেতে পারে। তবে সবই চূড়ান্ত  রিপোর্টে পেশ করা কেবলমাএ সুপারিশ।

সবটাই অবশ্য নির্ভর করছে, রাজ্য সরকারের (মুখ্যমন্ত্রীর)ওপর।

সরকার কি সিদ্বান্ত নেয় সেদিকেই আমাদের নজর আছে।

                             ****


D:-2/6/2021, T:- 4:16PM

#মাধ্যমিক #উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে/পরীক্ষার সময়সূচি এখনও ঠিক হয়নি আরও তিন দিনপর সিন্ধান্ত পুরোভিডিও টি দেখার অনুরোধ রইলো

 *****
আগামীকাল ঘোষিত হতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার 2021 ফাইনাল রুটিন
আমাদের সঙ্গে সর্বদা যুক্ত থাকুন
****

জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে।’
বিস্তারিত জানতে 👇ভিডিও টি দেখুন।


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক 2021 পরীক্ষায় বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে। নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ৩ ঘণ্টা নয় বরং এবার দেড় ঘণ্টার পরীক্ষা... 

*****         ****

🔛🔛🔛🔛🔛🔛
Class 12 Political Science Suggestion And Notes 100% PDF Book
Download now
👇
Coming




মক টেস্ট পরীক্ষা
পিডিএফ
👇
🔄









🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛

CBCS এবং ICSE বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক 2021 পরীক্ষা বাতিল করলো ।

এবার অন্য বোর্ড কি করে তার দিকেই নজর রেখেছি
যখনই বোর্ডে র পক্ষথেকে কিছুই জানিয়ে দেবে 
তখই আমার Youtube এবং এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।









https://forms.gle/cBb8JwvEHLP6fkib7
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url