একজন গুণী শিক্ষক #পলাশ_মন্ডল, #PalashMondal, #Palash_Teacher, @Palash mondal #MasterPalash, #পলাশমাস্টার, #মাস্টার_পলাশ, পালাশদা#রাষ্ট্রবিজ্ঞান, যার জীবনের গল্পগুলো এত কষ্টকর! শিক্ষামূলক Youtube :-ALL TIPS PM তিনি মাস্টার পলাশ, স্যার ,নামে সবার কাছে পরিচিত।

 একজন গুণী শিক্ষক #পলাশ_মন্ডল, #PalashMondal, #Palash_Teacher, @পলাশ মন্ডল  #MasterPalash, যার জীবনের গল্পগুলো এত কষ্টকর!

শিক্ষামূলক Youtube :-ALL TIPS PM 

একজন গুণী শিক্ষক



একজন গুণী শিক্ষক

তিনি মাস্টার পলাশ, স্যার ,নামে সবার কাছে পরিচিত। তিনি দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা থানার অন্তর্গত ----উচ্চ বিদ্যালয়ের আদর্শ ছাএ ছিলেন। তিনি ---সালের ---শে ---দক্ষিণ 24 পরগনা জেলার ----গ্রামে জন্মগ্রহণ করেন। পলাশ sir রা  ২ ভাই র মধ্যে তিনি ছিলেন ছোট্ট। পিতা স্বর্গীয় ---মন্ডল এবং মমতাময়ী মাতা ---।

শিক্ষাজীবন :প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় ---প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম শ্রেণীতে অধ্যয়নের সময় পলাশ মন্ডলের (মাস্টার পলাশ) এর পিতা মারা যান। এই বিদ্যালয় থেকে 4th শ্রেণি পাশ করার পর --সাল থেকে মাধ্যমিক শিক্ষা শুরু হয় শতল কলসা উচ্চ বিদ্যালয়ে।--সাল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শুরু হয় __উচ্চ বিদ্যালয়েই। এর পর তিনি Political Science অনার্স নিয়ে---College ভর্তি হন। 

B.A. পাশ করার পর M.A. Political science বিভাগে ভর্তি হন। ---University তে।

মায়ের সহযোগিতায় ও তাঁর পরিশ্রমের মাধ্যমে  কোনোক্রমে জীবনযাপন করেন। ইতিমধ্যে দাদা বিয়ে করে আলাদা হয়ে যায়।তারপর সংসার চালানোর দায়িত্ব পলাশ sir এর উপর পড়ে।মা কোনো রকমে এর বাড়ী ওর বাড়ি কাজ করে সংসারের দায়িত্ব  পালন করে। অতি কষ্টে লেখাপড়া করে চালিয়েছেন। সংসার চালানোর চাপে আর লেখাপড়া চালাতে পারেননি।

কর্মজীবন : প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কম থাকায় গ্রামবাসীর অনুরোধে তিনি বিদ্যালয়ে অবৈতনিক শিক্ষক হিসেবে যোদান করেন। তারপর স্কুল ও কলেজ র স্টুডেন্ট দের পড়ানো শুরু করেন।কোচিংয়ে শিক্ষক হিসেবে 9 +বছর  (2022)পাঠদান করে চলেছেন ।বর্তমানে তিনি মহান শিক্ষক হিসেবে পরিচিত লাভ করেছেন। পলাশ sir র টিপস,সাজেশান ও নোটস র সেরা রেকর্ড সৃষ্টি করেছেন। প্রাইভেট পড়ানো শুরু সংসার চালান। পরবর্তীসময়ে তিনি আদর্শ কলেজ শিক্ষক।

শিক্ষকের যত প্রিয় ছাত্রছাত্রী : এই শিক্ষকের অনেক প্রিয় ছাত্রছাত্রী। তাদের মধ্যে রয়েছে সূর্য,রোহিত,আনিশা,সুস্মিতা,রাজা,কণিকা,সাইন,মল্লিকা,রত্না,দীপা,সুদীপা,রিয়া,শুভজিত,নিকিতা,প্রিয়,কাজল,সুশান্ত,সুদীপ,সায়ান,কোয়েল,টিনা,সুদীপ্ত,এবং আরও অনেক প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ।
গুণী শিক্ষক
সমাজসেবার বিশেষ ভূমিকা রয়েছে তার। এছাড়া বিনামূল্যে বিনা স্বার্থে স্টুডেন্ট দের এবং সাধারণ মানুষ দের সাহায্য করেছিলেন।   মাঝে মাঝে জীবনের গল্পগুলো এত কষ্টকর হয়ে ওঠে যে দম বন্ধ হয়ে আসে। স্কুল ,কলেজ শিক্ষক পলাশ মন্ডল,(মাস্টার পলাশ) এর জীবনের গল্প ঠিক এমনই।

 প্রথম শ্রেণীতে অধ্যয়নের সময় তিনি পিতৃহারা হয়ে যান। সেই স্কুল জীবন থেকে লেখাপড়ার পাশাপাশি অনেক কষ্ট করে পরিবারের সচ্ছলতার মুখ দেখাতে চেষ্টা করেছেন। তাকে দারিদ্রতা ও অসুস্থতা দমিয়ে রাখতে পারেনি। তিনি অসুস্থ শরীর নিয়ে কৃতিত্বের সাথে লড়েচেন। অভাব অনটনের মধ্যে তার শিক্ষকতা পেশাকে নেশায় পরিণত করেছিলেন তিনি। মানুষের ভালোবাসায় জীবন সিক্ত হয়েছেন। এটাই তাঁর জীবনের পরম প্রাপ্তি। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি....।


শিক্ষামূলক YouTube:-📲
ALL TIPS PM

 ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন ,                                                            🙏  ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url