ছাত্র-শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত? Student-Teacher Relationship ei

 ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত?


ছাত্র-শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত?


নমস্কার🙏

 আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের ছাত্র ও শিক্ষকের সম্পর্কে বিস্তারিত বলবো: শিক্ষকতা একটি মহান পেশা। পৃথিবীর সবচাইতে সম্মান ও মর্যাদার পেশা শিক্ষকতা। শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। 

ছাত্র-শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত?

 যেখানে থাকবে শাসন এবং সোহাগের সংমিশ্রন। ছাত্র-শিক্ষক সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। 
 শিক্ষকই সকল শিক্ষার্থীর জন্য সহানুভূতি থাকে, তাদের পছন্দ-অপছন্দ বুঝতে পারেন এবং যত্ন ও ধৈর্য নিয়ে তাদের শক্তিকে বাড়াতে এবং সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করতে পারেন। সন্তানের সঠিক বিকাশে পরিবারের ভূমিকা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। পরিবারের পরেই একজন শিক্ষক শত-সহস্র শিশু কিশোরের মানসিক বিকাশে সরাসরি ভূমিকা পালন করে থাকেন।

আশা করি, আমরা শিক্ষকরা প্রত্যেকে  প্রতিটি বিষয়ে গুরুত্ব দিয়ে ছাত্র-ছাত্রীদের মানসিক ,শারীরিক,পাখ্যভিক,আধ্যাতিক,নৈতিক,সামাজিক, নানা রকম সমস্যার ক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করে প্ৰিয় শিক্ষাথীদের সর্বাগিন কল্যান সাধিত করবো। ছাত্র জীবনে যে ছাত্রটি গুরুজনকে শ্রদ্ধা করতে শিখল না, যার উদ্ধত আচরনে শিক্ষক বিরক্ত, যার অমার্জিত ব্যবহারে সহপাঠীরা ক্ষুব্ধ ও আহত পরবর্তী জীবনেও তার চরিত্রে একই ধরনের আচরন দেখা যাবে যা তার জীবনকে বিপদগ্রস্থ করতে পারে। বস্তুত ছাত্র-শিক্ষক সম্পর্ক হবে সুন্দর ও বন্ধুত্বপূর্ণ, যেখানে থাকবে অকৃত্রিম শ্রদ্ধা, স্নেহ ও ভালবাসা। ভালো লাগলে শেয়ার করুন।

youtube:-ALL TIPS PM.
Website:- alltipspm.blogspot.com



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url