মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট কিভাবে হবে দেখে নাও, এবছর বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক,2021 , একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তিঘোষণা মুখ্যমন্ত্রীর Madhyamik and HS exam YouTube:- ALL TIPS PM
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কিভাবে এখনই জানিয়ে দিলো ,ফল পছন্দ না হলে পরীক্ষার সুযোগ থাকছে কী ভাবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে শুক্রবার তা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
- মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিকের (HS ) ফল ঘোষণা করা হবে জুলাইয়ের মধ্যে নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কীভাবে পরীক্ষার মূল্যায়ণ করা হবে, তা আগামীকাল ঘোষণা করা হবে বলে জানালেন মমতা
- একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ১৫ জুলাইয়ের মধ্যে শেষ।
- কোনও পরীক্ষা ছাড়াই ক্লাস 11 থেকে ক্লাস 12 শ্রেণিতে উঠে যাবে। দ্বাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় প্রক্রিয়া ১৫ জুলাই,২০২১
- গত বছর মার্চ মাস থেকে বন্ধ স্কুল। মাঝে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে ক্লাস শুরু কিন্তু ক্লাস 11 শ্রেণির সবাইকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল সংসদ।
- D:-7/6/2021, T:-4 pm
- এবছর বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, 2021 ঘোষণা মুখ্যমন্ত্রীর কিভাবে মূল্যায়ন হবে তা শিক্ষা দপ্তর 7 দিনের মধ্যে জানিয়ে দেবে
D:-5/6/2021,T:-10:30Am
রাজ্যে এ বছর স্কুলে বসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত হচ্ছে না।
মাধ্যমিক (Madhyamik)ও উচ্চমাধ্যমিক(HS) পরীক্ষার্থীদের নাম্বার কিভাবে দেওয়া হবে ?
সূত্রের খবর, ছ'সদস্যের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে,
উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের
হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা হতে পারে। অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্নপত্র স্কুলের মাধ্যমে পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে, তার ভিত্তিতে লেখা উত্তর আবার স্কুলেই জমা করা যেতে পারে। এর ফলে খুব তারাতারি ফলপ্রকাশ সম্ভব। কারণ, স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই খাতার মূল্যায়ন করবেন।
প্রজেক্টে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর স্কুলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা পড়েছে, প্রয়োজনে রেজাল্ট তৈরির ক্ষেত্রে সেগুলোও বিবেচনা করা যেতে পারে।
বিস্তারিত দেখুন📲
মাধ্যমিক পরীক্ষার্থীদের
২০১৯ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট বিবেচনা করে। অথবা ক্লাস 9 এর সমস্ত পরীক্ষার নাম্বার গড় করে ৫০ শতাংশ ওয়েটেজ আর এ বছর মাধ্যমিকের প্রজেক্টে বরাদ্দ ১০ নম্বর ভিত্তি উপরে ৫০ শতাংশ ওয়েটেজ দিয়ে একযোগে রেজাল্ট তৈরি করা যেতে পারে। তবে সবই চূড়ান্ত রিপোর্টে পেশ করা কেবলমাএ সুপারিশ। সবটাই অবশ্য নির্ভর করছে, রাজ্য সরকারের (মুখ্যমন্ত্রীর)ওপর। সরকার কি সিদ্বান্ত নেয় সেদিকেই আমাদের নজর আছে।
****
#মাধ্যমিক #উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে/পরীক্ষার সময়সূচি এখনও ঠিক হয়নি আরও তিন দিনপর সিন্ধান্ত পুরোভিডিও টি দেখার অনুরোধ রইলো
HS Last suggestion 2021,Question-Answer marks 40/শেষ মুহূর্তের প্রশ্নোত্তর 40 নাম্বার ফ্রি ডাউনলোড করুন
উচ্চমাধ্যমিকও পিছোবে। বুধবার জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারা আরও জানিয়েছে যে পরীক্ষা নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো।বিস্তারিত জানতে ভিডিও দেখুন
যখনই বোর্ডে র পক্ষথেকে কিছুই জানিয়ে দেবে তখই আমার Youtube টার্চ করুন এবং এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
West Bengal Cancelled Madhyamik Exams may to COVID19
করোনা ভাইরাসের কারণে জুনে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, স্থগিত না বাতিলট তা এখনো স্পট উল্লেখ করেনি পর্ষদ অনিশ্চয়তা মাধ্যমিক নিয়ে। এই করোনা পরিস্থিতিতে এখনই নির্ধারিত সূচি অনুযায়ী এ বছরের মাধ্যমিক পরীক্ষা 2021 নেওয়া অসম্ভব ।তবে পরীক্ষা স্থগিত হবে, না বাতিল, সে ব্যাপারে মধ্যশিক্ষা পর্যদের পক্ষ থেকে স্পট বলা হয়নি।তবে পরীক্ষা না নেওয়ার ওপরেই মধ্যশিক্ষা পর্ষদ জোর দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘ তবে পরীক্ষা না নেওয়ার ওপরেই মধ্যশিক্ষা পর্ষদ জোর দিয়েছে।'