Motivation & Story , জীবন বদলে দেওয়ার বাণী, Life Changing Quotes/Sorry , motivational speech, জীবনে সফল হওয়ার উপায়, সফলতার টিপস, YouTube:-ALL TIPS PM

Motivation & Story

Motivation & Story , জীবন বদলে দেওয়ার বাণী, Life Changing Quotes/Sorry , motivational speech, জীবনে সফল হওয়ার উপায়, YouTube:-ALL TIPS PM

Motivation & Story , জীবন বদলে দেওয়ার বাণী, Life Changing Quotes/Sorry , motivational speech, জীবনে সফল হওয়ার উপায়, YouTube:-ALL TIPS PM

সফলতার চাবিকাঠি, 
হতাশ থেকে সাফল্য লাভ.

সফলতার টিপস, ব্যর্থ থেকে কিভাবে সাফল্য অর্জন করেবন ,

এই লেখা থেকে আপনারা যে সমস্ত শিখতে পারবেন সেগুলো হলো-
ব্যক্তির গুন,বিকাশ,সময়ানুসারে চলা,মানসিক চাপ থেকে মুক্তি,আত্মবিশ্বাস বৃদ্ধি,স্ব-অনুশাসন,সাহসী বিকাশ,ইতি/নীতিবাচক চিন্তা,সদ গুনের অধিকারী,সাফল্যের মন্ত্র ইত্যাদী...
এ পর্য্ন্ত যে শিক্ষা অর্জন করছি তাতেই এই লেখা। এই লেখায় সফললতার যে মন্ত্র বা নীতির কথা বলেছি আমার বিশ্বাস যে আপনাদের জীবনে ব্যাপক সহায়তা করবে। আপনাদের নিজেস্ব মূল্যমান বক্তব্য র জন্য অপেক্ষায় থাকছি।
সফলতার চাবিকাঠি
সফলতা কি? / ব্যর্থ কি?/ ব্যর্থ থেকে সফলতা পাওয়া উপায়/ পরিশ্রম/ সাফল্যর জন্য এই কাজ করুন/ ইতি-নীতি চিন্তা/ সংঘশ/ লক্ষ্য পূরণের উপায়/ আনন্দ থাকা/ চাপ থেকে মুক্তি/ সাফল্যে ব্যক্তিদের জীবনী/ দূরদৃষ্টি জরুরী/ বিশ্বাস/ ভোলার উপায়/ ব্যর্থ থেকে শিক্ষা/ কৃতজ্ঞতা স্বীকার/ নিজের বা ওপরের জন্য জীবন/ সু-সম্পর্ক/ সাহস বাড়ানো/ সময়ের সঙ্গে চলা/ কান্তি দূর করুন/ ঘুম হয় না কেন জানুন/ সফলতা...।

সফলতা কি

"অন্যরা আপনাকে যতটা বিশ্বাস করবে,আপনি ঠিক ততটাই সাফল্য অর্জন করবেন।"সফলতা হলো একটি চিন্তা, অবধারণা,আপনি যেমন অনুভব করবেন তেমন সফলতা পাবেন। আমেরিকার জেমস নামে এক বিজ্ঞানী বলেছেন- আমরা যা ভাবি,তাই প্রাপ্ত করার চেষ্টা করি। যদি সফলতা পাওয়ার ব্যাপারে আপনি মানসিক দিক থেকে পুরো প্রস্তুত থাকেন তাহলে আপনি সাফল্য লাভ করবেনই। আর যদি প্রস্তুত না থাকেন তাহলে ব্যর্থতা আপনার সঙ্গী । চেষ্টা না করে নিজেকে ব্যর্থ করা মানে জীবনে সব শেষ।"সফলতা পাওয়া কঠিন কাজ, তারচেয়ে আরো কঠিন কাজ হলো সফলতা ধরে রাখা ।

 পরিশ্রমই সফলতা

সাবধান ব্যাক্তিকে ভয় দেখানো সবচেয়ে কঠিন ব্যাপার, তেমনিই পরিশ্রমী ব্যাক্তি কোনো দিনই দরিদ্র থাকে না। আপনি মনে রাখবেন একমাএ পরিশ্রমীই আপনার সাফল্য। কাজের প্রতি বিশেষ নজর রাখুন।কাজ ই আপনার বিশেষ পরিচয়। মনে রাখবেন উঁচুতে ওঠার প্রেরণার নাম অর্থ নয়। যেমন শিল্পপতিরা চেষ্টা করেই চলে তাদের আরও শিল্প বৃদ্ধি করা। 

ইতিবাচক চিন্তায় সাফল্য

 আপনার ধৈর্য আপনার সাফল্য। আমরা অনেক সময় ভাবি আমি যদি ওর মতো হতাম,ও যদি তার মতো হত, তার অনেক টাকা, আমি যদি পড়াশুনা য় ভালো হতাম ,তার একটা সরকারি চাকরি হয়েছে আমার যদি হতো, এইসব চিন্তা থেকে বেরিয়ে আসুন।নিজের প্রতি ধৈর্য রেখে নিষ্ঠার সঙ্গে আপনার লক্ষের পথে এগিয়ে যান,আপনার আশা আপনার  সফল হতে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। 

 লক্ষ্য স্হির রাখুন, হতাশ হবেন না

কারো মনের মতো কাজ না করে আপনার মন কি চায় সেটা ভাবুন,সেই মতোই কাজ করুন,কারো পিছনে না গিয়ে আপনি তার সামনের মানুষ হয়ে উঠুন। ভালো মানুষের সঙ্গে মেলামেশা করুন তার থেকে শিক্ষা গ্রহণ করুন।
নিজের কথা শুনে সঠিক সিন্ধান্ত গ্রহণই একমাত্র পথ। কি হবে এই ভেবে মানুষ কোনও দুঃখ পায়না , বরং কি হয়ে গেলো এই ভেবেই মানুষ বাকিটা জীবন দুঃখে কাটিয়ে দেয়। বোকা আর মুর্খ মানুষ ছাড়া এই কাজ কেউ করে না।
 একটা কথা মনে গেঁথে রাখুন, বুদ্ধিমানেরা যেকোন ছোট বা বড় কাজ করার আগে কয়েক বার চিন্তা করেন।কিন্তু আপনি জেনে অবাক হবেন এই পৃথিবীর বেশি মানুষ কাজ করার পরে ভাবে যখন আর কিছুই করার থাকে না। আপনি কি হতে চান তা যদি আপনার লাজে স্পষ্ট হয়, তবে আপনার মধ্যে ব্যাপক শক্তি সঞ্চয় হবে। যা অপার লক্ষ্য পূরণে সাহায্য করবে।

 কাউকে কিছুই বলার আগে ভালো করে শুনুন সফলতা আপনার কাছেই যারা শুনে বিচার করার ক্ষমতা আছে তারাই আগে সাফল্য অর্জন করে। একগবেষণায় দেখা গেছে যে, একজন মানুষ 24 ঘন্টায় 85,% কথা বলে থাকেন,কিন্তু 98% কথা শুনে থাকেন।

🔴🟢⚫🟠🔵⚪⚫🔴⚪🟠🟢⚪🔴🟢⚫🟠🟢🔴🔴🔴🔴⚫🟢🟠🔵🔵🔵⚫🟢🟢⚪🔴🟢⚫🟠🟢

" অভাব "

Writer: P.Mondal
‎    স্যার ক্লাস রুমে প্রবেশ করে লাল্টু নামে এক ছাএকে প্রশ্ন করলেন, বলোতো, লাল্টু অভাব কাকে বলে ?লাল্টু কি উত্তর দেবে বুঝতে পারছে না। মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে। স্যার আবার বলতে বললেন। এবার লাল্টু বলতে শুরু করল।
অভাব
    আমি কলেজে আসার সময় মা আমাকে গাড়ি ভাড়ার জন্য মা খুঁজে চলেছে অবিরাম ব্যাগটি। অবশেষে মা 10টি টাকা আমার হাতে দেয়।আর আমি বাড়ি থেকে বের হয়ে  মিনিট কয়েক পথ গিয়ে আবার বাড়িতে ফিরে টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজ ছুটি।মাকে মিথ্যা কথা বলাটা হলো 'অভাব'

    বাবা যখন কাজ করে দেরিতে বাড়ি আসতো মা তখন বলতো এতো দেরি কেনো হলো। বাবা বলতেন 'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে? বাবার এই ওভারটাইম টা হচ্ছে আমার কাছে 'অভাব'। আমি যখন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতাম তখন বাবা বলতেন একটু দেরি হবে। এই "দেরি টাই হলো 'অভাব'। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে। তখন মা বলেন কাপড়টা অনেক ভাল । এটাই তো 'অভাব'

    বন্ধুদের দামী স্মার্টফোন যখন আমার চোখের সামনে ভেসে ওঠে আর তখন আমার ছোট পুরনো নর্মাল ফোন লুকিয়ে রাখি এই লুকিয়ে রাখাটাই আমার কাছে অভাব। যখন অর্থ না থাকে হাতে তখন আপন প্রিয় মানুষ গুলো দূরে চলে যায়। মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে চলে যায় এই দূরে চলে যাওয়াটা আমার কাছে 'অভাব'

    এর পর আরো কিছু বলতে যাবে লাল্টু ঠিক তখনই পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল! প্রায় সকলের চোখে জল! স্যারও চোখের জল মুছতে মুছতে লাল্টুর কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরে স্যার বললেন আমি বুঝেছি অভাব কাকে বলে।

বস্তুতঃ    আমাদের সমাজে এমন অনেকেই আছে, যাদের "নুন আনতে পান্তা ফুরায়।" খেয়ে না খেয়ে, সব দুঃখ-কষ্টকে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে  হাসিমুখে দিনের পর দিন পার করে দেয়। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না! বা বুঝেও বুঝি না। এটাই বাস্তব!
🔴🟢⚫🟠🔵⚪⚫🔴⚪🟠🟢⚪🔴🟢⚫🟠🟢🔴🔴🔴🔴⚫🟢🟠🔵🔵🔵⚫🟢




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url