Class 10 (X) মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2025 সমস্ত বিষয়ে:নতুন সিলেবাস অনুযায়ী,-(Madhyamik Exam,Routine ,Results,Admit card //YouTube: ALL TIPS PM

মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2024 সমস্ত বিষয়ে:নতুন সিলেবাস অনুযায়ী,-

আমাদের YouTube বে টিপস,সিলেবাস,সাজেসন ও নোটস দেওয়া হয়। প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। তাই YouTube Channel: ALLTIPSPM এবং Website: alltipspm.blogspot.com -এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক সাজেশন ২০২৪ . (শুধু মাধ্যমিক নয়, উচ্চমাধ্যমিক ও কলেজের ছাত্রছাত্রিরাও) ইতিমধ্যেই রাজ্যের পরীক্ষার্থীরা আমাদের এই শিক্ষামূলক YouTube এবং Website থেকে প্রস্তুতি শুরু করেছে।
 প্রতিটি বিষয়ের সাজেশন ডাউনলোড করতে পারবে স্টুডেন্টরা ফ্রিতে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 02ফেব্রুয়ারি, 2024 তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে 12 ফেব্রুয়ারি 2024। পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে সকাল 11 টা 45 মিনিট থেকে বিকেল 3 টা পর্যন্ত। প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত 15 মিনিট সময় পাবে তোমরা।

     YouTube Channel:- ALLTIPSPM

Previous Year Question Papers Download PDF Now

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2025

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024 Download now

তারিখ                   বার           বিষয়
2 ফেব্রুয়ারি 2024,শুক্রবার    প্রথম ভাষা
3 ফেব্রুয়ারি 2024,শনিবার   দ্বিতীয় ভাষা
5 ফেব্রুয়ারি 2024, সোমবার  ইতিহাস
6 ফেব্রুয়ারি 2024, মঙ্গলবার  ভূগোল
8 ফেব্রুয়ারি 2024, বৃহস্পতিবার  গণিত
9 ফেব্রুয়ারি 2024, শুক্রবার জীবন বিজ্ঞান
10 ফেব্রুয়ারি 2024, শনিবার ভৌত বিজ্ঞান
12 ফেব্রুয়ারি 2024, সোমবার ঐচ্ছিক বিষয়

Madhyamik Exam Routine 2024 WBBSE Exam Routine 2024 মাধ্যমিক রুটিন ২০২৪ ALL TIPS PM /YouTube alltipspm

■●●◆■ppp

ppp★■◆ ●★★■●

★★মাধ্যমিক সাজেশন 2024 pdf⬇️⬇️ 

 বাংলা সাজেশন 2024  Click Here
 ইংরেজি সাজেশন 2024 Click Here
 ইতিহাস সাজেশন 2024 Click Here
 ভূগোল সাজেশন 2024 Click Here
 গণিত সাজেশন 2024 Click Here  
ভৌতবিজ্ঞান সাজেশন 2024 Click Here
 জীবন বিজ্ঞান সাজেশন 2024 Click Here

*◆■★★■◆●●◆■★■◆●◆■■★★★◆◆●*

🎯madhyamik 2024 result date,madhyamik result 2024 update,
madhyamik 2024 result kobe?
মাধ‍্যমিক ২০২৪ ফলাফল কবে ?, মাধ্যমিক রেজাল্ট 2024,মাধ্যমিক রেজাল্ট,মাধ্যমিক রেজাল্ট কবে দেবে? মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখবো,রেজাল্ট কীভাবে দেখে,মাধ্যমিক রেজাল্ট কবে, #madhyamik #results check,madhyamik #রেজাল্ট দেখার website,alltipspm,all tips, Madhyamik Results 2023,madhyamik result 19 may2023,  Madhyamik Result 2023 for 10th Board Exam is expected to be released in 19 May 2023 at wbresults.nic.in, wbbse.org.

👌👌

মাধ্যমিক 2023 এর রেজাল্ট ঘোষণা কবে হবে তার সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছে
মধ্যশিক্ষা পর্ষদ। গত ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল  2023 সালের  মাধ্যমিক পরীক্ষা। এ বছরের মাধ্যমিকে অংশগ্রহণ করে ছিলো প্রায় 6 লক্ষ 98 হাজার 628 জন পরীক্ষার্থী।এবার তোমাদের কথা চিন্তা করে দ্রুত ফলপ্রকাশের তৎপরতা নেওয়া হয়েছে। মাধ্যমিক রেজাল্ট 2023 পরীক্ষা শেষ হতে এখন রেজাল্ট জানার অপেক্ষায় রয়েছো তোমরা। সাধারণত মাধ্যমিক পরীক্ষার 90 দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবারেও ঠিক নিয়ম পালন করা হচ্ছে। সূত্রের খবর,

=*=*=*=*=

Madhyamik Routine 2022

 Madhyamik Exam Routine 2024 WBBSE Exam Routine 2024 মাধ্যমিক রুটিন ২০২৪ ALL TIPS PM /YouTube alltipspm
Previous Years Question Paper 2010 To 2022, Class 10, 11 , 12, B.A. সমস্ত বিষয়ে বিগত বছরের প্রশ্নপএ দেখে নিন এবং সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করুন এই প্রশ্নের উত্তর নিয়ে আমাদের youtube -ALL TIPS PM চ্যানেলে ভিডিও রয়েছে।
মাধ্যমিক (Madhyamik admit card 2022 বোর্ড থেকে 23 ফেব্রুয়ারি প্রদান করা হবে শুধুমাত্র স্কুলের প্রধান শিক্ষকদের জন্য MADHYAMIK & HS 2022 স্টুডেন্টদের নতুন ব্রিজ কোর্স বই পড়তে হবে

New Bridge course 2022 for class 11 &12.

এই কোর্স অনুসারে ক্লাস 9 ও 11 র বিভিন্ন বিষয়ে পড়াতে হবে ছাএছাত্রিদের । স্কুল শিক্ষা দপ্তরের খবর।

*LAST UPDATED:-November 11,2021
Youtube:- ALL TIPS PM

#কলকাতা- পিছিয়ে পরা ক্লাসের পড়া আগে । পরে নিজের ক্লাসের পড়া ।শিক্ষা দপ্তর সূএ থেকে জানা যাচ্ছে। তোমরা যারা এ বছরে 2022 ফাইনাল পরীক্ষা দেবে তাদের এই নতুন ব্রিজ কোর্স বই পড়ানো হবে। 16 নভেম্বর থেকে স্কুল চালু। আগের ক্লাসের বিষয়ে অবগত করার জন্য ই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে বোর্ড ঘোষণা করেছে মার্চে মাধ্যমিক, আর এপ্রিলে উচ্চমাধ্যমিক পরীক্ষা 2022। এই নতুন ব্রিজ কোর্স পড়াতে অসুবিধা হবে না বলে বোর্ড জানিয়েছে। খুব তাড়াতাড়ি যাতে স্কুলের কাছে ব্রিজের বই গুলো দেওয়া প্রক্রিয়া চলছে। 
শেয়ার করুন।

আমাদের সঙ্গে যোগাযোগ করুন

শিক্ষামূলক youtube, Website, Facebook, Instagram, চ্যানেল

  • #ALL TIPS PM.
  • #alltipspm.blogspot.com
  • #শিক্ষামূলক প্রতিষ্ঠান
  • alltipspm (educational youtube)

****

মাধ্যমিক রেজাল্ট 20 জুলাই2021 মঙ্গলবার সকাল ৯টাই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।২০ জুলাই সকাল ১০টা থেকে  নিচের ওয়েবসাইটগুলিতে রেজিস্ট্রেশন নম্বর এবং (জন্ম তারিখ) দিয়ে দেখা যাবে রেজাল্ট।

#*যেকোনো ভালো জিনিস কেনাকাটা করতে টার্চ করুন ➡ 👉Amazon.in প্রবেশ করুন।

ওয়েবসাইটগুলি হল: 👇👇

📲www.wbbse.wb.gov.in
📲http://wbresults.nic.in
📲www.exametc.com
📲www.results.shiksha
📲www.indiaresult.com

 স্বাভাবিকভাবেই মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ নির্ধারিত হওয়ায় উদ্বেগ কেটেছে পড়ুয়াদের। জানা গিয়েছে এদিনেই সমস্ত বিষয়ের প্রাপ্ত নম্বরও জানতে পারবেন পরীক্ষার্থীরা।

D:-18/6/2021, T: 5PM
 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কিভাবে এখনই জানিয়ে দিলো ,ফল পছন্দ না হলে পরীক্ষার সুযোগ থাকছে কী ভাবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে শুক্রবার তা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

 নবম এবং দশম শ্রেণির ফলের ভিত্তিতে মাধ্যমিকের মূল্যায়ন করা হবে। জানানো হয়েছে, কেউ যদি এই মূল্যায়নে অসন্তুষ্ট হন, তা হলে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। তবে  পরিস্থিতি স্বাভাভিক হলে। নবম শ্রেণির পরীক্ষার ফল থেকে ৫০ এবং দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বর নিয়ে মূল্যায়ন করা হবে।
 
২০১৯-এর মাধ্যমিকে যে চার বিষয়ে সবচেয়ে বেশি নম্বর তাতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের উপর ৪০ শতাংশ এবং ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় (থিওরি) প্রাপ্ত নম্বরের উপর ৬০ শতাংশ। উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। 

D: 17/6/2021, T: 5PM
মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিকের (HS ) ফল ঘোষণা করা হবে জুলাইয়ের মধ্যে নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কীভাবে পরীক্ষার মূল্যায়ণ করা হবে, তা আগামীকাল ঘোষণা করা হবে বলে জানালেন মমতা
D:-7/6/2021, T:-4 pm

এবছর বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, 2021

ঘোষণা মুখ্যমন্ত্রীর কিভাবে মূল্যায়ন হবে তা শিক্ষা দপ্তর 7 দিনের মধ্যে জানিয়ে দেবে

D:-6/6/2021, T:-4 PM
করোনার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না সেই বিষয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের কাছে মতামত চেয়েছে রাজ্য সরকার। এই তিনটি ইমেল এর মাধ্যমে ।মতামত জানানোর জন্য যে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে সেগুলি হল- ১) pbssm.spo@gmail.com, ২) commissionerschooleducation@gmail.com, ৩) wbssed@gmail.com
বিস্তারিত ভিডিও দেখুন
***

D:-5/6/2021,T:-10:30Am

রাজ্যে এ বছর স্কুলে বসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত হচ্ছে না।মাধ্যমিক (Madhyamik)ও উচ্চমাধ্যমিক(HS) পরীক্ষার্থীদের নাম্বার কিভাবে দেওয়া হবে ?সূত্রের খবর, ছ'সদস্যের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে,

 উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের

 হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা হতে পারে। অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্নপত্র স্কুলের মাধ্যমে পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে, তার ভিত্তিতে লেখা উত্তর আবার স্কুলেই জমা করা যেতে পারে। এর ফলে খুব তারাতারি ফলপ্রকাশ সম্ভব। কারণ, স্কুলের  শিক্ষক-শিক্ষিকারাই খাতার মূল্যায়ন করবেন। প্রজেক্টে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর স্কুলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা পড়েছে, প্রয়োজনে রেজাল্ট তৈরির ক্ষেত্রে সেগুলোও বিবেচনা করা যেতে পারে।

বিস্তারিত দেখুন📲 

 মাধ্যমিক পরীক্ষার্থীদের 

২০১৯ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট বিবেচনা করে। অথবা ক্লাস 9 এর সমস্ত পরীক্ষার নাম্বার গড় করে ৫০ শতাংশ ওয়েটেজ আর এ বছর মাধ্যমিকের প্রজেক্টে বরাদ্দ ১০ নম্বর ভিত্তি উপরে ৫০ শতাংশ ওয়েটেজ দিয়ে একযোগে রেজাল্ট তৈরি করা যেতে পারে। তবে সবই চূড়ান্ত  রিপোর্টে পেশ করা কেবলমাএ সুপারিশ।সবটাই অবশ্য নির্ভর করছে, রাজ্য সরকারের (মুখ্যমন্ত্রীর)ওপর।সরকার কি সিদ্বান্ত নেয় সেদিকেই আমাদের নজর আছে।

                             *

D:-2/6/2021, T:- 4:17PM

#মাধ্যমিক #উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে/পরীক্ষার সময়সূচি এখনও ঠিক হয়নি আরও তিন দিনপর সিন্ধান্ত পুরোভিডিও টি দেখার অনুরোধ রইলো

*         ***           **              ***

আগামীকাল ঘোষিত হতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার 2021 ফাইনাল রুটিন

** জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে।’
বিস্তারিত জানতে 👇

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক 2021 পরীক্ষায় বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে। নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ৩ ঘণ্টা নয় বরং এবার দেড় ঘণ্টার পরীক্ষা... 

*********     **** 
HS  Last suggestion 2021,Question-Answer marks 40/শেষ মুহূর্তের প্রশ্নোত্তর 40 নাম্বার ফ্রি ডাউনলোড CBCS এবং ICSE বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক 2021 পরীক্ষা বাতিল করলো ।
এবার অন্য বোর্ড কি করে তার দিকেই নজর রেখেছি যখনই বোর্ডে র পক্ষথেকে কিছুই জানিয়ে দেবে  তখই আমার Youtube এবং এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

West Bengal Cancelled Madhyamik Exams may to COVID19

করোনা ভাইরাসের কারণে জুনে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, স্থগিত না বাতিলট তা এখনো স্পট উল্লেখ করেনি পর্ষদ অনিশ্চয়তা মাধ্যমিক নিয়ে। এই করোনা পরিস্থিতিতে এখনই   নির্ধারিত সূচি অনুযায়ী এ বছরের মাধ্যমিক পরীক্ষা 2021 নেওয়া অসম্ভব ।তবে পরীক্ষা স্থগিত হবে, না বাতিল, সে ব্যাপারে মধ্যশিক্ষা পর্যদের পক্ষ থেকে স্পট বলা হয়নি।তবে পরীক্ষা না নেওয়ার ওপরেই মধ্যশিক্ষা পর্ষদ জোর দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘ তবে পরীক্ষা না নেওয়ার ওপরেই মধ্যশিক্ষা পর্ষদ জোর দিয়েছে।' 
Madhyamik student picture

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কিভাবে এখনই জানিয়ে দিলো ,ফল পছন্দ না হলে পরীক্ষার সুযোগ থাকছে কী ভাবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে শুক্রবার তা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


     নবম এবং দশম শ্রেণির ফলের ভিত্তিতে মাধ্যমিকের মূল্যায়ন করা হবে। জানানো হয়েছে, কেউ যদি এই মূল্যায়নে অসন্তুষ্ট হন, তা হলে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। তবে  পরিস্থিতি স্বাভাভিক হলে। নবম শ্রেণির পরীক্ষার ফল থেকে ৫০ এবং দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বর নিয়ে মূল্যায়ন করা হবে।
 
    ২০১৯-এর মাধ্যমিকে যে চার বিষয়ে সবচেয়ে বেশি নম্বর তাতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের উপর ৪০ শতাংশ এবং ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় (থিওরি) প্রাপ্ত নম্বরের উপর ৬০ শতাংশ। উচ্চমাধ্যমিকের মূল্যায়ন হবে। 

D: 17/6/2021, T: 5PM
  • মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিকের (HS ) ফল ঘোষণা করা হবে জুলাইয়ের মধ্যে নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কীভাবে পরীক্ষার মূল্যায়ণ করা হবে, তা আগামীকাল ঘোষণা করা হবে বলে জানালেন মমতা

  • একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ১৫ জুলাইয়ের মধ্যে শেষ।
  • কোনও পরীক্ষা ছাড়াই ক্লাস 11 থেকে ক্লাস 12 শ্রেণিতে উঠে যাবে। দ্বাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় প্রক্রিয়া ১৫ জুলাই,২০২১
  • গত বছর মার্চ মাস থেকে বন্ধ স্কুল। মাঝে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে ক্লাস শুরু কিন্তু ক্লাস 11 শ্রেণির সবাইকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল সংসদ।
  • D:-7/6/2021,
  • এবছর বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, 2021 ঘোষণা মুখ্যমন্ত্রীর কিভাবে মূল্যায়ন হবে তা শিক্ষা দপ্তর 7 দিনের মধ্যে জানিয়ে দেবে
  • D:-6/6/2021, T:-4 PM
  • করোনার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না সেই বিষয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের কাছে মতামত চেয়েছে রাজ্য সরকার। এই তিনটি ইমেল এর মাধ্যমে ।মতামত জানানোর জন্য যে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে সেগুলি হল- ১) pbssm.spo@gmail.com, ২) commissionerschooleducation@gmail.com, ৩) wbssed@gmail.com
  • D:-5/6/2021,T:-10:30Am
  • রাজ্যে এ বছর স্কুলে বসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্ভবত হচ্ছে না।

  মাধ্যমিক (Madhyamik)ও উচ্চমাধ্যমিক(HS) পরীক্ষার্থীদের নাম্বার কিভাবে দেওয়া হবে ?

   সূত্রের খবর, ছ'সদস্যের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে,

 উচ্চমাধ্যমিক পরীক্ষাথীদের

 হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা হতে পারে। অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্নপত্র স্কুলের মাধ্যমে পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে, তার ভিত্তিতে লেখা উত্তর আবার স্কুলেই জমা করা যেতে পারে। এর ফলে খুব তারাতারি ফলপ্রকাশ সম্ভব। কারণ, স্কুলের  শিক্ষক-শিক্ষিকারাই খাতার মূল্যায়ন করবেন। 
    প্রজেক্টে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর স্কুলের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা পড়েছে, প্রয়োজনে রেজাল্ট তৈরির ক্ষেত্রে সেগুলোও বিবেচনা করা যেতে পারে।
বিস্তারিত দেখুন📲 

 মাধ্যমিক পরীক্ষার্থীদের 

     ২০১৯ সালের নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার রেজাল্ট বিবেচনা করে। অথবা ক্লাস 9 এর সমস্ত পরীক্ষার নাম্বার গড় করে ৫০ শতাংশ ওয়েটেজ আর  এ বছর মাধ্যমিকের প্রজেক্টে বরাদ্দ ১০ নম্বর ভিত্তি উপরে ৫০ শতাংশ ওয়েটেজ দিয়ে একযোগে রেজাল্ট তৈরি করা যেতে পারে। তবে সবই চূড়ান্ত  রিপোর্টে পেশ করা কেবলমাএ সুপারিশ। সবটাই অবশ্য নির্ভর করছে, রাজ্য সরকারের (মুখ্যমন্ত্রীর)ওপর। সরকার কি সিদ্বান্ত নেয় সেদিকেই আমাদের নজর আছে।  ****
D:-2/6/2021, T:-4:14pm
#মাধ্যমিক #উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে/পরীক্ষার সময়সূচি এখনও ঠিক হয়নি আরও তিন দিনপর সিন্ধান্ত পুরোভিডিও টি দেখার অনুরোধ রইলো
D:-27-5-21, T:-7:41pm
জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে।’
বিস্তারিত জানতে 👇ভিডিও টি দেখুন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক 2021 পরীক্ষায় বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে। নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ৩ ঘণ্টা নয় বরং এবার দেড় ঘণ্টার পরীক্ষা... 
***        ***          ****         ***
HS  Last suggestion 2021,Question-Answer marks 40/শেষ মুহূর্তের প্রশ্নোত্তর 40 নাম্বার ফ্রি ডাউনলোড করুন 
D:- 23-5-2021, T:- 5PM
আজই পরীক্ষা 2021 নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কি বৈঠক হলো দেখুন👇
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা 2021 বৈঠক, ভিডিও দেখতে টার্চ করুন

D:-20/5/2021, T:- 7PM  
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়নি এখনও। কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিস্তারিত জানতে ভিডিও দেখুন👇

আজ 15 মে শনিবার এই মাএ সরকারিভাবে ঘোষণা করা হলো। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক 
জুন মাসে কোনো পরীক্ষা হচ্ছে না জানিয়ে দিলো সরকার। কবে হবে তা সরকার পরে জানিয়ে দেবে।সকারের তরফ থেকে আরো বলা হয় যে স্টুডেন্ট, অভিভাবকদের কোনো চিন্তার কিছুই নেই। সরকার আছে পাশে।
***

উচ্চমাধ্যমিকও পিছোবে। বুধবার জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারা আরও জানিয়েছে যে পরীক্ষা নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো।বিস্তারিত জানতে ভিডিও দেখুন মাধ্যমিক পরীক্ষা বাতিল 2021, জুনে মাধ্যমিক নয়, স্থগিত না বাতিল মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইল পর্ষদ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

যখনই বোর্ডে র পক্ষথেকে কিছুই জানিয়ে দেবে  তখই আমার Youtube টার্চ করুন এবং এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

 West Bengal Cancelled Madhyamik Exams may to COVID19


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url