Vidyasagar University Semester 3 Political Science Minor /MDC Suggestion 2025 and Notes /Question Answers / vu 3rd sem pol science Study Material
Vidyasagar University Semester 3 Political Science Minor /MDC Suggestion and Notes /Question Answers Governance and public policy
Marks2
- * জন প্রশাসন কী?
- * টেকসই উন্নয়ন বলতে কি বোঝায়?
- * জন প্রশাসনের গুরুত্ব লেখো।
- * গভর্ন্যান্স বলতে তুমি কি বোঝো?
- * তুলনামূলক শাসন ব্যবস্থা কাকে বলে?
- * আদর্শ শানস ব্যবস্থার নীতিগুলো উল্লেখ করো।
- * প্রশাসনের ধ্রুপদী তত্ত্ব কাকে বলে?
- * ধ্রুপদী তত্ত্ব - মানব সম্পর্ক তত্ত্ব থেকে আলাদা তোমার মতে যুক্তি দাও।
- * Human Relation Theory লেখো।
- * বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব বলতে কী বোঝো?
- * সিদ্ধান্ত কয় প্রকার ও কি কি?
- * আমলাতন্ত্র কাকে বলে?
- * জননীতিতে আমলাতন্তের ভূমিকা উল্লেখ করো।
- * জননীতি কাকে বলে?
- * জননীতি বাস্তবে প্রয়োগের সরকারের ভূমিকা উল্লেখ করো।
- * প্রাইভেট এডমিনিস্ট্রেশন বলতে কী বোঝো ?
- * পাবলিক এডমিনিস্ট্রেশনের দুটি পদ্ধতি উল্লেখ লেখো।
- * ক্লাসিকাল থিওরি বলতে কী বোঝো ?
- * পাবলিক পলিসির গুরুত্ব লেখ।
- * পলিসি মেকিং কী?
Marks 5
- **পাবলিক এডমিনিস্ট্রেশন এবং প্রাইভেট এডমিনিস্ট্রেশনের মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ কর।
- **গভর্ন্যান্স বলতে কী বোঝো? গভর্ন্যান্স-র পরিধি আলোচনা করো।
- **সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এর ধারণা আলোচনা করো।
- **ক্লাসিক্যাল প্রশাসনিক তত্ত্বের প্রধান নীতি গুলি আলোচনা করো।
- **পাবলিক পলিসির গুরুত্ব লেখ।
- **পলিসি ইভ্যালুয়েশনের এর গুরুত্ব লেখ।
- *পাবলিক পলিসির নীতি গুলি লেখ।
- *হিউম্যান রিলেশন কী?
- *পাবলিক এডমিনিস্ট্রেশন বলতে কী বোঝো?
- *আদর্শ বা সুশাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য গুলি লেখো।
- *টেকসই উন্নয়ন শাসন ব্যবস্থা সম্পর্কে একটি টীকা লেখ।
- *জননীতির প্রাসঙ্গিকতা উল্লেখ করো।
-
Marks 10
- **পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং গভর্ন্যান্স এর মধ্যে তুলনামূলক আলোচনা করো।
- **হিউম্যান রিলেশন তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো।
- **পাবলিক পলিসি বলতে কি বোঝো পাবলিক পলিসির বিশ্লেষণ করো।
- **ক্লাসিকাল তত্ত্ব এবং সাইন্টিফিক ম্যানেজমেন্টের মধ্যে প্রধান পার্থক্য গুলি উল্লেখ করো।
- *ক্লাসিক্যাল তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
- *পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের তুলনামূলক পদ্ধতিগুলি উল্লেখ করো।
- *গভর্ন্যান্স এর পর্যায়কাল গুলি উল্লেখ করো।
- *পলিসি মেকিং প্রক্রিয়া তত্ত্বটি বিশ্লেষণ করো।
যে কোন ইউনিভার্সিটির যেকোনো কলেজের ছাত্র ছাত্রীদের একমাত্র নির্ভরযোগ্য এডুকেশনাল
YouTube চ্যানেল ALL TIPS PM
এই youtube চ্যানেলে সমস্ত বিষয়ে সিলেবাস সাজেশন ও নোট রয়েছে। তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট এবং আমাদের instagram whatsapp facebook টেলিগ্রাম যুক্ত হয়ে যাও ।
এই চ্যানেলে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ সিলেবাস অনুযায়ী ক্লাস নেওয়া হয় -অফলাইন এবং অনলাইনে।
যারা অনলাইনে এডমিশন নিতে চাইছো যারা সাবজেক্ট পড়াশোনা করতে চাইছে অনলাইনে তো ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে ।অবশ্যই ফর্ম টি ফিলাপ করে নাও।
অবশ্যই এডমিশন নিয়ে নাও অল্প টাকা বিনিময়ে। সাবজেক্ট সাজেশন এবং সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে।
ভিডিওটি❤ ভালো লাগলে অবশ্যই লাইক👍 করো ,বন্ধুদের শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও।
❤❤❤⭐ ধন্যবাদ ⭐❤❤❤
Governance and Public Policy
* পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা লেখো। M5
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন: পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হলো জনসাধারণের সেবা প্রদান, নীতির বাস্তবায়ন এবং সমাজের সামগ্রিক উন্নয়ন করা।
প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন: প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন হলো বেসরকারি প্রশাসনিক কার্যক্রম, যা প্রচুর অর্থ অর্জন এবং প্রতিষ্ঠানগত লক্ষ্য পুরণের জন্য পরিচালিত হয়।
পার্থক্য:
- পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সরকারের অধীনে পরিচালিত হয়। কিন্তু প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন বেসরকারি সংস্থার অধীনে পরিচালিত হয়।
- পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সমাজের উন্নয়নে সর্বদাকাজ করে। কিন্তু প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন জনগণের প্রতি দায়বদ্ধ থাকে না বরং
- এঅর্থ লাভ অর্জনে মনোযোগী থাকে।
- পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নীতির বাস্তবায়নে মানুষের কল্যাণে কাজ করে। কিন্তু প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন শুধুমাএ কী ভাবে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায় তা নিয়ে কাজ করে।
=========================================================================