কবিতা (Poetry)

প্রেম—একটি অনুভব, একটি ভাষা, যা হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে যায়।
ভালোবাসা কখনো দীর্ঘ নয়, বরং একটুখানি হাসি, একটুখানি চোখের ভাষায়ও প্রকাশ পায়।
প্রেম মানেই দীর্ঘ কবিতা নয়, প্রেম মানেই গভীর অনুভূতির প্রকাশ।
এই পেজে রইল ছোট ছোট সুন্দর প্রেমের কবিতা, যেগুলো খুব অল্প কথায় ভালোবাসার গভীরতা প্রকাশ করে। আপনি চাইলে এগুলো আপনার প্রিয়জনকে মেসেজ করতে পারেন, কিংবা সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারেন।
1/30000
সৃষ্টি প্রলয়
দেশশূন্য কালশূন্য মহাশূন্য-
সবাই করিতেছে ধ্যান।
মহামুনি র ধ্যানে সবাই পাগল।
জাগিয়া উঠিলো মহেশ্বর ।
2/30000
ঘৃণ্য প্ৰেম
শুনেছি আমারে তোমার না কি , ভালোই লাগে না?
নাইবা ভালো লাগিলো তোমার
তুমি তো আমার বন্ধী পাখি,
বাধিয়াছি আমার পাঁজরে-দেখি কি করে তুমি পালাও?
3/30000
জীবন
মরিতে চায় না আমি এই সুন্দর ভুবনে-
তোমারই মাঝে পায় যেনো ঠাঁয়,
তা যদি না পায় ঠাঁয় তবে এ জীবনের মূল্য তো নাই।
4/30000
আকাশের পাখি
আমি ধরা দিয়েছি গো আকাশের পাখি,
হৃদয় উড়িতে চায় হোথায় আকাক্কি
যদি নিয়ে যাও ওই শুন্য হয়ে যাবো তোমার হৃদয়ে।
5/30000
গেছি সব ভুলে
কে আমারে যেন এনেছে ডেকে, গেছি আমি সব ভুলে।
তুমি একবার চাও মুখপানে নয়ন তুলে।
দেখি আমি সেদিনের ছাওয়া পড়ে কি না মনে
এখনো কি চাহিবে না কেউ,
কে আমারে এনেছে ডেকে আমারে ভুলে?
6/30000
ভুল শুধু আমার
বুঝেছি আমার নিশার স্বপন হয়েছে ভোর।
মালা ছিলো তার ফুলগুলি গেছে পরে,
রয়েছে শুধু ডোর।
নেই আর সেই লুকিয়ে লুকিয়ে চাওয়া,
কাছে এসেও না আসা।
প্রেম গেছে মুছে,শুধু আছে মিছে স্মৃতি
তবু হাসি আমি, পাষান হৃদয় বড়ো কঠোর।
7/30000
আমি নারী
মিছে তর্ক-থাক তবে থাক, কেন মিছে কাঁদা?
অসুধুই চোখের জল, এ নহে ভৎসনা।
সে কি মনে পরিবেশ তোমার --
হাজার ভীড়ের মাঝে সব ফেলে আমায় দেখা?
কোনো কথা না হয়েও শুধুই কাছে আসা।
আজ তুমি দেখেও দেখো না
সব কথা শুনেও শুনো না।
বুক ফেটে কেন অশ্রু পরে তবুও কি বুঝাতে পারো না।
তর্কে বুঝিবে কি ? এই মুছিলাম আখিঁ-র জল-
এ শুধু চোখের জল, এ নহে ভৎসনা।
8/30000
আমি পুরুষ
প্রথম জীবনে এ জগতে কেমনে বাঁধিয়া গেল সে আমার নয়নে তে-
তখন কে জানে তোমারে কে জানে আমারে,
নয়নে তে জেক ভালো লাগে,
ভালোই সে কিন্তু প্রেম নয়।
ভেবেছিলাম এ হৃদয়ে প্রেম চিরদিন রায়।
রূপ কেন রাহুগ্রস্ত মানে অভিমানে।
প্রাণ দিয়ে সেই দেবী পূজা চেয়েনা কো আজ। এসো থাকি সুখে দুঃখে গৃহতে ,
দেবতার পূজায় এজীবন করি গো নিয়োগ।
9/30000
গুপ্ত ভালোবাসা
তবে পরানে ভালোবাসা কেন গো দিলে
রূপ না দিলে যদি বিধি হে?
মনে গোপনে থাকে প্রেম চায়না দেখাএকি দেবতার সৃষ্টি
তাই আঁখিতে আঁকিতে চাহি না তারে,
নীরবে থাকে এই বাসনা।
মুখে সে চাহে যত ,নয়ন করি ততো নত।
তাই যদি সে কাছে আসে পালাযে যায় কতো দূরে,
তবে পরানে কেন ভালোবাসা দিলে, এতো বড়ই কষ্টময়।
10/30000
সীমাহীন প্ৰেম
আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে ,
তোমায় যেন ভালোবেসেছি জন্মে জন্মে।
আমরা দুজনে করিয়াছি অনেক প্রেমের খেলা
পুরাতন প্রেমের নিত্যনতুন সাজে।
কেন তবে আজ সেই চিরো দিবসের প্রেমের অবসান?
একটি প্ৰেমর মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি-
সকল কালের আমার সকল প্রেমের ইতি।
11/30000
দুটি মনের পাখি
এমনি দুই পাখি দুজনেরে বাসিত ভালো,
তবুও কাছে নাহি তারা।
দুজনে নীরবে চোখে চোখে চায়, কেও কিছুই বুঝিতে নাহি পারে,
ওগো ভালো করে বলে যাও। যদি না বলিবে কিছু তবে কেন এসেছিলে শুধু মুখপানে চায়?
আপন মনে বলে যেয়ো কথা মিলনমুদিত বুকে
আমি নয়ন মুড়িয়া শুনিব কেবল,
চাহিব না আর তোমার মুখে মুখে।
12/30000
যৌবনহীনতা
আজি যে রজনী যায় ফিরব তার কেমনে!
কেন নয়নের জল ঝরিয়ে বিফল।
এ বেশভূষণ লহো সখি-
এ কুসুম মালা হয়েছে এসহ, এমন যামিনী কাটিল বিরহশোনে।
সে আনিবে বুক ভরা অনুরাগ,যৌবননদী করিবে সজাক
যদি যেতে হলো হাই, প্রাণ কেন চায় পিছে আর?
হায়, যে রজনী যায় ফিরব তায় কেমনে।
13/30000
শূন্য প্রেম
আর কত দূরে নিয়ে যাবে মোড়ে হে সুন্দরী?
বলো কোন পার ভিড়াবেই তোমার সোনার তরী।
যখনই সুধায় ওগো বিদেশিনী
তুমি হাসো শুধু ই মধুহাসি-
বুঝিতে না পারি কি জানি আছে তোমার মনে।
নীরবে দেখাও অঙ্গুলি তুলি
দূরে ওই ডুবিয়েছে তপন গগনকোনে।
কি আছে হোথায় ,চলেছি কিসের টানে?
14/30000
মৃত্যু
আজিকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি
শিব গেছে চুকে।
রাতদিন ধুকধুক। দুঃখ সুখ
থামিয়াছে বুকে।
যা হবার তাই হোক ঘুচে যাক সব শোক
সব মরীচিকা।
আজ সব তর্ক শেষ- সব রাগ,সব অভিমান।
বলো শান্তি বলো শান্তি
পুড়ে হোক সব ছাই।
15/30000
অন্তজামিন
ফুল কয়ে ফুকারিয়া,ফল, ওরে ফল,
কত দূরে রয়েছিস বল আমারে বল!
ফল কহে মহাশয়, কেন মিছে হাকাহাকি-
তোমারই অন্তরে আমি নিরন্তর থাকি।
16/30000
ক্ষমা প্রার্থনা
প্রিয়তম, আমি তোমারেই যে ভালোবেসেছি,
দয়া করে করো ক্ষমা আমারে।
যাহা কিছু মোর কিছুই পারিনি রাখিতে,
সব দিয়েছি আমি তোমারে
যদি নাহি পারো ভালোবাসিতে তবুও
ভালোবেসে করো তোমার নিজ গুনে মোর ক্ষমা।
18/30000
অচেনা এক প্রতীক
প্রেম এসেছিল,চলে গেল সে যে খুলিদার,
আর কভু আসিবে না ।
বাকি আছে শুধু আর এক পথ চেনার অতিথি,
তারই সাথে শেষ চেনা।
সে আমারে নিয়ে যাবে গৃহ হতে কোন এক অচেনা গৃহে
যে জন আজিকে ছেড়ে চলে গেল খুলিদার
সেই বলে গেল ডাকি,
মোছো আখি জল, আর এক অতিথি আসিবার
এখনো রয়েছে অনেক বাকি।
19/30000
অপেক্ষা
তোমার কাছে চাইনি কিছু, জানাই নি আমার নাম,
তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম।
একলা ছিলাম গৃহের কোনে বসে
যখন তুমি শুনাইলে নাম পেলাম আমি বড়ই লজ্জা।
তুমি আসবে বলে আজও আমি তোমার অপেক্ষায় রইলাম বসে।
20/30000
বিদায়
যাবার দিনে এই কথাটি বলে যেন যায়-
যা দেখেছি, যা পেয়েছি,তুলনা তার কভু নাই।
বিশ্ব রূপের খেলাঘরে কতই গেলাম খেলে,
অপরূপকে দেখে গেলাম দুটিনয়ন মেলে।
স্পর্শ যারে যায় না করা সকল দেহে দিলেন ধরা,
এইখানেই শেষ করেন যদি শেষ করে দিন তাই-
যাবার বেলা এই কথাটি জানিয়ে জেন যাই।
21/30000
চেনা ছবি
তুমি কি কেবল ছবি?
একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে।
বক্ষ তব দুলিত নিঃশ্বাসে-
সে যে আজ হল কতকাল! এ জীবনে আমার কত সত্য ছিলে!
অজানা সুরে চালিয়েছি দূর হতে দূরে,
মেতেছি পথের প্রেমে।
তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে
সেখানেই আজ থেমে। নয়নের মাঝে নিয়েছে যে ঠাঁই।
তোমাতে পেয়েছি অন্তরের মিল।নও ছবি, নও ছবি।....
24/30000
খেলা
সন্ধ্যাবেলায় এ কোন খেলায় করলে নিমন্ত্রণ,
ওগো খেলার সাথী
হঠাৎ কেনো চমকে দিলে এ কোন রঙীন আলোয়
আমার কাছে কি চাও তুমি ওগো খেলার সাথী?
জানি জানি,তুমি আমায় চাওনা।
তোমার আলোয় আমার আলো মিলিয়ে খেলা হবে, নয় আরতি বাতি
ওগো খেলার সাথী
হঠাৎ কেনো চমকে দিলে এ কোন রঙীন আলোয়
আমার কাছে কি চাও তুমি ওগো খেলার সাথী?
জানি জানি,তুমি আমায় চাওনা।
তোমার আলোয় আমার আলো মিলিয়ে খেলা হবে, নয় আরতি বাতি
25/30000
তুমি নেই তবু মনে রয়,
তোমার নামেই হৃদয় কয়।
চাঁদ রাতেও তুমি আলো,
তোমার স্মৃতিতে ভিজি ভালো।
ভালোবাসা নয় কখনো ফাঁকি,
তোমার জন্যই জীবন বাঁকি।
26/30000
চুপিচুপি স্বপ্ন দেখি,
তোমার মুখটা আঁকি লেখি।
হাওয়ার মতো তুমি এসো,
আমার পাশে চিরদিন বসো।
ভালোবাসা যদি অপরাধ হয়,
আমি সে অপরাধী হই প্রতিদিন।
27/30000
তোমার চোখে স্বপ্ন থাকে,
তোমার হাসি মনকে ডাকে।
কথা বলো না তবুও শুনি,
তোমার নীরবতায় গান বুনি।
তুমি আছো এই হৃদয়ে,
সাজানো প্রেমের মেঘলা বয়ে।
তোমার হাসি মনকে ডাকে।
কথা বলো না তবুও শুনি,
তোমার নীরবতায় গান বুনি।
তুমি আছো এই হৃদয়ে,
সাজানো প্রেমের মেঘলা বয়ে।
28/30000
তোমার ছোঁয়া যেন কবিতা,
তোমায় নিয়ে গাঁথা প্রতিটা গীত।
তোমার পাশে পেলেই সুখ,
তুমি মানেই হৃদয়ভিত্তিক মুখ।
চিরকাল তুমি থেকো কাছে,
ভালোবাসা রয়ে যাক আঁচে।
তোমায় নিয়ে গাঁথা প্রতিটা গীত।
তোমার পাশে পেলেই সুখ,
তুমি মানেই হৃদয়ভিত্তিক মুখ।
চিরকাল তুমি থেকো কাছে,
ভালোবাসা রয়ে যাক আঁচে।
29/30000
রাত পোহালেও তুমি থাকো,
স্বপ্নের ঘরে আলো জ্বালো।
একটুখানি কথা বলো,
মনটা আমার ভালো রাখো।
তোমার নামেই কবিতা হোক,
ভালোবাসায় থাকুক শোক।
30/30000
তোমার ভাবনায় ডুবে যাই,
তুমি বলো, আর কিছু চাই?
তোমায় পেয়ে ভরল মন,
জীবন পেলো নতুন ধন।
ভালোবাসা শুধু তোমাকেই,
প্রতিদিন এক নতুন আঁকাই।
তুমি বলো, আর কিছু চাই?
তোমায় পেয়ে ভরল মন,
জীবন পেলো নতুন ধন।
ভালোবাসা শুধু তোমাকেই,
প্রতিদিন এক নতুন আঁকাই।
31/30000
তোমার ছায়ায় বসে থাকি,
তোমার চোখে স্বপ্ন আঁকি।
তোমার কথায় মনটা গলে,
তুমি না থাকলে কিছুই চলে না।
ভালোবাসা মানেই তুমি,
তুমি ছাড়া জীবন অন্ধ ঘুমি।
32/30000
তোমার ছবি আমার খাতা,
তোমার হাসি মন মাতানো কথা।
দূর থেকেও তুমি পাশে,
প্রেমের ছোঁয়া হৃদয় আশে।
চোখ বুজলেই তুমি আসো,
স্বপ্নের ভেলায় ভালোবাসো।
33/30000
তোমায় ছাড়া কিছু ভাবি না,
তোমার নামেই সকালটা গোনা।
প্রেমে তুমি পূর্ণতা দাও,
তোমার ছোঁয়ায় সব কিছু পাও।
ভালোবাসি বলতেই পারি,
তুমি আমার স্বপ্নের নায়িকা/নায়ক।
34/30000
তুমি না বললেও বুঝি,
তোমার চোখে ভালোবাসা গুজি।
চুপিচুপি আমার নাম,
তোমার হৃদয়ে বাজে গীতসঙ্গীত সুরধ্বনি।
তোমার ছায়ায় বাঁচতে চাই,
তুমি পাশে থাকলেই ঠিক থাকি।
35/30000
তুমি আকাশের রঙ,
তুমি বাতাসে মিশে থাকা ঢঙ।
তোমার হাসি মানেই সকাল,
তোমায় ছুঁতে চায় প্রতিটা খেয়াল।
ভালোবাসি — বললে কম পড়ে,
তোমার প্রেমে পৃথিবীও হার মানে।
তুমি বাতাসে মিশে থাকা ঢঙ।
তোমার হাসি মানেই সকাল,
তোমায় ছুঁতে চায় প্রতিটা খেয়াল।
ভালোবাসি — বললে কম পড়ে,
তোমার প্রেমে পৃথিবীও হার মানে।
36/30000
তোমায় দেখে থমকে যায় সময়,
তোমার নামেই বাঁচার যতো ব্যাখ্যা রয়।
তুমি মানেই অন্তহীন কবিতা,
যেখানে আমি হারিয়ে ফেলি ব্যাকরণ চিতা।
প্রতিটি নিঃশ্বাসে তুমি,
তোমার প্রেমে আমিই ভীষণ ভুমি।
37/30000
তুমি নেই, তবু আছো,
আমার প্রতিটা স্বপ্নে ভালোবেসে বাঁচো।
তোমার স্মৃতি বুকে বাজে,
তোমায় ছাড়া জীবন কাঁদে।
এই প্রেম শুধু আমার নয়,
তোমাকেও ছুঁয়ে থাকুক সর্বদায়।
আমার প্রতিটা স্বপ্নে ভালোবেসে বাঁচো।
তোমার স্মৃতি বুকে বাজে,
তোমায় ছাড়া জীবন কাঁদে।
এই প্রেম শুধু আমার নয়,
তোমাকেও ছুঁয়ে থাকুক সর্বদায়।
38/30000
ভালোবাসা মানে তুমি,
এই জীবনের একমাত্র শব্দ তুমি।
তোমার ছোঁয়া মানেই সকাল,
তুমি না থাকলে জীবন নিঃসার।
চোখ বুজলেই দেখি শুধু,
তোমায় নিয়ে সাজানো ভবিষ্যৎ-সূত্র।
39/30000
তোমার নামেই হৃদয় বেজে ওঠে,
তোমার ছোঁয়ায় মনটা হেসে ওঠে।
তুমি না থাকলেই সব ফাঁকা,
ভালোবাসা শুধু তোমার দেখা।
তুমি মানেই ভালো থাকার মানে,
তোমায় নিয়েই প্রেমের গান গানে।
তোমার ছোঁয়ায় মনটা হেসে ওঠে।
তুমি না থাকলেই সব ফাঁকা,
ভালোবাসা শুধু তোমার দেখা।
তুমি মানেই ভালো থাকার মানে,
তোমায় নিয়েই প্রেমের গান গানে।
40/30000
চোখে চোখ রাখলেই বলো সব,
ভালোবাসা চলে নির্বাক শব্দে রব।
তোমার স্পর্শ মানে শান্তি,
তোমায় ছাড়া পৃথিবী অনন্ত ফাঁকি।
তুমি পাশে থাকো সারাজীবন,
এই মন চায় একটাই বিধান।
41/30000
তোমার দিকে তাকালেই ধরা পড়ে,
এই মন শুধু তোমাকেই চায় রে।
তোমার হাসি মানেই পবিত্র দিন,
তোমায় নিয়ে গাঁথা আমার তিন।
তোমার প্রেমে বাঁচতে চাই,
এই জীবন শুধু তোমায় চাই।
এই মন শুধু তোমাকেই চায় রে।
তোমার হাসি মানেই পবিত্র দিন,
তোমায় নিয়ে গাঁথা আমার তিন।
তোমার প্রেমে বাঁচতে চাই,
এই জীবন শুধু তোমায় চাই।
42/30000
ভালোবাসা মানে গল্প নয়,
তোমায় ছুঁয়ে থাকা এক অনুভব রয়।
তোমার চিঠি মানেই কবিতা,
তোমার মুখই সেরা ব্যাকরণটা।
তুমি আছো, তাই বাঁচি,
তুমি না থাকলে জীবন ফাঁকি।
43/30000
তুমি আসো সন্ধ্যার ছায়ায়,
মন হারায় তোমারই মায়ায়।
তোমার নামে সেজে থাকে কবিতা,
তোমার চোখে জমে ভালবাসার জ্যোতি।
তুমি মানেই সুর, তুমি মানেই গান,
তোমায় নিয়েই প্রেমের জীবনের প্রস্থান।
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛
⌛

